টকব্যাক জেসচার ব্যবহার করুন

টকব্যাক জেসচাররের সাহায্যে আপনার Android ডিভাইসে ঘন ঘন হওয়া কার্যকলাপগুলি নেভিগেট ও নিষ্পন্ন করতে পারবেন। 

একটি আঙ্গুল ও মাল্টি-ফিঙ্গার ব্যবহার করে করা জেসচারগুলি

  • সমস্ত ডিভাইসে একটি আঙ্গুলে করা জেসচারগুলি দেখতে পাওয়া যায়।
  • আপডেট হওয়া Android R, Pixel 3 ও স্যামসাং গ্যালাক্সির মতো অন্যান্য OEM ডিভাইসে একটি আঙ্গুল ব্যবহার করা ও মাল্টি-ফিঙ্গার জেসচারগুলি দেখতে পাওয়া যাবে।

টকব্যাক চালু থাকা অবস্থায়, আপনার ডিভাইসে মাল্টি-ফিঙ্গার জেসচার ব্যবহার করে সমর্থিত কিনা তা দেখতে তিন আঙ্গুলে ট্যাপ করুন।

  • আপনি টকব্যাক মেনু পেলে: আপনার ডিভাইসে একাধিক আঙ্গুল ব্যবহার করে জেসচার ও একটি আঙ্গুল ব্যবহার করে জেসচার উভয়ই সমর্থিত।
  • আপনি টকব্যাক মেনু না পেয়ে থাকলে: আপনার ডিভাইসে শুধুমাত্র একটি আঙ্গুল ব্যবহার করে জেসচার সমর্থিত রয়েছে। টকব্যাক মেনু খুলতে, নীচে তারপর ডানদিকে সোয়াইপ করুন বা উপরে ও ডানদিকে সোয়াইপ করুন

আপনার স্ক্রিন নেভিগেট করুন

ভার্সন 9.1 ও পরবর্তী ভার্সন
অ্যাকশন একটি আঙ্গুল ব্যবহার করে জেসচার মাল্টি-ফিঙ্গার জেসচার
স্ক্রিনে থাকা পরের আইটেমে যান ডানদিক --
স্ক্রিনে থাকা আগের আইটেমে যান বাঁদিক

--

টাচ করে ঘুরে দেখুন: আপনার আঙ্গুলের নীচের আইটেমটি এটি বলে স্ক্রিনে একটি আঙ্গুল টেনে আনুন --
একটি আইটেম বেছে নিন ট্যাপ করুন --
পরবর্তী রিডিং কন্ট্রোলে যান উপরে তারপর নীচে 3 আঙ্গুল দিয়ে নীচে সোয়াইপ করুন
আগের রিডিং কন্ট্রোলে যান নীচে তারপর উপরে ৩ আঙ্গুল দিয়ে উপরে সোয়াইপ করুন
রিডিং কন্ট্রোলে নির্বাচিত কোনও আইটেমের মূল্য পরিবর্তন করুন উপরে বা নীচে --

সরাসরি পরবর্তী আইটেমে যান

  • রিডিং কন্ট্রোলের সেটিং ফলো করে
নীচে --

সরাসরি আগের আইটেমে যান

  • রিডিং কন্ট্রোলের সেটিং ফলো করে
উপরে --
পরবর্তী জিনিস থেকে পড়ুন -- ২ আঙ্গুল দিয়ে তিনবার ট্যাপ করুন
স্ক্রিনে সার্চ করা সক্রিয় করুন বামদিকে তারপর নীচে --
বড় করে দেখার সেটিংস তিনবার ট্যাপ করুন --
ভার্সন 8.2 ও আরও কম ভার্সন
অ্যাকশন জেসচার
স্ক্রিনে থাকা পরের আইটেমে যান ডানদিক
স্ক্রিনে থাকা আগের আইটেমে যান বাঁদিক
টাচ করে ঘুরে দেখুন: আপনার আঙ্গুলের নীচের আইটেমটি এটি বলে স্ক্রিনে একটি আঙ্গুল টেনে আনুন
একটি আইটেম বেছে নিন ট্যাপ করুন
পরবর্তী রিডিং কন্ট্রোলে যান উপরে তারপর নীচে
আগের রিডিং কন্ট্রোলে যান নীচে তারপর উপরে
রিডিং কন্ট্রোলে নির্বাচিত কোনও আইটেমের মূল্য পরিবর্তন করুন উপরে বা নীচে

সরাসরি পরবর্তী আইটেমে যান

  • রিডিং কন্ট্রোলের সেটিং ফলো করে
নীচে

সরাসরি আগের আইটেমে যান

  • রিডিং কন্ট্রোলের সেটিং ফলো করে
উপরে
পরবর্তী জিনিস থেকে পড়ুন --
স্ক্রিনে সার্চ করা সক্রিয় করুন বামদিকে তারপর নীচে
বড় করে দেখার সেটিংস তিনবার ট্যাপ করুন

স্ক্রিনটি স্ক্রল করুন

ভার্সন 9.1 ও পরবর্তী ভার্সন
অ্যাকশন জেসচার মাল্টি-ফিঙ্গার জেসচার
উপরে বা নীচে স্ক্রল করুন ২ আঙ্গুল দিয়ে উপরে বা নীচে সোয়াইপ করুন --
বাম বা ডানদিকে স্ক্রল করুন ২ আঙ্গুল দিয়ে বাম বা ডানদিকে সোয়াইপ করুন --
ভার্সন 8.2 ও আরও কম ভার্সন
অ্যাকশন জেসচার
উপরে বা নীচে স্ক্রল করুন ২ আঙ্গুল দিয়ে উপরে বা নীচে সোয়াইপ করুন
বাম বা ডানদিকে স্ক্রল করুন ২ আঙ্গুল দিয়ে বাম বা ডানদিকে সোয়াইপ করুন

ফোকাস করা আইটেমে পদক্ষেপ নিন

ভার্সন 9.1 ও পরবর্তী ভার্সন
অ্যাকশন জেসচার
সক্রিয় করুন ডবল ট্যাপ করুন
ফোকাস করা আইটেমে বেশিক্ষণ ধরে ট্যাপ করুন ডবল ট্যাপ করে ধরে থাকুন

স্লাইডারটি উপরে সরান

  • ভলিউম লাইক করুন
উপরে বা ডানদিকে তারপর বামদিকে

স্লাইডারটি নীচে সরান

  • ভলিউম লাইক করুন
নীচে বা বামদিকে তারপর ডানদিকে
ভার্সন 8.2 ও আরও কম ভার্সন
অ্যাকশন জেসচার
সক্রিয় করুন ডবল ট্যাপ করুন
ফোকাস করা আইটেমে বেশিক্ষণ ধরে ট্যাপ করুন ডবল ট্যাপ করে ধরে থাকুন

স্লাইডারটি উপরে সরান

  • ভলিউম লাইক করুন
উপরে বা ডানদিকে তারপর বামদিকে

স্লাইডারটি নীচে সরান

  • ভলিউম লাইক করুন
নীচে বা বামদিকে তারপর ডানদিকে

Android সিস্টেম জেসচার

ভার্সন 9.1 ও পরবর্তী ভার্সন
অ্যাকশন জেসচার মাল্টি-ফিঙ্গার জেসচার
হোম উপরে তারপর বামদিকে জেসচার নেভিগেশন চালু থাকা অবস্থায়, ২ আঙ্গুলে নীচ থেকে উপরে সোয়াইপ করুন
ফিরে যান নীচে তারপর বামদিকে জেসচার নেভিগেশন চালু থাকা অবস্থায়, ২ আঙ্গুলে বামদিক থেকে বা স্ক্রিনের ডান প্রান্তে সোয়াইপ করুন
সাম্প্রতিক (অ্যাপ স্যুইচার) বামদিকে তারপর উপরে জেসচার নেভিগেশন চালু থাকা অবস্থায়, ২ আঙ্গুলে নীচ থেকে উপরে সোয়াইপ করে ধরে থাকুন
বিজ্ঞপ্তিগুলি দেখান

ডানদিকে তারপর নীচে

  • অথবা স্ক্রিনের উপর থেকে, ২ আঙ্গুলে নীচে সোয়াইপ করুন।
২ আঙ্গুলে উপর থেকে নীচে সোয়াইপ করুন
দ্রুত সেটিংস দেখান কোনও বিজ্ঞপ্তি খোলা অবস্থায় থাকলে, ২ আঙ্গুল দিয়ে নীচে সোয়াইপ করুন --
বিজ্ঞপ্তি বাতিল করুন নীচে তারপর বামদিকে ২ আঙ্গুল দিয়ে নীচে থেকে উপরে সোয়াইপ করুন
অ্যাপ বিভাগটি খুলুন হোম স্ক্রিনে, ২ আঙ্গুলে উপরে সোয়াইপ করুন --
ভার্সন 8.2 ও আরও কম ভার্সন
অ্যাকশন জেসচার
হোম উপরে তারপর বামদিকে
ফিরে যান নীচে তারপর বামদিকে
সাম্প্রতিক (অ্যাপ স্যুইচার) বামদিকে তারপর উপরে
বিজ্ঞপ্তিগুলি দেখান

ডানদিকে তারপর নীচে

দ্রুত সেটিংস দেখান কোনও বিজ্ঞপ্তি খোলা অবস্থায় থাকলে, ২ আঙ্গুল দিয়ে নীচে সোয়াইপ করুন
বিজ্ঞপ্তি বাতিল করুন নীচে তারপর বামদিকে
অ্যাপ বিভাগটি খুলুন হোম স্ক্রিনে, ২ আঙ্গুলে উপরে সোয়াইপ করুন

টকব্যাক নিয়ন্ত্রণ করুন

ভার্সন 9.1 ও পরবর্তী ভার্সন
অ্যাকশন জেসচার মাল্টি-ফিঙ্গার জেসচার
পজ করুন বা আবার কথা বলা শুরু করুন -- ২ আঙ্গুল দিয়ে ট্যাপ করুন
মিডিয়াটি চালু করুন বা বন্ধ করুন -- ২ আঙ্গুল দিয়ে দুবার ট্যাপ করুন
কোনও কলের ফোন তুলুন বা কলটি কেটে দিন -- ২ আঙ্গুল দিয়ে দুবার ট্যাপ করুন
টকব্যাক মেনু নীচে তারপর ডানদিকে ৩ আঙ্গুলে ট্যাপ করুন
জেসচার প্র্যাক্টিস করুন -- ৪ আঙ্গুলে ট্যাপ করুন
টকব্যাকের সহায়তা -- ৪ আঙ্গুলে ট্যাপ করুন
আপনি অ্যাক্সেসিবিলিটি মেনু চালু করে থাকলে, অ্যাক্সেসিবিলিটি মেনুটি দেখান বা লুকিয়ে রাখুন জেসচার নেভিগেশন চালু থাকা অবস্থায়, ২ আঙ্গুলে নীচ থেকে উপরে সোয়াইপ করুন জেসচার নেভিগেশন চালু থাকা অবস্থায়, ৩ আঙ্গুলে নীচ থেকে উপরে সোয়াইপ করুন

পাসথ্রু

  • আপনি পাসথ্রু জেসচার ব্যবহার করলে, টকব্যাক বন্ধ থাকার মতো পরবর্তী জেসচার সিস্টেমে রয়েছে। উদাহরণস্বরূপ, স্ক্রিনের উপর থেকে আপনি একটি আঙ্গুলে সোয়াইপ করলে, আপনি বিজ্ঞপ্তি শেডটি পান।
-- ৪ আঙ্গুলে ডবল ট্যাপ করে ধরে থাকুন
ফোকাস করা আইটেমে টেক্সট কপি করুন -- ৩ আঙ্গুলে ডবল ট্যাপ করুন
ভার্সন 8.2 ও আরও কম ভার্সন
অ্যাকশন জেসচার
পজ করুন বা আবার কথা বলা শুরু করুন --
মিডিয়াটি চালু করুন বা বন্ধ করুন --
কোনও কলের ফোন তুলুন বা কলটি কেটে দিন --
টকব্যাক মেনু নীচে তারপর ডানদিকে
জেসচার প্র্যাক্টিস করুন --
টকব্যাকের সহায়তা --

অ্যাক্সেসিবিলিটি মেনু দেখান বা লুকান

  • আপনি এটি চালু না করে থাকলে
জেসচার নেভিগেশন চালু থাকা অবস্থায়, ২ আঙ্গুলে নীচ থেকে উপরে সোয়াইপ করুন

পাসথ্রু

  • আপনি পাসথ্রু জেসচার ব্যবহার করলে, টকব্যাক বন্ধ থাকার মতো পরবর্তী জেসচার সিস্টেমে রয়েছে। উদাহরণস্বরূপ, স্ক্রিনের উপর থেকে আপনি একটি আঙ্গুলে সোয়াইপ করলে, আপনি বিজ্ঞপ্তি শেডটি পান।
--
ফোকাস করা আইটেমে টেক্সট কপি করুন --

টেক্সট সম্পাদনা ও নির্বাচন করুন

ভার্সন 9.1 ও পরবর্তী ভার্সন
অ্যাকশন জেসচার মাল্টি-ফিঙ্গার জেসচার
নির্বাচন মোড চালু বা বন্ধ করুন -- ২ আঙ্গুলে ডবল ট্যাপ করে ধরে থাকুন
নির্বাচিত টেক্সট কপি করুন -- ৩ আঙ্গুলে ডবল ট্যাপ করুন
নির্বাচন মোডে থাকার সময় কেটে দিন -- ৩ আঙ্গুলে ডবল ট্যাপ করে ধরে থাকুন
পেস্ট করুন -- ৩ আঙ্গুলে তিনবার ট্যাপ করুন
ভার্সন 8.2 ও আরও কম ভার্সন
অ্যাকশন জেসচার
নির্বাচন মোড চালু বা বন্ধ করুন --
নির্বাচিত টেক্সট কপি করুন --
নির্বাচন মোডে থাকার সময় কেটে দিন --
পেস্ট করুন --

পরামর্শ: আপনি আপনার Android এ টকব্যাক ব্যবহার করলে, বেশিরভাগ একটি আঙ্গুল ব্যবহার করে জেসচারগুলি দু আঙ্গুল ব্যবহার করে জেসচারে পরিণত হয়। উদাহরণস্বরূপ, টকব্যাক চালু রেখে, আপনি দু আঙ্গুল ব্যবহার করে স্ক্রল করতে পারেন কিন্তু টকব্যাক বন্ধ রেখে, আপনি এক আঙ্গুল ব্যবহার করে স্ক্রল করতে পারেন।

টকব্যাক জেসচার কাস্টমাইজ করুন

আপনি বেশিরভাগ TalkBack জেসচারগুলি বেশিরভাগ অ্যাকশনে স্বত্বনিয়োগ করতে পারবেন। উদাহরণস্বরূপ, নীচে সোয়াইপ করতে “পরবর্তী” রিডিং কন্ট্রোল স্বত্বনিয়োগ করুন। আপনি স্বত্বনিয়োগ সেগুলির ডিফল্ট সেটিংসে রিসেট করতেও পারেন।

গুরুত্বপূর্ণ: দু আঙ্গুল দিয়ে সোয়াইপ করার জেসচার পুনরায় স্বত্বনিয়োগ করা যাবে না।

জেসচারগুলি কাস্টমাইজ করতে:

  1. টকব্যাক মেনু খুলুন।
    • মাল্টি-ফিঙ্গার জেসচারের সাহায্যে অন-ডিভাইসে: তিন আঙুল দিয়ে ট্যাপ করুন। বা একবারেই নীচে ডানদিকে সোয়াইপ করুন।
    • মাল্টি-ফিঙ্গার জেসচার ছাড়া অন-ডিভাইসে (টকব্যাক 9.1 সহ আপডেটেড Android R-এর আগে):একই সাথে নীচে তারপর ডানদিকে সোয়াইপ করুন।

পরামর্শ: আপনার Android ডিভাইসে আঙ্গুলের ছাপের সেন্সর থেকে থাকলে, আপনি টকব্যাকের সাহায্যে আঙ্গুলের ছাপের জেসচার ব্যবহার করতে পারবেন। টকব্যাকের সেটিংস এবং তারপর জেসচার কাস্টমাইজনির্বাচন করুন। ভিন্ন অ্যাকশনে আপনি স্বতঃনিয়োগ করতে চান এমন জেসচারটি বেছে নিন। জেসচারে স্বতঃনিয়য়োগ করতে চান এমন অ্যাকশনটি বেছে নিন।

আপনি বেছে নিতে পারেন এমন অ্যাকশনগুলি

প্রাথমিক নেভিগেশন
  • ট্যাপ করুন
  • স্পর্শ করে ধরে রাখুন
  • আগের আইটেম
  • পরের আইটেম
  • স্ক্রিনে থাকা প্রথম আইটেমে ফোকাস করুন
  • স্ক্রিনে থাকা শেষ আইটেমে ফোকাস করুন
  • পিছনের দিকে স্ক্রল করুন
  • সামনের দিকে স্ক্রল করুন
  • উপরের দিকে স্ক্রল করুন
  • নীচের দিকে স্ক্রল করুন
  • বাঁদিকে স্ক্রল করুন
  • ডানদিকে স্ক্রল করুন
সিস্টেম সংক্রান্ত অ্যাকশন
  • হোম
  • ফিরে যান
  • সাম্প্রতিক (অ্যাপ স্যুইচার)
  • বিজ্ঞপ্তি
  • দ্রুত সেটিংস
  • সব অ্যাপ
  • অ্যাক্সেসিবিলিটি শর্টকাট
  • অ্যাক্সেসিবিলিটি শর্টকাট ধরে রাখুন
পড়া হচ্ছে
  • উপর থেকে পড়ুন
  • পরবর্তী আইটেম থেকে পড়ুন
  • পজ করুন বা আবার কথা বলা শুরু করুন
  • টকব্যাক সাউন্ড চালু বা বন্ধ করুন
  • বলার ভাষা বদলান
মেনু ও কন্ট্রোল
  • টকব্যাক মেনু খুলুন
  • আগের রিডিং কন্ট্রোল
  • পরবর্তী রিডিং মেনু
  • নেভিগেশন ফোকাস পিছনে নিয়ে যান অথবা রিডিং কন্ট্রোল উপরে অ্যাডজাস্ট করুন
  • নেভিগেশন ফোকাস এগিয়ে নিয়ে যান অথবা রিডিং কন্ট্রোল নীচে অ্যাডজাস্ট করুন
টেক্সট এডিটিং
  • নির্বাচন মোড চালু বা বন্ধ করুন
  • কপি করুন
  • কাট করুন
  • পেস্ট করুন
  • এডিট করার বিকল্প দেখান
  • ব্রেইল কীবোর্ডে স্যুইচ করুন
অন্য
  • মিডিয়া প্লে বা পজ করুন
  • ভয়েস কমান্ডের সুবিধা চালু করুন
  • স্ক্রিনে সার্চ করা
  • পরবর্তী জেসচার দিয়ে যান
  • কাস্টম কাজগুলি দেখান
  • টিউটোরিয়াল চালু করুন
  • জেসচার প্র্যাক্টিস করুন

সহায়তা পান

Android অ্যাক্সেসিবিলিটি সংক্রান্ত আরও সহায়তা পেতে, Google Disability সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন

Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8863563380430193235
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
717068
false
false