অ্যাক্সেসিবিলিটি শর্টকাট ব্যবহার করা

অ্যাক্সেসিবিলিটি শর্টকাট হল একটি দ্রুত পদ্ধতি যা অ্যাক্সেসিবিলিটি অ্যাপ চালু করতে বা একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে পাল্টাতে সাহায্য করে। প্রতি অ্যাক্সেসিবিলিটি অ্যাপের জন্য, আপনি ব্যবহার করতে চান এমন শর্টকাট বেছে নিতে পারেন।

Important: 

অ্যাক্সেসিবিলিটি শর্টকাট হল একটি দ্রুত পদ্ধতি যা অ্যাক্সেসিবিলিটি অ্যাপ চালু করতে বা একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে পাল্টাতে সাহায্য করে। প্রতি অ্যাক্সেসিবিলিটি অ্যাপের জন্য, আপনি ব্যবহার করতে চান এমন শর্টকাট বেছে নিতে পারেন।

কন্টেন্ট

ধাপ ১: অ্যাক্সেসিবিলিটি শর্টকাট সেট আপ করুন

ঐচ্ছিক: ডিভাইস নেভিগেশন বোতাম বা জেসচারে পরিবর্তন করুন

ধাপ ২: অ্যাক্সেসিবিলিটি শর্টকাট ব্যবহার করুন

অ্যাক্সেসিবিলিটি শর্টকাট সরান

ডেভেলপার: অ্যাক্সেসিবিলিটি বোতাম যোগ করুন

সহায়তা পান

ধাপ ১: অ্যাক্সেসিবিলিটি শর্টকাট সেট আপ করুন

আপনার Android ডিভাইসে যেসব অ্যাক্সেসিবিলিটি অ্যাপ ব্যবহার করেন, সেগুলির জন্য যতগুলি চান ততগুলি শর্টকাট সেট আপ করতে পারবেন।

  1. আপনার ডিভাইসে সেটিংস অ্যাপটি খুলুন
  2. অ্যাক্সেসিবিলিটি-এ ট্যাপ করুন।
  3. সেই অ্যাপটি পছন্দ করুন যেটি আপনি শর্টকাট এর মাধ্যমে ব্যবহার করতে চান।
  4. শর্টকাট সেটিং পছন্দ করুন, যেমন টকব্যাক শর্টকাট অথবা ম্যাগনিফিকেশন শর্টকাট
  5. একটি শর্টকাট পছন্দ করুন:
    • অ্যাক্সেসিবিলিটি বোতামে ট্যাপ করুন: আপনার স্ক্রিনে অ্যাক্সেসিবিলিটি বোতামে ট্যাপ করুন।
    • ভলিউম বোতাম ধরে থাকুন: উভয় ভলিউম কী স্পর্শ করে ধরে রাখুন।
    • আঙুল দিয়ে সোয়াইপ করুন: দুই আঙ্গুল দিয়ে নিচ থেকে ওপরে সোয়াইপ অথবা টকব্যাক চালু থাকলে তিনটি আঙ্গুল দিয়ে সোয়াইপ।
    • বড় করে দেখার জন্য ট্রিপল ট্যাপ: স্ক্রিন ট্রিপল ট্যাপ করুন।
    • দ্রুত সেটিংস শর্টকাট: আপনার স্ক্রিনের একেবারে উপর থেকে নিচের দিকে সোয়াইপ করুন। দ্রুত সেটিংস শর্টকাট সম্পর্কে আরও জানুন
  6. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।

ঐচ্ছিক: ডিভাইস নেভিগেশন বোতাম বা জেসচারে পরিবর্তন করুন

On many devices, you can choose between 3-button navigation and gesture navigation.

  1. On your device, open the Settings app.
  2. Select System এবং তারপর Gestures এবং তারপর System navigation.
  3. Choose your new navigation option.

Shortcuts for navigation types

There are different shortcuts available for the 2 navigation types:

  • Three-button navigation:
    • Accessibility button Accessibility in the navigation bar
    • Floating accessibility button
  • Gesture navigation:
    • Floating accessibility button
    • Gesture navigation
      • Two-finger swipe up
      • If Talkback is on, 3-finger swipe up
টিপ: আপনি যদি অ্যাক্সেসিবিলিটি বোতাম খুঁজে না পান অথবা জেশ্চার নেভিগেশন ব্যবহার করেন, তাহলে আপনার ডিভাইস নির্মাতাকে জিজ্ঞেস করুন কি করে নেভিগেশন বোতাম দেখা যায়।

ধাপ ২: অ্যাক্সেসিবিলিটি শর্টকাট ব্যবহার করুন

অ্যাক্সেসিবিলিটি শর্টকাট চালু করার পরে, আপনি সেগুলি অ্যাক্সেসিবিলিটি অ্যাপ চালু করতে বা একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে পাল্টাতে ব্য়বহার করতে পারেন। প্রতিটি শর্টকাট-এর জন্য নিচে দেওয়া পরামর্শ পড়ে দেখুন।

অ্যাক্সেসিবিলিটি বোতামে ট্যাপ করুন

  • একটি অ্যাপ চালু করুন: আপনার নেভিগেশন বারে অ্যাক্সেসিবিলিটি ট্যাপ করুন Accessibility
  • এক অ্যাপ থেকে অন্য অ্যাপে পরিবর্তন: আপনি অ্যাক্সেসিবিলিটি বোতাম ব্যবহারের জন্য একাধিক অ্যাপ নির্দিষ্ট করে রাখলে, অ্যাক্সেসিবিলিটি স্পর্শ করে ধরে রাখুন Accessibility। মেনুতে, নতুন অ্যাপটি পছন্দ করুন।

ভাসমান অ্যাক্সেসিবিলিটি বোতাম ট্যাপ করুন

  • একটি app শুরু করুন অথবা বিভিন্ন app এর মধ্যে অদলবদল করুন: ভাসমান এক্সেসযোগ্যতা বাটনে ট্যাপ করুন.
  • ভাসমান এক্সেসযোগ্যতা বাটন টা সরান : ভাসমান এক্সেসযোগ্যতা বাটন টা টেনে নিয়ে এসে বর্জন করুন
  • এক্সেসযোগ্যতা বাটনটি আকারে পরিবর্তন করুন : এক্সেসযোগ্যতা বাটন টি স্পর্শ করে স্ক্রিন এর কোন টেনে নিয়ে এসে আকারে ছোট করুন

এক্সেসিবিলিটি বাটন সেটিংস এ পরিবর্তন করুন

  1. আপনার ডিভাইস এ সেটিং app টি খুলুন
  2. নির্দিষ্ট করুন এক্সেসিবিলিটি এবং তারপর এক্সেসিবিলিটি বাটন.
    • এটা নির্দিষ্ট করতে যে আপনি ভাসমান এক্সেসিবিলিটি বাটন ব্যবহার করতে চান কিনা : নিচে স্থানের, নির্দিষ্ট করুন অন্যান্য app এর ওপরে ভাসমান থাকে.
    • বাটনগুলোর আকার পরিবর্তন করতে: নির্দিষ্ট করুনআকার এবং একটি নতুন আকার
    • স্বচ্ছতা এবং ঝাপসা নির্দিষ্ট করতে: স্লাইডার ব্যবহার করে স্বচ্ছতা নির্দিষ্ট করতে ব্যবহার করা হয় যখন চালু থাকে না

দুই আঙ্গুল সোয়াপ করুন নিচ থেকে ওপরে অথবা টকব্যাক চালু থাকলে তিন আঙ্গুল সুইপ করুন

  • একটি অ্যাপ চালু করুন: স্ক্রিনের নিচ থেকে ওপরে দুই আঙ্গুল দিয়ে সোয়াইপ করুন অথবা টকব্যাক চালু থাকলে তিন আঙ্গুল দিয়ে সোয়াইপ করুন।
  • এক অ্যাপ থেকে অন্য অ্যাপে পরিবর্তন: আপনি অ্যাক্সেসিবিলিটি বোতাম ব্যবহারের জন্য একাধিক অ্যাপ নির্দিষ্ট করে থাকলে, দুই আঙ্গুল দিয়ে ওপরে সোয়াইপ করে ধরে থাকুন অথবা টকব্যাক চালু থাকলে তিন আঙ্গুল দিয়ে সোয়াইপ করুন, তারপরে আঙ্গুল উঠিয়ে নিন। মেনুতে, নতুন অ্যাপ পছন্দ করুন।

ভলিউম কী শর্টকাট

  • অ্যাপ চালু করা: দুটি ভলিউম কী প্রেস করে ধরে রাখুন যতক্ষণ না মেনু দেখা যাচ্ছে এবং আপনি ব্যবহার করতে চান এমন অ্যাপ বেছে নিন।
  • একটি থেকে অন্য অ্যাপে পাল্টান: দুটি ভলিউম কী প্রেস করে ধরে রাখুন। শর্টকাট মেনু যখন খুলবে, তখন আপনি ব্যবহার করতে চান এমন অ্যাপটি বেছে নিন।
  • কোন অ্যাপ, ভলিউম কী শর্টকাটের মাধ্যমে চালু হবে তা বেছে নিন: দুটি ভলিউম কী প্রেস করে ধরে রাখুন। শর্টকাট মেনু যখন খুলবে তখন শর্টকাট এডিট করুন বিকল্পটি বেছে নিন। এই শর্টকাটের সাথে ব্যবহার করার জন্য ফিচার বেছে নিন, তারপরে হয়ে গেছে বিকল্পে ট্যাপ করুন।

অ্যাক্সেসিবিলিটি শর্টকাট সরান

গুরুত্বপূর্ণ: এইসব কয়েকটি ধাপ শুধু Android 14 বা তার পরবর্তী যেকোনও ভার্সনে কাজ করে। আপনার Android ভার্সন কীভাবে চেক করবেন তা জানুন
  1. আপনার ডিভাইসে, সেটিংস অ্যাপটি খুলুন।
  2. অ্যাক্সেসিবিলিটি বিকল্পে ট্যাপ করুন।
  3. সেই অ্যাপ বেছে নিন যা আপনি অ্যাক্সেসিবিলিটি শর্টকাট থেকে সরাতে চান।
  4. এটি বন্ধ করতে অ্যাক্সেসিবিলিটি শর্টকাট থেকে টিক চিহ্ন সরিয়ে নিন।
  5. সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: Android 14-এ, ফ্লোটিং অ্যাক্সেসিবিলিটি বোতাম বাতিল করতে, সেটি সরিয়ে দিন আইকনে ট্যাপ করে টেনে আনুন। আপনি মত পরিবর্তন করলে, পপ-আপ হিসেবে দেখাবে যে টুলটিপ, তার মধ্যে আগের অবস্থায় ফিরুন আইকনে ট্যাপ করুন। আপনার Android ভার্সন কীভাবে চেক করবেন তা জানুন

ডেভেলপার: অ্যাক্সেসিবিলিটি বোতাম যোগ করুন

আপনার অ্যাক্সেসিবিলিটি পরিষেবাতে কীভাবে অ্যাক্সেসিবিলিটি বোতাম ব্যবহার করবেন সেই সম্পর্কে জানুন।

For more help with accessibility shortcuts, contact the Google Disability Support team.

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3383359548973194985
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
717068
false
false
false
false