Android ডিভাইসের স্ক্রিন আরও ভালভাবে দেখতে আপনি জুম বা বড় করে দেখতে পারবেন।
গুরুত্বপূর্ণ: এইসব ধাপে আপনাকে স্ক্রিন টাচ করতে হবে।
গুরুত্বপূর্ণ:
- এইসব ধাপের মধ্যে কয়েকটি শুধু Android 13 ও তার পরবর্তী ভার্সনে কাজ করে। কীভাবে আপনার Android ভার্সন চেক করবেন তা জানুন।
কন্টেন্ট
ধাপ ১: বড় করে দেখার সুবিধা চালু করুন
ধাপ ২: বড় করে দেখার সুবিধা ব্যবহার করুন
- জুম-ইন করা এবং আপনার পর্দায় সবকিছু বড় করে দেখা
- কিছুক্ষণের জন্য জুম-ইন করে বড় করা
- বড় করে দেখার সুবিধা ব্যবহার করার কিছু পরামর্শ
- স্ক্রিন আংশিক বড় করে দেখার সুবিধা
- ফুল ও আংশিক স্ক্রিনের মধ্যে পাল্টে নিন
- যেভাবে টাইপ করছেন সেই অনুযায়ী টেক্সট ফলো করতে বড় করে টাইপ করার সুবিধা ব্যবহার করুন
ধাপ ১: বড় করে দেখার সুবিধা চালু করুন
- আপনার ডিভাইসের 'সেটিংস' অ্যাপ খুলুন।
- অ্যাক্সেসিবিলিটি বড় করে দেখা বিকল্পে ট্যাপ করুন।
- বড় করে দেখার শর্টকাট চালু করুন।
- ঐচ্ছিক: শর্টকাট পরিবর্তন করতে, বড় করে দেখার শর্টকাট বোতামে ট্যাপ করুন, তারপরে নিম্নলিখিত বিকল্পের মধ্যে একটি বেছে নিন:
- অ্যাক্সেসিবিলিটি বোতাম: আপনার স্ক্রিনের নিচের দিকে, 'অ্যাক্সেসিবিলিটি ' বিকল্পে ট্যাপ করুন।
- ভলিউম বোতাম ধরে থাকুন: উভয় ভলিউম কী প্রেস করে ধরে রাখুন।
- তিন-ট্যাপ স্ক্রিন: দ্রুত ৩ বার স্ক্রিনে ট্যাপ করুন এবং জেসচার ধরে রাখুন। এই শর্টকাট ব্যবহারের ফলে আপনার ডিভাইসের স্পিড কমে যেতে পারে।
ধাপ ২: বড় করে দেখার সুবিধা ব্যবহার করুন
ফুল স্ক্রিন বড় করে দেখার সুবিধা: জুম-ইন করে বড় করে সবকিছুর আকার বড় দেখুন- 'অ্যাক্সেসিবিলিটি ' বিকল্পে ট্যাপ করুন।
- আপনি যদি বড় করে দেখার একটি অন্য শর্টকাট সেট আপ করে থাকেন, তবে তা এর পরিবর্তে ব্যবহার করুন।
- কীবোর্ড বা নেভিগেশন বার ছাড়া স্ক্রিনের যে কোনও জায়গায় ট্যাপ করুন।
- স্ক্রিনের চারপাশে ঘুরতে 2টি আঙুল টেনে আনুন।
- জুমের ফিচার অ্যাডজাস্ট করতে ২টি আঙুল দিয়ে পিঞ্চ করুন।
- বড় করে দেখার সুবিধা বন্ধ করতে, আবার আপনার বড় করে দেখা শর্টকাট ব্যবহার করুন।
- 'অ্যাক্সেসিবিলিটি ' বিকল্পে ট্যাপ করুন।
- আপনি যদি বড় করে দেখার একটি অন্য শর্টকাট সেট আপ করে থাকেন, তবে তা এর পরিবর্তে ব্যবহার করুন।
- কীবোর্ড বা নেভিগেশন বার ছাড়া স্ক্রিনের যে কোনও জায়গায় টাচ করে ধরে রাখুন।
- স্ক্রিনের চারপাশে সরিয়ে দেখতে আঙুল টেনে আনুন।
- বড় করে দেখার সুবিধা বন্ধ করতে আপনার আঙুল তুলে নিন।
- 'অ্যাক্সেসিবিলিটি ' বিকল্পে ট্যাপ করুন।
- আপনি যদি বড় করে দেখার একটি অন্য শর্টকাট সেট আপ করে থাকেন, তবে তা এর পরিবর্তে ব্যবহার করুন।
- বড় করে দেখার উইন্ডোর চারপাশে দেখতে ২টি আঙুল দিয়ে টেনে আনুন।
- জুমের ফিচার অ্যাডজাস্ট করতে ২টি আঙুল দিয়ে পিঞ্চ করুন।
- বড় করে দেখার সুবিধা বন্ধ করতে, আবার আপনার বড় করে দেখা শর্টকাট ব্যবহার করুন।
- আপনার ডিভাইসে 'সেটিংস ' অ্যাপ খুলুন।
- অ্যাক্সেসিবিলিটি বড় করে দেখা বিকল্পে ট্যাপ করুন।
- বড় করে দেখার ধরন ফুল-স্ক্রিন অথবা আংশিক স্ক্রিন বড় করে দেখার বিকল্পে পাল্টান বিকল্পে ট্যাপ করুন।
- আপনার ডিভাইসে 'সেটিংস ' অ্যাপ খুলুন।
- অ্যাক্সেসিবিলিটি বড় করে দেখা ম্যাগনিফাই টাইপিং বিকল্পে ট্যাপ করুন।
দ্রুত সেটিংস পরিবর্তন করার ব্যাপারে আপনাকে সাহায্য করতে, Android 14 বা তার চেয়ে উন্নত যেকোনও ভার্সনে আপনি 'ম্যাগনিফায়ার' সেটিংস প্যানেল ব্যবহার করতে পারবেন। ফুল স্ত্রিন অথবা আংশিক স্ত্রিন বড় করে দেখার বিকল্প ব্যবহার করার সময় আপনি এই ফিচার অ্যাক্সেস করতে পারবেন।
- ফুল-স্ক্রিন অথবা আংশিক স্ক্রিন বড় করে দেখার বিকল্প ব্যবহার করা শুরু করুন।
- ম্যাগনিফায়ার সেটিংস আইকনে ট্যাপ করুন।
- আপনি এগুলি কাস্টমাইজ করতে পারবেন:
- ম্যাগনিফায়ারের মাপ: স্ক্রিনের কতটা আপনি বড় করে দেখতে চান তা পরিবর্তন করুন অথবা ফুল-স্ক্রিন ও আংশিক স্ক্রিন বড় করে দেখার মধ্যে পাল্টান।
- জুম: স্ক্রিনের নির্দিষ্ট অংশ জুম ইন ও আউট করুন।
- কোণাকুণি স্ক্রল করার অনুমতি (শুধুমাত্র আংশিক স্ক্রিন বড় করে দেখার ক্ষেত্রে): কোণাকুণি স্ক্রল করার বিকল্প চালু অথবা বন্ধ করা থাকলে তা পরিবর্তন করুন। স্ক্রিনের চারপাশ দেখতে এবং কোন অংশ বড় করা হয়েছে তা চিহ্নিত করতে, কোণাকুণি স্ক্রল করায় অনুমতি দিন বিকল্প বন্ধ করুন।
বড় করে দেখার সুবিধা ব্যবহার করার ব্যাপারে পরামর্শ
- বড় করে দেখার রেঞ্জ সর্বাধিক ৮ গুণ হতে পারে।
- জুম-ইন করা অবস্থায় আপনি কোনও অ্যাপ খুললে অথবা বন্ধ করলে, আপনার সেটিংসের উপরে নির্ভর করে এটি অটোমেটিক জুম-আউট হয়ে যায়। আবার জুম-ইন করতে, বড় করে দেখার শর্টকাট ব্যবহার করুন।
- আপনি যদি ট্রিপল-ট্যাপ বড় করে দেখা শর্টকাট নির্বাচন করেন: আপনি বড় করে দেখা চালু করার পরে, একক ট্যাপে একটু বেশি সময় লাগবে। আপনার ট্যাপ ট্রিপল ট্যাপের অংশ কিনা ডিভাইসকে জানাতে এই স্বল্প বিলম্ব ব্যবহার করা হয়।
সহায়তা পান
Android অ্যাক্সেসিবিলিটি সংক্রান্ত আরও সহায়তা পেতে, Google Disability সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।