২-ধাপে যাচাইকরণের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা

শীঘ্রই অনেক অ্যাকাউন্টে Google ২-ধাপে যাচাইকরণ চালু করবে। সাইন-ইন করার সময় দ্বিতীয় ধাপ ব্যবহার করা দ্রুত ও সহজ এবং সেটি আপনার Google অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত রাখে।

২-ধাপে যাচাইকরণ চালু করার পরে কীভাবে কাজ করে

সাইন-ইন করার সময় আপনার ফোনটি হাতের কাছে রাখুন। 

আপনি পাসওয়ার্ড লেখার পরে, সাধারণত আপনার ফোন থেকে দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ করবেন। আপনার ফোনে Google-এর পাঠানো সাইন-ইন প্রম্পটে আপনি ট্যাপ করতে পারেন অথবা টেক্সট মেসেজে দেওয়া কোডটি লিখতে পারেন। (পরিষেবা প্রদানকারীর চার্জ প্রযোজ্য হতে পারে।) আপনিই যে সাইন-ইন করছেন সেটি নিশ্চিত করতে এটি Google-কে সাহায্য করে। 

আপনাকে আগের চেয়ে বেশিবার সাইন-ইন করতে হবে না। আপনি যখন নতুন ডিভাইস ব্যবহার করবেন বা Google আপনার পরিচয় যাচাই করতে চাইবে তখনই শুধু আপনাকে সাইন-ইন করতে হবে।

২-ধাপে যাচাইকরণ কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে

অনলাইন অ্যাকাউন্টে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের কাছে অত্যন্ত মূল্যবান। পাসওয়ার্ড চুরি করা অ্যাকাউন্ট হ্যাক করার সবচেয়ে সাধারণ পদ্ধতি। 

যেমন, বিভ্রান্তিকর মেসেজ বা আসল সাইটের মতো দেখতে সাইট ব্যবহার করে প্রায়ই প্রতারণার সাহায্যে লোকজনের পাসওয়ার্ড চুরি করা হয়। এই ধরনের পাসওয়ার্ড চুরি করার মতো স্ক্যাম প্রায়ই হয়ে থাকে, এমনকি অভিজ্ঞ ব্যক্তিরাও মাঝেমধ্যে সেটি বুঝতে পারেন না।

পাসওয়ার্ড ও ফোনে দ্বিতীয় ধাপ সম্পূর্ণ করার মাধ্যমে সাইন-ইন করলে পাসওয়ার্ড চুরি সংক্রান্ত স্ক্যামের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কেউ অনলাইনে আপনার পাসওয়ার্ড পেলেও, আপনার ফোনে অ্যাক্সেস পাবেন না।

২-ধাপে যাচাইকরণ সংক্রান্ত সাধারণ প্রশ্নগুলির উত্তর

২-ধাপে যাচাইকরণ কখন চালু করা হবে?

এই পরিবর্তন হওয়ার মোটামুটি ৭ দিন আগে আপনি এই বিষয়ে ইমেল বা বিজ্ঞপ্তি পাবেন।

২-ধাপে যাচাইকরণের মাধ্যমে সাইন-ইন করতে কত সময় লাগে?

২-ধাপে যাচাইকরণে আরেকটি ধাপ যোগ হলেও সেটি সাধারণত দ্রুত ও সহজ। 

আপনি হয়ত আপনার অন্য কিছু অনলাইন অ্যাকাউন্টে ইতিমধ্যে ২-ধাপে যাচাইকরণ ব্যবহার করছেন।

সাইন-ইন করার জন্য আমি অন্য ব্যাক-আপ যোগ করতে পারি?

২-ধাপে যাচাইকরণ চালু করার পরেই কেবলমাত্র এই ধরনের ব্যাক-আপ যোগ করা যাবে।

ব্যাক-আপ কোড সেভ বা প্রিন্ট করুন

আপনি ফোন ব্যবহার করতে না পারলে, ব্যাক-আপ কোড আপনাকে অ্যাকাউন্টে সাইন-ইন করতে সাহায্য করতে পারে। আপনি ডিভাইসে ব্যাক-আপ কোড ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্রিন্ট করে নিরাপদ জায়গায় রেখে দিতে পারেন।

অ্যাপ থেকে কোড পাওয়া

আপনি টেক্সট মেসেজ না পেলেও অ্যাকাউন্টে সাইন-ইন করার জন্য কোড পেতে পারেন। আপনার ফোনে কোড পেতে কীভাবে Google Authenticator অ্যাপ ইনস্টল করতে হবে তা জানুন।

নিরাপত্তা কী সেট-আপ করা

Google অ্যাকাউন্টে ব্যবহার করার জন্য সবচেয়ে সুরক্ষিত দ্বিতীয় ধাপগুলির মধ্যে অন্যতম হল নিরাপত্তা কী ব্যবহার করা। কীভাবে নিরাপত্তা কী ব্যবহার করতে হবে তা জানুন।

আমার ফোন কাছে না থাকলে ২-ধাপে যাচাইকরণ কীভাবে কাজ করবে?

আপনি ফোন হারিয়ে ফেললে বা সেটি আপনার কাছে না থাকলে আপনাকে সাইন-ইন করতে সাহায্য করার জন্য Google অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ইমেল আইডি ব্যবহার করতে পারে।

আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য সম্পূর্ণ ও আপ-টু-ডেট আছে কিনা দেখুন।

আমি কি ২-ধাপে যাচাইকরণ বন্ধ করতে পারব?

২-ধাপে যাচাইকরণ অটোমেটিক চালু হওয়ার পরে বর্তমানে আপনি সেটি বন্ধ করতে পারবেন, কিন্তু শুধু পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করলে আপনার অ্যাকাউন্ট যথেষ্ট নিরাপদ থাকবে না। 

শীঘ্রই অধিকাংশ Google অ্যাকাউন্টের জন্য ২-ধাপে যাচাইকরণ প্রয়োজন হবে।

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
17783738762415788968
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
70975
false
false