"ভয়েস সার্চ" ফিচারের সাহায্যে ভিডিও খোঁজা

ভিডিও খুঁজতে, 'ভয়েস সার্চ' ফিচার ব্যবহার করুন।

YouTube ভয়েস সার্চ ব্যবহার করার সময় সেভ করা অডিও রেকর্ডিং ম্যানেজ করুন

গুরুত্বপূর্ণ: অন্যান্য সেটিংসের উপর নির্ভর করে, অডিও রেকর্ডিং অন্য জায়গাতেও সেভ করা হতে পারে

আপনি YouTube ভয়েস সার্চের মতো Google পরিষেবার সাথে ইন্টার‍্যাক্ট করলে, আপনাকে যথাযথ উত্তর দেওয়ার জন্য Google নিজের অডিও শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে আপনার অডিও প্রসেস করে।

YouTube অডিও রেকর্ডিং সেটিং YouTube ভয়েস সার্চের সাথে আপনার ইন্টার‍্যাকশনের অডিও রেকর্ডিং সেভ করে। এই রেকর্ডিং আপনার Google অ্যাকাউন্টে YouTube ইতিহাস সহ সেভ করা হয়। নিচে উল্লেখ করা বিস্তারিত বিবরণ অনুযায়ী, Google আপনার YouTube ইতিহাস Google-এর অডিও শনাক্তকরণ প্রযুক্তি উন্নত করার জন্য ব্যবহার করতে পারবে। আপনি চালু না করলে, এই অডিও রেকর্ডিং সেটিং বন্ধ থাকবে।

অডিও রেকর্ডিং সেটিং কীভাবে ব্যবহার করা হয়

আপনার YouTube ইতিহাসে অডিও রেকর্ডিং সেভ করার বিকল্প বেছে নিলে, Google সেই অডিওর ব্যবহার অডিও শনাক্তকরণ প্রযুক্তি এবং সেটির ব্যবহার করছে যেসব Google পরিষেবা তা ডেভেলপ ও উন্নত করার কাজে ব্যবহার করা হয়। যেমন, YouTube ভয়েস সার্চ।

অডিও প্রযুক্তি উন্নত করার জন্য প্রশিক্ষিত রিভিউয়ার অডিওর নমুনা শোনেন, সেটি ট্রান্সক্রাইব করেন এবং অ্যানোট করেন। এর ফলে, Google পরিষেবা অডিও রেকর্ডিং আরও ভালভাবে বিশ্লেষণ করতে পারে। Google আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখার জন্য, বেশি কিছু পদক্ষেপ নেয়। যেমন, অডিও রেকর্ডিং বিশ্লেষণ করার সময় রিভিউয়াররা এটি জানতে পারেন না যে অডিওটি আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত।

'ভয়েস সার্চ' ফিচার চালু করুন

  1. YouTube-এ সাইন-ইন করুন।
  2. 'সার্চ করুন' Search বোতামে ট্যাপ করুন।
  3. 'মাইক্রোফোন' আইকনে ট্যাপ করুন।
  4. মাইক্রোফোন অ্যাক্সেস করার অনুমতি দিন। রেকর্ডিং শীঘ্রই শুরু হবে।
    • রেকর্ডিং শেষ করার জন্য: 'মাইক্রোফোন' আইকনে ট্যাপ করুন।
    • ফিরে যেতে বা রেকর্ডিং বাতিল করতে: 'সরান' Remove আইকনে ট্যাপ করুন।

মাইক্রোফোন অ্যাক্সেস করার অনুমতি পরিবর্তন করুন

আপনাকে এর আগে মাইক্রোফোন অ্যাক্সেস করার অনুমতি দেওয়া হয়নি। তাই এই অনুরোধ আপনি পেয়েছেন। তবে, ফোনের সেটিংসে গিয়ে আপনাকে অনুমতি দিতে হবে।

  1. মাইক্রোফোন অ্যাক্সেস করার অনুমতি দেওয়া সম্পর্কিত অনুরোধ পান: সেটিংস-এ যেতে, প্রম্পটে ট্যাপ করুন।
  2. মাইক্রোফোন অ্যাক্সেস করার অনুমতি পাওয়ার জন্য প্রম্পট না পেলে: আপনার ফোনে সেটিংস-এ যান।
  3. অ্যাপ ও বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
  4. YouTube অ্যাপ খুঁজুন।
  5. তারপর YouTube সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  6. অনুমতি বিকল্পে ট্যাপ করুন।
  7. মাইক্রোফোন বিকল্পে ট্যাপ করুন।
  8. অ্যাপ ব্যবহার করার সময় শুধুমাত্র অনুমতি দিন বা প্রত্যেকবার জিজ্ঞাসা করুন দুটির মধ্যে একটি বিকল্পে ট্যাপ করুন।

আপনি YouTube অ্যাপে ফিরে গেলে, আপনার ভয়েস ব্যবহার করে সার্চ করতে পারবেন।

ভয়েসের সাহায্যে আরও যেভাবে সার্চ করতে পারবেন

বর্তমানে এইসব কমান্ড শুধুমাত্র Android-এ পাওয়া যাবে। কয়েকটি কমান্ড সবকটি ভাষাতে নাও পাওয়া যেতে পারে।

কোনও বিশেষ কন্টেন্ট দেখা বা শোনা

  • সরাসরি র‍্যান্ডমা কোনও একটি মিউজিক ট্র্যাক বা ভিডিওতে যান: "মিউজিক চালাও।"
  • কোনও নির্দিষ্ট শিল্পীর একটি ভিডিও বা মিউজিক ট্র্যাক চালানোর জন্য বলুন: "কে কের গান চালাও।"
  • কোনও নির্দিষ্ট শিল্পীর একটি ভিডিও বা মিউজিক ট্র্যাক চালানোর জন্য বলুন: "ঝুমুর গান চালাও।"
  • আপনার মনের অবস্থা যেমন সেই ভিত্তিতে কোনও একটি ভিডিও বা মিউজিক ট্র্যাক চালানোর জন্য বলুন: "মন শান্ত করার গান চালাও।"
  • আপনার সাজেস্ট করা তালিকা থেকে ভিডিও চালানোর জন্য বলুন: "সাজেস্ট করা ভিডিও চালাও।"

YouTube-এর নির্দিষ্ট কোনও পৃষ্ঠায় যান

  • সাবস্ক্রিপশন পৃষ্ঠায় যাওয়ার জন্য বলুন: "আমার সাবস্ক্রিপশন দেখাও" অথবা "আমার সাবস্ক্রিপশনে নতুন কী আছে?"
  • আপনার দেখার ইতিহাসে যাওয়ার জন্য বলুন: "আমার দেখার ইতিহাস দেখাও।"
  • লাইব্রেরিতে যাওয়ার জন্য বলুন: "আমার লাইব্রেরি দেখাও।"
  • ক্রিয়েটরের সম্প্রতি আপলোড করা ভিডিও দেখার জন্য বলুন: "TeamYouTube-এর নতুন ভিডিও দেখাও।"
  • বর্তমান ভিডিওর সাথে মিল আছে এমন ভিডিও দেখার জন্য বলুন: "মিল আছে এমন ভিডিও দেখাও।"
  • আপনার পছন্দের নতুন ভিডিও দেখার জন্য বলুন: "YouTube-এ নতুন কী আছে?"

অডিও রেকর্ডিং চালু বা বন্ধ করুন

  1. আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ এবং তারপর Google খুলুন।
  2. আপনার Google অ্যাকাউন্ট ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. উপরে ডেটা ও গোপনীয়তা বিকল্পে ট্যাপ করুন।
  4. "ইতিহাস সেটিংস" বিকল্পের অধীনে YouTube ইতিহাস বিকল্পে ট্যাপ করুন।
  5. সেটিংস চালু বা বন্ধ করতে, "অডিও রেকর্ডিং অন্তর্ভুক্ত করুন" বিকল্পের পাশের বক্সে টিকচিহ্ন দিন বা টিকচিহ্ন সরান।

Google আপনার অডিও রেকর্ডিং Google অ্যাকাউন্টে, YouTube ইতিহাসে তখন সেভ করে যখন আপনি এইসব কাজ করেছেন:

  • আপনি নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করেছেন।
  • অডিও রেকর্ডিং সেটিং চালু করা আছে।
    • এই সেটিং বন্ধ থাকলে, আপনার YouTube ইতিহাস সহ Google অ্যাকাউন্টে অডিও রেকর্ডিং Google সেভ করবে না। আপনি সাইন-ইন করা অবস্থাতেও Google এটি করে না।
  • YouTube-এ ভয়েস সার্চের সুবিধা ব্যবহার করুন।
    • Google Search বা Assistant ব্যবহার করে YouTube-এ ভিডিও খোঁজা হলে, অডিও রেকর্ডিং সেটিং অডিও সেভ করে না।

অডিও রেকর্ডিং সেটিং চালু হলে এবং Google অ্যাকাউন্টে সাইন-ইন করে YouTube থেকে 'ভয়েস সার্চ' ফিচার চালু করা হয়। তখন Google অডিও রেকর্ডিং আপনার Google অ্যাকাউন্টে সেভ করে। এই রেকর্ডিং আপনার YouTube ইতিহাসে সেভ করা হয়। আপনি YouTube সার্চ করার জন্য Google Search বা Assistant ব্যবহার করলে, এই সেটিং অডিও সেভ করে না।

অডিও রেকর্ডিং সেটিং বন্ধ থাকলে এবং YouTube থেকে 'ভয়েস সার্চ' ফিচার চালু করলে, আপনার YouTube ইতিহাস সহ Google অ্যাকাউন্টে অডিও রেকর্ডিং Google সেভ করবে না। আপনি সাইন-ইন করা অবস্থাতেও Google এটি করে না। আপনি যখন Google-এর কোনও পরিষেবায় কথা বলে ইন্টার‍্যাক্ট করেন, তখন আপনাকে উত্তর দিতে সাহায্য করার জন্য Google আপনার অডিও প্রসেস করতে থাকে।

এই YouTube ভয়েস সার্চ, অডিও রেকর্ডিং সেভ করে। এটির সেটিং চালু করলে অন্যান্য সেইসব Google পরিষেবার সাহায্যে সেভ এবং ম্যানেজ করা অডিও প্রভাবিত হয় না, যেগুলিতে ভয়েস ব্যবহার করে YouTube ভিডিও সার্চ করা যেতে পারে। যেমন Google Search ও Assistant এর মধ্যে পড়ে। activity.google.com-এ আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি বিকল্পে Google Search, Assistant, এবং Maps-এর অডিও সেভ করা হবে কিনা তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

আপনি অডিও রেকর্ডিং সেটিং বন্ধ করে দিলে, আগে সেভ করা অডিও মুছে দেওয়া হয় না। যেকোনও সময় আপনার অডিও রেকর্ডিং মুছতে পারবেন।

অডিও রেকর্ডিং খোঁজা অথবা মুছে দেওয়া

আপনার অডিও রেকর্ডিং খুঁজুন

গুরুত্বপূর্ণ: আপনি "ট্রান্সস্ক্রিপ্ট উপলভ্য নয়" মেসেজ পেলে, রেকর্ডিংয়ের ব্যাকগ্রাউন্ডের আওয়াজ অনেক বেশি হতে পারে।

আপনার অডিও রেকর্ডিং সেটিংসে অডিও রেকর্ডিং অন্য জায়গাতেও সেভ করা হতে পারে

আপনার YouTube ইতিহাসে সেভ করা YouTube ভয়েস সার্চের অডিও খোঁজার জন্য:

  1. আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ এবং তারপর Google খুলুন।
  2. আপনার Google অ্যাকাউন্ট ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. উপরে ডেটা ও গোপনীয়তা বিকল্পে ট্যাপ করুন।
  4. "ইতিহাস সেটিংস" বিকল্পের অধীনে 'YouTube ইতিহাস এবং তারপর ইতিহাস ম্যানেজ করুন' বিকল্পে ট্যাপ করুন। আপনি এগুলি করতে পারেন:
    • আপনার অতীতের অ্যাক্টিভিটির একটি তালিকা পর্যালোচনা করুন। 'অডিও' আইকনের আইটেমে রেকর্ডিং থাকে।
    • রেকর্ডিং চালাতে: অডিওর পাশে, বিবরণ এবং তারপর দেখুন রেকর্ডিং এবং তারপর চালান Play বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: আরও সুরক্ষিত করতে, আপনার সম্পূর্ণ ইতিহাস দেখার জন্য আপনি যাচাইকরণের অতিরিক্ত ধাপ যোগ করতে পারেন।

আপনার YouTube ইতিহাস থেকে রেকর্ডিং মুছুন

একবারে একটি আইটেম মুছুন

  1. আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ এবং তারপর Google খুলুন।
  2. আপনার Google অ্যাকাউন্ট ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. ডেটার গোপনীয়তা বিকল্পে ট্যাপ করুন।
  4. "ইতিহাস সেটিংস" বিকল্পের অধীনে 'YouTube ইতিহাস এবং তারপর ইতিহাস ম্যানেজ করুন' বিকল্পে ট্যাপ করুন।
    • আপনি অতীতের অ্যাক্টিভিটির তালিকা দেখতে পারবেন।
    • 'অডিও' আইকনের আইটেমে রেকর্ডিং থাকে।
  5. আপনি যে আইটেম মুছতে চান সেটির পাশে 'মুছুন Remove এবং তারপর মুছুন' বিকল্পে ট্যাপ করুন।

একসাথে সব আইটেম মুছে দিন

এইসব ধাপ অনুসরণ করলে অডিও রেকর্ডিং আইটেমের সাথে আপনার YouTube ইতিহাস সম্পর্কিত সব আইটেম মুছে যায়।

  1. আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ এবং তারপর Google খুলুন।
  2. আপনার Google অ্যাকাউন্ট ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. ডেটার গোপনীয়তা বিকল্পে ট্যাপ করুন।
  4. "ইতিহাস সেটিংস" বিকল্পের অধীনে 'YouTube ইতিহাস এবং তারপর ইতিহাস ম্যানেজ করুন' বিকল্পে ট্যাপ করুন।
    • আপনি অতীতের অ্যাক্টিভিটির তালিকা দেখতে পারবেন।
    • 'অডিও' আইকনের আইটেমে রেকর্ডিং থাকে।
  5. অ্যাক্টিভিটির উপরে 'মুছুন' Down Arrow বিকল্পে ট্যাপ করুন।
  6. সব আইটেম বিকল্প বেছে নিন।
  7. আপনার অ্যাক্টিভিটি মুছে ফেলার জন্য, নির্দেশ অনুসরণ করুন।

আপনার অডিও রেকর্ডিং অটোমেটিক মুছে ফেলুন

অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প বেছে নিলে অডিও রেকর্ডিং আইটেমের সাথে আপনার YouTube ইতিহাস সম্পর্কিত সব আইটেম মুছে যায়।

  1. আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ এবং তারপর Google খুলুন।
  2. আপনার Google অ্যাকাউন্ট ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. ডেটার গোপনীয়তা বিকল্পে ট্যাপ করুন।
  4. "ইতিহাস সেটিংস" বিকল্পের অধীনে 'YouTube ইতিহাস এবং তারপর অটোমেটিক মুছে দিন' বিকল্পে ট্যাপ করুন।
  5. আপনার YouTube ইতিহাসের জন্য 'অটোমেটিক মুছে দিন বিকল্প' বেছে নিন।
  6. পুরনো অ্যাক্টিভিটি অটোমেটিক মুছে দিন বিকল্পে ট্যাপ করুন।
  7. অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য কত দিন রাখতে চান সেটি বেছে নিন।
  8. পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
  9. কনফার্ম করুন বিকল্পে ট্যাপ করুন।

প্রোডাক্ট ডেভেলপ ও উন্নত করার কাজে অডিও আর দরকার না হলে, Google শীঘ্রই তা মুছে ফেলতে পারে। যেমন, কিছু ভাষার জন্য, সময়ের সাথে অডিওর প্রয়োজন কমে যেতে পারে।

অডিও রেকর্ডিং ম্যানেজ করা

YouTube ইতিহাসে সেভ করা অডিও রেকর্ডিং ম্যানেজ করার জন্য activity.google.com-এ যান। যেমন, আপনি এগুলি করতে পারবেন:

  • YouTube ইতিহাস সেটিংয়ের নিচে যেকোনও সময়ে অডিও রেকর্ডিং সেটিং চালু বা বন্ধ করুন।
  • আপনার অডিও শুনুন।
  • 'অটোমেটিক মুছে দিন বিকল্প' বেছে নিন অথবা ম্যানুয়ালি অডিও মুছুন।
    • প্রোডাক্ট ডেভেলপ ও উন্নত করার কাজে অডিও আর দরকার না হলে, Google শীঘ্রই তা মুছে ফেলতে পারে। যেমন, কিছু ভাষার জন্য, সময়ের সাথে অডিওর প্রয়োজন কমে যেতে পারে।
  • takeout.google.com-এ গিয়ে আপনার অডিও ডাউনলোড করুন।

Google অন্যান্য যেসব ডেটা যে কারণে সেভ করে এবং আমাদের পরিষেবা উন্নত করতে সেই ডেটা কীভাবে ব্যবহার করে, সেই বিষয়ে policies.google.com থেকে জানুন। কীভাবে প্রযুক্তির সাহায্যে আপনার তথ্য নিরাপদ রাখা হয় এবং আমাদের সমস্ত পরিষেবা জুড়ে বিভিন্ন কন্ট্রোল আপনার তথ্যের গোপনীয়তা কীভাবে ম্যানেজ করে, সেই সম্পর্কিত তথ্য এখানে অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যান্য যেসব জায়গায় অডিও রেকর্ডিং সেভ করা থাকতে পারে

YouTube ভয়েস সার্চ, অডিও রেকর্ডিং সেভ করে। এটির সেটিং চালু করলে অন্যান্য সেইসব Google পরিষেবার সাহায্যে সেভ এবং ম্যানেজ করা অডিও প্রভাবিত হয় না, যেগুলিতে ভয়েস ব্যবহার করে YouTube ভিডিও সার্চ করা যেতে পারে। যেমন Google Search ও Assistant এর মধ্যে পড়ে। activity.google.com-এ আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি বিকল্পে Google Search, Assistant এবং Maps-এর অডিও সেভ করা হবে কিনা তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

এই সেটিং আপনার ডিভাইসে অন্য কোনও উদ্দেশ্যে সেভ করা অডিওর জন্য প্রযোজ্য হয় না। যেমন, ব্যক্তিগত 'ভয়েস ম্যাচ' ফিচার সেট আপ করা এবং সেটিকে উন্নত করা অথবা অডিও প্রযুক্তি পছন্দমতো সাজিয়ে নেওয়ার জন্য সেভ করা অডিও রেকর্ডিং।

অডিও শনাক্তকরণ প্রযুক্তি উন্নত করার জন্য, Google মেশিন লার্নিংয়ের অন্য পদ্ধতি ব্যবহার করতে পারে। যা ফেডেরেটেড লার্নিং বা এফিমেরাল লার্নিং ব্যবহার করতে পারে। তবে, এই পদ্ধতিতে এই সেটিংয়ের প্রভাব পড়ে না। যেমন:

  • 'Gboard সেটিং উন্নত করুন' সেটিং চালু হলে, Gboard আপনার ডিভাইসে অডিও রেকর্ডিং সেভ ও প্রসেস করতে পারবে। এর ফলে, সকলের জন্য 'স্পিচ শনাক্তকর' সুবিধা উন্নত করতে সাহায্য পাওয়া যাবে। এটি আপনার অডিও রেকর্ডিং সার্ভারকে পাঠায় না। Gboard কীভাবে উন্নত হয়, সেই সম্পর্কে জানুন
  • Google আপনার অডিও রিয়েল টাইমে প্রসেস করে বিশ্লেষণ করতে পারে। এটি অডিও শনাক্তকরণ প্রযুক্তি উন্নত করতে ব্যবহার করা হতে পারে যা এফিমেরাল লার্নিং ব্যবহার করে। এই প্রসেসের সাহায্যে আপনার অডিও YouTube ইতিহাসে সেভ করা হয় না। yt.be/speechlearningmodels থেকে আরও জানুন
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8249817553649972624
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false