করোনাভাইরাস রোগ ২০১৯ (COVID-19) সংক্রান্ত আপডেট

শেষ আপডেটের সময় হল ২৩ এপ্রিল ২০২১, ০০:৫০ UTC

করোনাভাইরাস (COVID-19)-এর প্রভাব প্রতিদিন পাল্টাচ্ছে।  YouTube কীভাবে এই পরিস্থিতি সামলাচ্ছে সেই সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এখানে আবার চেক করুন।

লেটেস্ট আপডেট

  • [০০:৫০ UTC ২৩ এপ্রিল, ২০২১] স্থায়ী কর্মী ছাড়া অন্যান্য কর্মী এবং কমিউনিটির সুরক্ষা: বিশ্বের নির্দিষ্ট কিছু জায়গায় COVID-19 সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ার কারনে, কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনকারী কন্টেন্ট দ্রুত শনাক্ত করতে ও সরিয়ে দিতে আমরা প্রযুক্তির উপরেই বেশি করে নির্ভর করতে থাকব
  • [১৭:৩০ UTC ১৭ নভেম্বর, ২০২০] COVID-19 সংক্রান্ত তথ্যের প্যানেল বিষয়ক আপডেট: COVID-19 সম্পর্কিত ভুল তথ্যের মোকাবিলা করার উদ্দেশ্যে, COVID-19 সংক্রান্ত তথ্যের প্যানেলে আমরা COVID-19 টিকা সংক্রান্ত লিঙ্ক অন্তর্ভুক্ত করছি। এই সমস্ত আপডেট করা প্যানেল COVID-19 অথবা COVID-19 টিকা সংক্রান্ত তথ্য সম্পর্কিত সার্চ ফলাফল এবং ভিডিও পৃষ্ঠায় দেখা যেতে পারে। তৃতীয় পক্ষের কাছ থেকে পাওয়া COVID-19 টিকার সঠিক তথ্য খুঁজে নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সাহায্য করাই এই আপডেট করা প্যানেলের উদ্দেশ্য; কোনও ভিডিওতে কতখানি সঠিক তথ্য দেওয়া আছে, তার বিচার এখানে করা হয় না।
  • [২০:২০ UTC ১১ আগস্ট, ২০২০] প্রিমিয়ার: COVID-19 অতিমারির সময় YouTube প্রিমিয়ারের সংখ্যা খুব বেড়ে যাওয়ার কারনে, কিছু চ্যানেলে সাময়িকভাবে প্রিমিয়ার দেখানোর উপরে ১৫ মিনিটের ব্যবধান রাখা হয়েছে (যেমন, ১:৩০ বা ২:০০-এর বদলে ১:১৫ বা ১:৪৫)।
  • [১৭:০০ UTC ১০ আগস্ট, ২০২০] ডিপ্রেশন ও মানসিক উদ্বেগ সংক্রান্ত তথ্যের প্যানেল আরও অনেক দেশে দেখানো হচ্ছে
    আমরা আরও ২৭টি দেশে ডিপ্রেশন ও মানসিক উদ্বেগ সংক্রান্ত স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের প্যানেল দেখাতে শুরু করেছি। COVID-19 অতিমারির সময়, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য সবাইকে সহজে জানানোর জন্য এই সমস্ত প্যানেল ১৩ জুলাই, ২০২০-তে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করা হয়েছিল।
  • [১৬:৩০ UTC ১৩ জুলাই, ২০২০] ডিপ্রেশন ও মানসিক উদ্বেগ সংক্রান্ত স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের নতুন প্যানেল: COVID-19 অতিমারিতে শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও বিপন্ন হতে পারে। লোকজন যাতে আরও সহজে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তথ্য খুঁজে নিতে পারেন, তার জন্য আমরা YouTube সার্চে ডিপ্রেশন ও মানসিক উদ্বেগ সংক্রান্ত স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের প্যানেল এবং স্ব-মূল্যায়ন নির্দেশনা যোগ করছি। এই প্যানেল এবং স্ব-মূল্যায়ন নির্দেশনা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখানো হচ্ছে। আমরা আশা করছি, শীঘ্রই আরও অনেক দেশ/অঞ্চলে এগুলি দেখাতে পারব।
  • [২৩:১৫ UTC ১১ জুন, ২০২০] COVID-19 বিষয়ক স্বাস্থ্য সংক্রান্ত প্যানেলে স্ব-মূল্যায়ন নির্দেশনার আপডেট: COVID-19 বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত প্যানেলে এখন Google-এর স্ব-মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে, যা CDC নির্দেশনার ভিত্তিতে তৈরি করা হয়েছে। কার পক্ষে কোন ধরনের সহায়তা বা চিকিৎসা উপযুক্ত হবে, সেই বিষয়ে আরও তথ্য এই নির্দেশনায় দেওয়া আছে।
  • [১৭:৩৮ UTC ২০ মে, ২০২০] COVID-19 সম্পর্কিত ভুল তথ্য সংক্রান্ত নীতি: COVID-19 সম্পর্কিত ভুল তথ্য সংক্রান্ত নীতির জন্য YouTube কমিউনিটি নির্দেশিকায় একটি নতুন পৃষ্ঠা যোগ করা হয়েছে, যা এখানে পাওয়া যাবে।
  • [২৩:৩৪ UTC ৩০ এপ্রিল, ২০২০] COVID-19 বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত প্যানেলে স্ব-মূল্যায়ন: উপযুক্ত চিকিৎসা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবাইকে সাহায্য করার জন্য, Search-এ দেখানো COVID-19 বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত প্যানেলে আমরা COVID-19 স্ব-মূল্যায়নের লিঙ্ক রেখেছি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সহযোগিতায় আমরা এটি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করেছি। শীঘ্রই আরও দেশে এটি লঞ্চ করা হবে।
  • [১৮:০০ UTC ১৩ এপ্রিল, ২০২০]  #StayHome #WithMe ক্যাম্পেনে অংশগ্রহণকারী ক্রিয়েটরদের কন্টেন্ট দেখানোর উদ্দেশ্যে, এক্সপ্লোর ট্যাবে আমরা একটি গন্তব্য বোতাম দেখাতে শুরু করছি। এই কঠিন সময়ে যে ক্রিয়েটররা ভিডিওর মাধ্যমে লোকজনকে কিছু শিখতে, সবার সাথে যোগাযোগ করতে এবং মনোরঞ্জন করতে সাহায্য করেছেন, তাদের কয়েকজনকে আমরা এই পৃষ্ঠায় তুলে ধরব।
  • [১৬:০০ UTC ১ এপ্রিল, ২০২০] COVID-19 বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত প্যানেল: COVID-19 সম্পর্কিত সার্চে আমরা আজ থেকে COVID-19 বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত অতিরিক্ত প্যানেল দেখাতে শুরু করছি। এই সমস্ত প্যানেলে আমরা WHO এবং NHS-এর থেকে পাওয়া স্বাস্থ্য সম্পর্কি তথ্য টেক্সটের মাধ্যমে দেখাব। এছাড়া, রোগের উপসর্গ, রোগ প্রতিরোধের উপায় এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত তথ্যও আমরা তুলে ধরব। এই সময়ে আমরা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সোর্সকে অগ্রাধিকার দিয়ে যেতে চাই, যাতে COVID-19 সম্পর্কিত প্যানেলের পাশাপাশি আপনারা প্যানেলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের লিঙ্কও দেখতে পান।
  • [১৮:১৪ UTC ২ এপ্রিল, ২০২০] COVID-19 সংক্রান্ত কন্টেন্ট মনিটাইজ করা: COVID-19-এর কথা উল্লেখ করে বা সেই বিষয়ে তথ্য দেয়, এমন কন্টেন্ট মনিটাইজ করার সুবিধা আমরা এখন সমস্ত ক্রিয়েটর ও খবরের প্রতিষ্ঠানকে দিয়েছি। আগের মতোই, এই সমস্ত কন্টেন্টকে বিজ্ঞাপনদাতার পক্ষে উপযুক্ত হতে হবে এবং কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে। 
  • ১৭:০০ UTC ১৬ মার্চ, ২০২০] স্থায়ী কর্মী ছাড়া অন্যান্য কর্মী এবং কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করা:  আমাদের কর্মী ও স্থায়ী কর্মী ছাড়া অন্যান্য কর্মীরা যে কমিউনিটিতে থাকেন, সেই সব জায়গায় তাদের সুস্থতা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি। এর অংশ হিসেবে, নির্দিষ্ট কিছু অফিসে কর্মীর সংখ্যা আমরা কমিয়ে দিচ্ছি। সাধারণত হিউম্যান রিভিউয়াররা যে কাজ করে থাকেন, তার কিছু অংশ আমরা প্রযুক্তির সাহায্যে করব। এর ফলে এমন কিছু কন্টেন্ট ভুলবশত সরিয়ে দেওয়া হতে পারে যে আমাদের নীতি লঙ্ঘন করেনি। এর ফলে YouTube ব্যবহারকারী এবং ক্রিয়েটর সহায়তা টিমের বিভিন্ন ধরনের কাজ ও রিভিউয়ের কাজে প্রভাব পড়তে পারে, যেমন YouTube পার্টনার প্রোগ্রামে যোগদানের আবেদন মূল্যায়ন করা বা সোশ্যাল মিডিয়ায় উত্তর দেওয়া।

Coronavirus and YouTube: Answering Creator Questions

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

আপডেট সংক্রান্ত আরও তথ্য:

মনিটাইজেশন 

[১৮:১৪ ২ এপ্রিল, ২০২০] COVID-19 সংক্রান্ত কন্টেন্ট মনিটাইজ করা: COVID-19-এর কথা উল্লেখ করে বা সেই বিষয়ে তথ্য দেয়, এমন কন্টেন্ট মনিটাইজ করার সুবিধা আমরা এখন সমস্ত ক্রিয়েটর ও খবরের প্রতিষ্ঠানকে দিয়েছি। আগের মতোই, এই সমস্ত কন্টেন্টকে বিজ্ঞাপনদাতার পক্ষে উপযুক্ত হতে হবে এবং কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হবে। 

এখানে COVID-19-সম্পর্কিত কন্টেন্ট আপলোড করার বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হল:

  • তথ্যের সত্যতা যাচাই করুন। আপনার কন্টেন্টের জন্য তথ্য সংগ্রহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল (CDC) এবং ন্যাশনাল হেল্থ সার্ভিসের মতো প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য সোর্স ব্যবহার করুন। 
  • চলমান বিশ্বব্যাপী সংকটের বিষয়ে সংবেদনশীল হন। আমরা বলি যে, আপনি যদি COVID-19 সম্পর্কিত কন্টেন্ট শেয়ার করার বিকল্প বেছে নিয়ে থাকেন, তাহলে তা সৎ উদ্দেশ্যে করেছেন। প্রোডাক্ট বা পরিষেবা বিক্রি অথবা প্রচার করার জন্য এই ইভেন্টের সুবিধা নেবেন না।
  • বিজ্ঞাপনদাতার পক্ষে উপযুক্ত কন্টেন্ট সংক্রান্ত নির্দেশিকা এবং কমিউনিটি নির্দেশিকা, দু'টিই অনুসরণ করুন। সব মনিটাইজ করা কন্টেন্টই আমাদের বিজ্ঞাপন উপযোগী নির্দেশিকা এবং কমিউনিটি নির্দেশিকা সাপেক্ষ। আপনার কন্টেন্ট এইসব নীতি লঙ্ঘন করলে, তা সরিয়ে দেওয়া হবে বা তাতে সীমিত সংখ্যক বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেওয়া হবে। এমনকি, কোনও বিজ্ঞাপন দেখানোর অনুমতি নাও দেওয়া হতে পারে। COVID-19 সম্পর্কিত যে সমস্ত কন্টেন্ট মনিটাইজেশনের উপযুক্ত নয়, তার নির্দিষ্ট কিছু উদাহরণ দেখতে সহায়তা কেন্দ্রের এই আর্টিকেল পড়ুন। 
আপনার COVID-19-সম্পর্কিত কন্টেন্ট যদি এইসব নির্দেশিকা মেনে না চলে, তাহলে আমরা কন্টেন্টে মনিটাইজেশন সীমিত করতে পারি বা বিরল ক্ষেত্রে, আপনার চ্যানেলে মনিটাইজেশন সাময়িকভাবে বন্ধ করে দিতে পারি। মনে রাখবেন: আপনি এখনও নতুন আপলোডে হলুদ রঙের আইকন দেখতে পেতে পারেন। এর কারণ হল আমাদের অটোমেটিক সিস্টেম সাধারণভাবে COVID-19 সংক্রান্ত কন্টেন্ট মনিটাইজ করার বিষয়ে শিখছে এবং অনুমতি দিচ্ছে। আপনার কন্টেন্ট আমাদের আপডেট করা নীতি মেনে চলছে বলে মনে হলে, আপিল করুন যাতে আমাদের টিম আপনার কন্টেন্ট পর্যালোচনা করে তার স্ট্যাটাস আপডেট করতে পারে।

[১৬:২৭ UTC ২৫ মার্চ, ২০২০] দেরি হতে পারে - মার্চেন্ডাইজ শেল্ফের আইটেমের রিভিউ​: 

  • আপনি যদি YouTube-এ মার্চেন্ডাইজের ব্যবহার সবেমাত্র শুরু করে থাকেন তাহলে মনে রাখবেন, আমাদের রিভিউ করার ক্ষমতা ও গতি স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত হয়তো মার্চেন্ডাইজ শেল্ফ এবং সম্পর্কিত ফিচার চালু করতে পারবেন না।

  • মার্চেন্ডাইজ শেল্ফ যদি আগেই চালু করে থাকেন এবং এখন নতুন মার্চেন্ডাইজ আইটেম যোগ করতে অথবা পুরনো আইটেমের নাম বা বিবরণ পরিবর্তন করতে চান, তাহলে সেগুলি চ্যানেলে দেখানোর জন্য রিভিউ ও অনুমোদন প্রক্রিয়ায় স্বাভাবিকের থেকে বেশি সময় লাগতে পারে।

[১৬:৫৩ UTC ২০ মার্চ, ২০২০] দেরি হতে পারে - YPP আবেদনের রিভিউ:  আগেই জানিয়েছি, স্থায়ী কর্মী ছাড়া অন্যান্য কর্মীদের সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি। এর অংশ হিসেবে, COVID-19 সংক্রমণ কমানোর জন্য নির্দিষ্ট কিছু অফিসে আমরা কর্মীর সংখ্যা কমিয়ে দিচ্ছি। এর ফলে, আপনি YPP-তে অন্তর্ভুক্তির আবেদন করে থাকলে আমাদের উত্তর দিতে এক মাসের থেকে বেশি সময় লাগবে। আপনি এখানে ক্লিক করে আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারেন। 

স্থায়ী কর্মী ছাড়া অন্যান্য কর্মীরা যাতে বাড়ি থেকেই অনলাইন হতে পারেন এবং ইন্টারনেটে সংযুক্ত থাকেন, তার জন্য আমরা পার্টনার কোম্পানিদের সাথে কাজ করে চলেছি। এই কর্মীদের সুস্থতা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার পাশাপাশি, আমরা যত বেশি সম্ভব ভিডিও রিভিউ করার এবং আবেদন প্রসেস করার চেষ্টা করে যাব। এই কঠিন সময়ে আপনাদের ধৈর্য্য এবং সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের কাজ এগোলেই আমরা আপনাদের জানাব।  
 

[১৯:০০ UTC ১৮ মার্চ, ২০২০] চ্যানেল মেম্বারশিপ সংক্রান্ত বিশেষ উপহারের রিভিউ: স্থায়ী কর্মী ছাড়া অন্যান্য কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে আমরা যে পদক্ষেপ নিচ্ছি, তার ফলে চ্যানেল মেম্বারশিপের সময় ক্রিয়েটরের দেওয়া বিশেষ উপহারের রিভিউ করতে বেশ দেরি হতে পারে। এর অর্থ:  
  • আমরা আগে যে গতিতে যতগুলি আবেদন রিভিউ করতাম, সেই গতি ফিরে না পাওয়া পর্যন্ত আপনি হয়তো মেম্বারশিপ লঞ্চ করতে পারবেন না।
  • আপনি যদি আগেই মেম্বারশিপ লঞ্চ করে থাকেন এবং এখন বিশেষ উপহারে কিছু পরিবর্তন করতে চান, তাহলে পরিবর্তনগুলি অনুমোদনের জন্য স্বাভাবিকের থেকে বেশি সময় লাগতে পারে।
আপনার চ্যানেলে মেম্বারশিপ সংক্রান্ত বিশেষ উপহারে পরিবর্তন করার প্রয়োজন থাকলে, ভিডিও এবং/অথবা কমিউনিটি পোস্টের মাধ্যমে সেই বিষয়ে দর্শকদের জানিয়ে দিতে পারেন। এছাড়া, আপনি ভূমিকার ভিডিও তৈরি বা আপডেটও করতে পারেন। চ্যানেল মেম্বারশিপ সংক্রান্ত যে সমস্ত বিশেষ উপহার আপনি দিয়ে থাকেন, সেগুলি অফার স্ক্রিনে দেখানো হোক বা না হোক, সবগুলির উপরে মেম্বারশিপ সংক্রান্ত নীতি এবং নির্দেশিকা প্রযোজ্য।
[১৪:৪০ UTC ১৬ মার্চ ২০২০] COVID-19-সম্পর্কিত কন্টেন্ট মনিটাইজ করা: আমরা আরও ক্রিয়েটর এবং সংবাদ সংস্থার কাছে COVID-19 উল্লেখ করা বা সম্পর্কিত বিষয় তুলে ধরা কন্টেন্টের মনিটাইজেশন প্রসারিত করছি। আপনি একজন ক্রিয়েটর হলে, এই পরিবর্তনটি যখন আপনার চ্যানেলে কার্যকর হবে তখন আপনি YouTube Studio-তে একটি বিজ্ঞপ্তি পাবেন।
এখানে COVID-19-সম্পর্কিত কন্টেন্ট আপলোড করার জন্য কিছু নির্দেশিকা দেওয়া হল:

আপনি যাতে দর্শকদের খুব ভাল কোয়ালিটির কন্টেন্ট প্রদান করতে পারেন আমরা আপনাকে সেই বিষয়ে সাহায্য করতে চাই এবং উপরের নির্দেশিকা মেনে চললে আপনি তা নিশ্চিত করার ব্যাপারে সাহায্য পাবেন। 

আপনার কন্টেন্ট যদি এইসব নির্দেশিকা মেনে না চলে, তাহলে আপনার COVID-19-সম্পর্কিত কন্টেন্টে মনিটাইজেশনের সুবিধার উপরে আমরা বিধিনিষেধ আরোপ করতে পারি বা কিছু বিরল ক্ষেত্রে চ্যানেলে মনিটাইজেশনের সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিতে পারি।
 

[১১ মার্চ ২০২০, ১৬:০০ UTC] করোনাভাইরাস সম্পর্কিত কন্টেন্ট মনিটাইজ করার বিষয়ে আপডেট: বর্তমানে, করোনাভাইরাস পরিস্থিতিকে “সংবেদনশীল ইভেন্ট” হিসেবে বিবেচনা করা হয়েছে। আমাদের সংবেদনশীল ইভেন্ট সংক্রান্ত নীতি, প্রাকৃতিক বিপর্যয়ের মতো উল্লেখযোগ্য তীব্রতাযুক্ত স্বল্প-মেয়াদী ইভেন্টের ক্ষেত্রে প্রয়োগ করার কথা ভেবে ডিজাইন করা হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, আমরা কিছু চ্যানেলের জন্য করোনাভাইরাসের বিষয়ে তৈরি কন্টেন্টে বিজ্ঞাপন দেখানো চালু করব। এই সুবিধা আমাদের কিছু সংবাদ পার্টনার এবং নিজেদের ভিডিও নির্ভুলভাবে সেল্ফ-সার্টিফাই করেন এমন ক্রিয়েটরদের দেওয়া হয় এবং পরে অন্য চ্যানেলগুলিকেও দেওয়া হবে। আগামী সপ্তাহগুলিতে মনিটাইজেশনের সুবিধা আরও বেশি ক্রিয়েটর এবং সংবাদ সংস্থাগুলিকে দেওয়ার জন্য আমরা নীতি এবং এনফোর্সমেন্ট প্রসেস তৈরি করছি।

 

নীতি ও কপিরাইট 
[১৭:৩৮ UC ২০ মে, ২০২০] COVID-19 সম্পর্কিত ভুল তথ্য সংক্রান্ত নীতি: COVID-19 সম্পর্কিত ভুল তথ্য সংক্রান্ত নীতির জন্য YouTube কমিউনিটি নির্দেশিকায় একটি নতুন পৃষ্ঠা যোগ করা হয়েছে, যা এখানে পাওয়া যাবে:

[১৭:০০ UTC ১৬ মার্চ, ২০২০] পার্টনার ও স্থায়ী কর্মী ছাড়া অন্যান্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা: YouTube কমিউনিটিকে সুরক্ষিত রাখার জন্য YouTube এবং পার্টনার কোম্পানিতে নির্দিষ্ট টিম আছে। ব্যবহারকারী ও ক্রিয়েটরদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো ব্যক্তি বা সম্ভাব্য নীতি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করতে ভিডিওর মূল্যায়ন করার জন্য রিভিউয়ার, এই ধরনের বহু মানুষ এই সমস্ত টিমে রয়েছেন। আমাদের কর্মী ও স্থায়ী কর্মী ছাড়া অন্যান্য কর্মী যে কমিউনিটিতে থাকেন, সেই সব জায়গায় তাদের সুস্থতা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি। এর অংশ হিসেবে, নির্দিষ্ট কিছু সাইটে কর্মীর সংখ্যা আমরা কমিয়ে দিচ্ছি।

এই পরিবর্তনের সাথে সাথে, হিউম্যান রিভিউয়াররা সাধারণত যে কাজ করে থাকেন, আমরা তার কিছু অংশ প্রযুক্তির সাহায্যে করতে শুরু করব। এর অর্থ, হিউম্যান রিভিউয়ের বদলে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে কিছু কন্টেন্ট সরিয়ে দেওয়ার কাজ শুরু হবে। এর ফলে ব্যবহারকারী ও ক্রিয়েটররা হয়তো দেখতে পাবেন যে ভিডিও সরিয়ে দেওয়ার ঘটনা কিছুটা বেড়ে গেছে এবং নীতি লঙ্ঘন করছে না, এমন ভিডিও সরিয়ে দেওয়া হচ্ছে। তবে এই ধরনের কন্টেন্ট আমাদের নীতি লঙ্ঘন করছে, এ কথা দৃঢ়ভাবে মনে না হলে আমরা স্ট্রাইক আরোপ করব না।

আগের মতোই, আপনি যদি মনে করেন যে আপনার কন্টেন্ট ভুলবশত সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন। তবে মনে রাখবেন, কর্মীদলের সুরক্ষার জন্য নেওয়া ব্যবস্থার কারনে আপিল পর্যালোচনা করতে দেরি হতে পারে। 

করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতি প্রায় প্রতিদিন পরিবর্তিত হতে থাকছে। আমাদের টিম এবং কমিউনিটি যেখানে আছে, সেখানে তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিতে থাকব। এর ফলে YouTube ব্যবহারকারী এবং ক্রিয়েটর সহায়তা টিমের বিভিন্ন ধরনের কাজ ও রিভিউয়ের কাজে প্রভাব পড়তে পারে, যেমন YouTube পার্টনার প্রোগ্রামে যোগদানের আবেদন মূল্যায়ন করা বা সোশ্যাল মিডিয়ায় উত্তর দেওয়া। কর্মীদলের সুরক্ষার উদ্দেশ্যে পদক্ষেপ নেওয়ার সময় ধৈর্য্য ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ। 

ক্রিয়েটর সহায়তা 

[১৮:০০ UTC ১৯ মার্চ, ২০২০] একজন YouTube ক্রিয়েটর হিসেবে আমি কীভাবে সাহায্য করতে পারি? বহু ক্রিয়েটর আমাদের জিজ্ঞাসা করেছেন যে, পরিবর্তনশীল COVID-19 পরিস্থিতিতে তারা কীভাবে সাহায্য করতে পারেন। এর উত্তরে বলি, এই মুহূর্তে যত বেশি সম্ভব বাড়িতে থেকে সংক্রমণ কমানোর মাধ্যমে আপনি নিজেকে, পরিবার ও বন্ধুবান্ধবদের এবং কমিউনিটিকে আগামী দিনগুলিতে সাহায্য করতে পারেন। 

YouTube ক্রিয়েটর হিসেবে এখন আপনি এটি করতে পারেন → সংক্রমণ কমানোর কথা প্রচার করুন - #StayHome 

YouTube-এর মাধ্যমে #StayHome বার্তা প্রচার করতে চাইলে, সহায়ক, মজাদার এবং তথ্যপূর্ণ ভিডিও ব্যবহার করুন ও #StayHome and ___ #WithMe ট্যাগ ব্যবহার করুন (যেমন, #StayHome and cook #WithMe [বাড়িতে থেকে আমার সাথে রান্না করুন] অথবা #StayHome and learn #WithMe [বাড়িতে থেকে আমার সাথে শিখুন])। এই বিষয়ে জানতে আমাদের চ্যানেল দেখুন। 

#StayHome and ___ #WithMe ক্যাম্পেনে অংশগ্রহণকারী ক্রিয়েটরদের কন্টেন্টের ক্ষেত্রে, এক্সপ্লোর ট্যাবে আমরা গন্তব্য পৃষ্ঠাও যোগ করছি। এই কঠিন সময়ে যে ক্রিয়েটররা ভিডিওর মাধ্যমে লোকজনকে কিছু শিখতে, সবার সাথে যোগাযোগ করতে এবং মনোরঞ্জন করতে সাহায্য করেছেন, তাদের কয়েকজনকে আমরা এই পৃষ্ঠায় তুলে ধরব।


ইভেন্ট এবং Spaces 
[২২:৩৫ UTC ১৮ ফেব্রুয়ারি, ২০২১] YouTube স্পেস সম্পর্কিত আপডেট: অতিমারির কারনে গত বছরের শুরুর দিকে YouTube স্পেস স্টুডিও সাময়িকভাবে ফিজিক্যালি বন্ধ করে দেওয়ার পর থেকে, পার্টনার প্রোগ্রাম এবং ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে ক্রিয়েটর ও শিল্পীদের সাথে যোগাযোগ করার উপরে আমরা জোর দিয়েছি। আমাদের ক্রমবর্ধমান কমিউনিটির ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে, আমরা YouTube স্পেস স্টুডিও নতুনভাবে সাজাচ্ছি। এই বিষয়ে আরও জানতে আমাদের ব্লগ পড়ুন।
পেড প্রোডাক্ট সংক্রান্ত সহায়তা 

[১৭ মার্চ ২০২০, ২৩:৪৮ UTC] সহায়তার ক্ষেত্রে সাধারণের থেকে বেশি সময়: বর্তমানে বিশ্বজুড়ে চলতে থাকা COVID-19 সংক্রান্ত সংকটের কারণে, আমরা সীমিত সংখ্যক কর্মী নিয়ে কাজ করছি। আপনার কাছে সহায়তা টিমের কোনও বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করার জন্য যেসব বিকল্প আছে সেগুলি দেখুন বা সহায়তা কেন্দ্র থেকে পরামর্শ নিন

দর্শকদের জন্য আপডেট

[১৭:০০ UTC ১০ আগস্ট, ২০২০] ডিপ্রেশন ও মানসিক উদ্বেগ সংক্রান্ত প্যানেল আরও বেশি দেশে উপলভ্যআরও ২৭টি দেশে ডিপ্রেশন ও মানসিক উদ্বেগ সংক্রান্ত প্যানেল লঞ্চ করার জন্য আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতো কর্তৃপক্ষের সাথে একযোগে কাজ করেছি। এই সমস্ত দেশের তালিকা দেখতে এবং কোন কোন কর্তৃপক্ষের সাথে আমরা কাজ করেছি সেই বিষয়ে জানতে স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের প্যানেল নিবন্ধটি পড়ুন। COVID-19 অতিমারি চলাকালীন, উপযুক্ত কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া মানসিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আমাদের ব্যবহারকারীরা যাতে সহজে পেতে পারেন, সেই উদ্দেশ্যে ১৩ জুলাই, ২০২০-তে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই সমস্ত তথ্যের প্যানেল লঞ্চ করা হয়। ডিপ্রেশন ও মানসিক উদ্বেগের উপসর্গ এবং তার চিকিৎসা সংক্রান্ত তথ্য এই প্যানেলে দেখানো হয়। ডাক্তারি সহায়তা বা চিকিৎসার প্রয়োজন আছে কিনা, এই তথ্যের সাহায্যে তা বুঝতে সুবিধা হয়। আমরা আশা রাখি যে খুব শীঘ্রই এই সমস্ত প্যানেল আরও বেশি দেশ/অঞ্চলে লঞ্চ করতে পারব।

[১৬:৩০ UTC ১৩ জুলাই, ২০২০] ডিপ্রেশন ও মানসিক উদ্বেগ সংক্রান্ত স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের নতুন প্যানেল: COVID-19 অতিমারিতে শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও বিপন্ন হতে পারে। লোকজন যাতে আরও সহজে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তথ্য খুঁজে নিতে পারেন, তার জন্য আমরা YouTube সার্চে ডিপ্রেশন ও মানসিক উদ্বেগ সংক্রান্ত স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের প্যানেল যোগ করছি। আমরা Mayo Clinic-এর সহযোগিতায় এই প্যানেল প্রস্তুত করেছি। এগুলিতে ডিপ্রেশন ও মানসিক উদ্বেগের উপসর্গ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সম্পর্কে তথ্য দেওয়া আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিপ্রেশন ও মানসিক উদ্বেগ সংক্রান্ত প্যানেলে Google-এর তৈরি, ক্লিনিক্যালি যাচাই করা স্ব-মূল্যায়ন নির্দেশনার লিঙ্ক দেওয়া আছে। কার পক্ষে কোন ধরনের সহায়তা বা চিকিৎসা উপযুক্ত, স্ব-মূল্যায়নের মাধ্যমে সেই বিষয়ে আরও তথ্য দেখানো হয়। এই প্যানেল এবং স্ব-মূল্যায়ন নির্দেশনা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখানো হচ্ছে। আমরা আশা করছি, শীঘ্রই আরও অনেক দেশ/অঞ্চলে এগুলি দেখাতে পারব।

[২৩:১৫ UTC ১১ জুন, ২০২০] COVID-19 বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত প্যানেলে স্ব-মূল্যায়ন সংক্রান্ত আপডেট: গত এপ্রিলে, YouTube সার্চে দেখানো COVID-19 বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত প্যানেলে আমরা COVID-19 স্ব-মূল্যায়নের নির্দেশনা দেখাতে শুরু করেছিলাম। COVID-19 স্ব-মূল্যায়নের অংশে এখন Google-এর স্ব-মূল্যায়ন নির্দেশনার লিঙ্ক দেওয়া আছে, যা CDC নির্দেশনার ভিত্তিতে তৈরি করা হয়েছে। কার পক্ষে কোন ধরনের সহায়তা বা চিকিৎসা উপযুক্ত হবে, সেই বিষয়ে আরও তথ্য এই নির্দেশনায় দেওয়া আছে। এটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখানো হচ্ছে এবং শীঘ্রই আরও অনেক দেশে দেখানো হবে।

[২৩:৩৪ UTC ৩০ এপ্রিল, ২০২০] COVID-19 বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত প্যানেলে স্ব-মূল্যায়ন: উপযুক্ত চিকিৎসা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবাইকে সাহায্য করার জন্য, Search-এ দেখানো COVID-19 বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত প্যানেলে আমরা COVID-19 স্ব-মূল্যায়নের লিঙ্ক রেখেছি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সহযোগিতায় আমরা এটি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করেছি। শীঘ্রই আরও দেশে এটি লঞ্চ করা হবে। COVID-19 বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত পানেলে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (CDC) ওয়েবসাইটে থাকা CDC-এর স্ব-মূল্যায়ন নির্দেশনার লিঙ্ক দেওয়া আছে। কার পক্ষে কোন ধরনের চিকিৎসা উপযুক্ত হতে পারে, এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ব্যবহারকারীরা তা জেনে নিতে পারেন।

[১৬:০০ UTC ১ এপ্রিল, ২০২০] COVID-19 সংক্রান্ত স্বাস্থ্য সম্পর্কিত প্যানেল: COVID-19 সম্পর্কিত সার্চে আমরা আজ থেকে COVID-19 বিষয়ক স্বাস্থ্য সম্পর্কিত অতিরিক্ত প্যানেল দেখাতে শুরু করছি। এই সমস্ত প্যানেলে আমরা WHO এবং NHS-এর থেকে পাওয়া স্বাস্থ্য সম্পর্কি তথ্য টেক্সটের মাধ্যমে দেখাব। এছাড়া, রোগের উপসর্গ, রোগ প্রতিরোধের উপায় এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত তথ্যও আমরা তুলে ধরব। এই সময়ে আমরা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সোর্সকে অগ্রাধিকার দিয়ে যেতে চাই, যাতে COVID-19 সম্পর্কিত প্যানেলের পাশাপাশি আপনারা প্যানেলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের লিঙ্কও দেখতে পান।

[১৩:৩০ UTC ২৪ মার্চ, ২০২০] ব্যান্ডউইথের ব্যবহারে পরিবর্তন সংক্রান্ত আপডেট: গত সপ্তাহে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন (EU), যুক্তরাজ্য (UK) এবং সুইজারল্যান্ডে (CH) YouTube-এর সমস্ত ভিডিও সাময়িকভাবে, ডিফল্ট হিসেবে, স্ট্যান্ডার্ড ডেফিনিশনে দেখাচ্ছিলাম। অতিমারির বিশ্বব্যাপী প্রভাবের কারণে আজ থেকে এই পদক্ষেপটি আমরা বিশ্ব জুড়ে গ্রহণ করছি। সিস্টেমে এই আপডেটটি ধীরে ধীরে রোল আউট করা হচ্ছে। কম্পিউটার, টিভি বা মোবাইল ডিভাইসে দেখা ভিডিওর কোয়ালিটি আপনি নিজেই পরিবর্তন করে নিতে পারবেন। সিস্টেমে চাপ কম রাখার পাশাপাশি ব্যবহারকারীর অভিজ্ঞতা ভাল রাখার উদ্দেশ্যে, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলির সরকার এবং নেটওয়ার্ক অপারেটরদের সাথে কাজ চালিয়ে যাব।

[২১:১৬ UTC ২০ মার্চ, ২০২০] ব্যান্ডউইথের ব্যবহারে পরিবর্তন: COVID-19-এর পরিবর্তনশীল পরিস্থিতিতে উপযুক্ত কর্তৃপক্ষের থেকে পাওয়া খবর জানতে, শিক্ষামূলক কন্টেন্ট দেখতে এবং লোকজনের সাথে সংযুক্ত থাকতে আরও বেশি দর্শক YouTube ব্যবহার করছেন। সবাইকে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে, নেটওয়ার্কের ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করার জন্য আমরা সিস্টেমে কিছু অটোমেটিক ব্যবস্থা রেখেছি। এর মাধ্যমে আমরা সাময়িকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন (EU), যুক্তরাজ্য (UK) এবং সুইজারল্যান্ডের (CH) সমস্ত ট্রাফিকে ডিফল্ট হিসেবে স্ট্যান্ডার্ড ডেফিনিশনে কন্টেন্ট দেখাচ্ছি। কম্পিউটার, টিভি বা মোবাইল ডিভাইসে দেখা ভিডিওর কোয়ালিটি আপনি নিজেই পরিবর্তন করে নিতে পারবেন। সিস্টেমে চাপ কম রাখার পাশাপাশি ব্যবহারকারীর অভিজ্ঞতা ভাল রাখার উদ্দেশ্যে, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলির সরকার এবং নেটওয়ার্ক অপারেটরদের সাথে কাজ চালিয়ে যাব।

[২১:৩৫ UTC ১৯ মার্চ, ২০২০] COVID-19 সংক্রান্ত নিউজ শেল্ফ: YouTube হোমপেজে এখন COVID-19 সংক্রান্ত নিউজ শেল্ফ দেখা যেতে পারে। আমাদের প্ল্যাটফর্মে থাকা উপযুক্ত সংবাদ প্রকাশক এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের থেকে পাওয়া COVID-19 সংক্রান্ত খবরের ভিডিও এই শেল্ফে থাকবে। এই শেল্ফের কন্টেন্ট অ্যালগরিদমের সাহায্যে বেছে নেওয়া হয়। কোনও ভিডিও COVID-19-এর ক্ষেত্রে কতখানি প্রাসঙ্গিক, কতখানি আপ-টু-ডেট এবং কোন অঞ্চলের চিত্র তুলে ধরছে, এই সব কিছুই বিচার করা হয়। তবে, ব্রেকিং নিউজ বা সেরা নিউজ শেল্ফ চালু থাকলে COVID-19 সংক্রান্ত নিউজ শেল্ফ দেখা নাও যেতে পারে। আপনি যেকোনও সময় হোমপেজে COVID-19 নিউজ শেল্ফ বাতিল করতে পারবেন।

[১৬:০০ UTC ১১ মার্চ, ২০২০] তথ্যের প্যানেল: গত ফেব্রুয়ারিতে আমরা তথ্যের প্যানেল লঞ্চ করেছি, যেখান থেকে দর্শকরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অথবা স্থানীয় রিসোর্সে স্থানীয় সরকারি নির্দেশনা দেখতে পান। এই প্যানেল YouTube হোমপেজ, করোনাভাইরাস সম্পর্কিত সার্চ এবং করোনাভাইরাস সম্পর্কিত ভিডিওর পৃষ্ঠায় দেখানো হবে। অতিমারির প্রভাব পড়েছে, এমন অঞ্চলে শিক্ষামূলক কন্টেন্ট ও তথ্য দেখানোর জন্য আমরা সরকার এবং বিভিন্ন এনজিও-কে বিজ্ঞাপনের ইনভেনটরি দান করব।

কমিউনিটি এবং মন্তব্য

[২০:২০ UTC ২০ মার্চ, ২০২০] কমিউনিটি পোস্ট: আমাদের কর্মীদলের উপরে করোনাভাইরাসের (COVID-19) প্রভাবের কারণে কিছু চ্যানেলে কমিউনিটি পোস্টের সুবিধা সাময়িকভাবে পাওয়া যাবে না। এর জন্য আপনার অ্যাকাউন্টে কোনও নতুন কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক বা পেনাল্টি আরোপ করা হবে না।

ব্যবহারকারী অথবা আমাদের অটোমেটিক সিস্টেমের দ্বারা ফ্ল্যাগ করা কমিউনিটি পোস্টের রিভিউ চলাকালীন, হোমপেজ বা প্রস্তাবনা বিভাগে সেগুলি দেখা নাও যেতে পারে। এর ফলে এই পোস্টগুলিতে দর্শকদের এনগেজমেন্ট স্বাভাবিকের থেকে কম হতে পারে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

করোনাভাইরাস (COVID-19) সংক্রান্ত আরও তথ্য প্রয়োজন হলে তা আমি কোথায় পাব? 

করোনাভাইরাস অতিমারি সম্পর্কিত তথ্য ও নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে দেওয়া আছে। এছাড়া, স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথ্যের সূত্রও আমরা নিচে উল্লেখ করছি:

দেশ / অঞ্চল সোর্স
অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্য বিভাগ
বেলজিয়াম ফেডারেল পাবলিক সার্ভিস (FPS) হেল্থ, ফুড চেন সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট
ব্রাজিল Ministério da Saúde
কানাডা কানাডার সরকারি স্বাস্থ্য সংস্থা
ফ্রান্স Gouvernement.fr
জার্মানি ফেডারেল সেন্টার ফর হেল্থ এডুকেশন
হংকং সেন্টার ফর হেল্থ প্রোটেকশন
ইজরায়েল স্বাস্থ্য মন্ত্রক
ভারত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার
ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রক
ইতালি স্বাস্থ্য মন্ত্রক
আয়ারল্যান্ড স্বাস্থ্য বিভাগ
জাপান জাপানের ক্যাবিনেট সেক্রেটারিয়েট
মালয়েশিয়া মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রক
নেদারল্যান্ডস স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক
নরওয়ে হেল্থ নরওয়ে
সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রক
দক্ষিণ কোরিয়া কোরিয়ার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
স্পেন স্বাস্থ্য মন্ত্রক
সুইডেন সুইডেনের সরকারি স্বাস্থ্য সংস্থা
সুইজারল্যান্ড ফেডারেল অফিস অফ পাবলিক হেল্থ FOPH
তাইওয়ান তাইওয়ান CDC
থাইল্যান্ড থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রক
ভিয়েতনাম ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রক
যুক্তরাজ্য ন্যাশনাল হেল্থ সার্ভিস
মার্কিন যুক্তরাষ্ট্র সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল
আমরা করোনাভাইরাস (COVID-19) সংক্রান্ত যেসব অতিরিক্ত পরিবর্তন করি, সেগুলির বিষয়ে YouTube কীভাবে আমাদের জানানোর কাজ চালিয়ে যাবে? 
করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতি প্রতিদিন পাল্টাচ্ছে এবং আমরা আপনাকে আপডেট দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এর মধ্যে অন্তর্ভুক্ত হল এমন যেকোনও পরিবর্তন যা আমাদের প্রসেস এবং সাপোর্ট সিস্টেমের উপর প্রভাব ফেলতে পারে। 

এইসব পরিবর্তন আপনাকে কীভাবে প্রভাবিত করতে পারে সেই বিষয়ে অবগত থাকতে, এই নিবন্ধ চেক করা চালিয়ে যান। আমরা এটি নিয়মিত আপডেট করব।
করোনাভাইরাস (COVID-19) সম্পর্কে ছড়ানো ভুল তথ্যের বিরুদ্ধে YouTube কীভাবে লড়াই করছে?
এই কঠিন সময়ে, সময়মতো এবং উপযোগী তথ্য প্রদান করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর অন্তর্ভুক্ত হল সার্চ ও সাজেশন এবং তথ্য দেখানোর প্যানেলে এমন নির্ভরযোগ্য সোর্স আগে দেখানো, যা সংশ্লিষ্ট ভিডিওতে WHO-এর মতো প্রাসঙ্গিক সোর্সের সাথে লিঙ্ক করা আছে। এছাড়াও, কোনও ভিডিও আমাদের নীতি লঙ্ঘন করেছে বলে ফ্ল্যাগ করা হলে, আমরা সেগুলি চটপট সরিয়ে দেওয়া চালিয়ে যাব। এর মধ্যে অন্তর্ভুক্ত হল এমন ভিডিও যা লোকজনকে চিকিৎসা নিতে নিরুৎসাহিত করে বা ক্ষতিকর পদার্থের কারণে শরীর-স্বাস্থ্যের উপকার হতে পারে বলে দাবি করে। করোনাভাইরাস সম্পর্কিত খবর অবিরাম আসছে। এই পরিস্থিতিতে বিশ্বাসযোগ্য কন্টেন্ট খুঁজে পাওয়া কঠিন। তবে, আমরা এটি দেখব যে, YouTube থেকে ব্যবহারকারীরা যেন সঠিক তথ্য পেতে থাকেন।
আমি একজন YouTube ক্রিয়েটর, আমি কীভাবে সাহায্য করতে পারি?

বহু ক্রিয়েটর আমাদের জিজ্ঞাসা করেছেন যে, পরিবর্তন হওয়া COVID-19 পরিস্থিতির ক্ষেত্রে আপনি কীভাবে সাহায্য করতে পারবেন এবং এই মুহূর্তে সবথেকে ভাল যে জিনিসগুলি আপনি করতে পারবেন, সেগুলি হল যত বেশি সম্ভব বাড়িতে থেকে সংক্রমণ কমানো, নিজেকে, পরিবার ও বন্ধুবান্ধব এবং কমিউনিটিকে আগামী দিনগুলিতে সাহায্য করা। এটিই হল "সামাজিক দূরত্ব" এবং “সংক্রমণের সংখ্যা কম করা” সংক্রান্ত বিষয়, যার ব্যাপারে আজকাল আপনি শুনছেন (এখানে আরও পড়ুন)।

স্বাস্থ্য পরিষেবা এবং সরকারি কর্মী (তাদের মধ্যে কয়েক জন ক্রিয়েটর) সহ অবশ্যই এমন ব্যক্তিরা আছেন, যারা আমাদের কমিউনিটি জুড়ে সাপোর্ট সিস্টেম বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং কর্মস্থলে যাওয়ার জন্য যাদের এখনও বাড়ি থেকে বাইরে যেতে হচ্ছে এবং এই সময় তারা যা করছেন তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।

আমাদের মতো যারা এই ধরনের কাজে যুক্ত নই, তাদের স্বতন্ত্র অ্যাকশনগুলি, আমাদের মধ্যে থাকা সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে। নির্ভরযোগ্য স্বাস্থ্য ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলি লোকজনকে সম্ভব হলে বাড়িতে থাকতে অনুরোধ করছে, যাতে আমরা সেই ব্যক্তিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি, যাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

তাই গুরুত্ব সহকারে, বাড়িতে থাকুন।

আপনি কোথায় সাহায্য করতে পারবেন তা এখানে উল্লেখ করা হল → সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে এই কথাটি অন্যদের বলুন - #StayHome

বাড়িতে থাকার বিষয়টি প্রচার করার জন্য আপনি YouTube বেছে নিলে, আপনার কন্টেন্ট পোস্ট করার বিষয়ে এখানে কিছু পরামর্শ দেওয়া আছে:

করোনাভাইরাস (COVID-19) সম্পর্কে ছড়ানো ভুল তথ্যের বিষয়ে আমি কীভাবে অভিযোগ করতে পারব? 
আমাদের কমিউনিটি নির্দেশিকায় এমন নীতি আছে যা দাবি করে যে, ক্ষতিকর পদার্থ বা চিকিৎসার কারণে শরীর-স্বাস্থ্যের উপকার হতে পারে। 

আপনি যদি এমন কোনও কন্টেন্ট দেখতে পান যা এই নীতি লঙ্ঘন করছে, তাহলে সেটির বিষয়ে অভিযোগ করুন। আমাদের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করা সংক্রান্ত নির্দেশাবলী এখানে উপলভ্য। আপনার যদি মনে হয় যে, প্রচুর ভিডিও, মন্তব্য বা ক্রিয়েটরের পুরো চ্যানেলের বিষয়ে অভিযোগ করা দরকার, তাহলে আমাদের অভিযোগ জানানোর টুল-এ যান।
আমার কন্টেন্ট কেন ডিমনিটাইজ করা হয়েছে? এটি করোনাভাইরাস (COVID-19) সংক্রান্ত নয়।
আপনি YouTube-এ মনিটাইজ করার পরিষেবা চালু করলে, আপনার চ্যানেল যাতে YouTube-এর মনিটাইজেশন নীতি মেনে চলে তা কনফার্ম করতে হবে, এর মধ্যে অন্তর্ভুক্ত হল YouTube-এর কমিউনিটি নির্দেশিকা, পরিষেবার শর্তাবলী, কপিরাইট এবং Google AdSense-এর প্রোগ্রাম নীতি। আমরা কেন চ্যানেল মনিটাইজেশন নীতি এনফোর্স করি সেই সম্পর্কে আরও জানুন। আপনি যদি বিজ্ঞাপন সহ ভিডিও মনিটাইজ করতে চান, তাহলে সেগুলিকে এছাড়াও আমাদের বিজ্ঞাপনদাতার উপযোগী কন্টেন্ট সংক্রান্ত নির্দেশিকা অবশ্যই পূরণ করতে হবে।

আমাদের নীতি আপনার ভিডিওর সব অংশে প্রযোজ্য (ভিডিও বা লাইভ স্ট্রিম, থাম্বনেল, শীর্ষক, বিবরণ এবং ট্যাগ)। 

আমাদের সিস্টেমেও কখনও কখনও ভুল হয়, তবে আমাদের অটোমেটিক সিস্টেম দ্বারা নেওয়া সিদ্ধান্ত কোনও ব্যক্তিকে দিয়ে পর্যালোচনা করানোর অনুরোধ জানাতে পারেন।

আমি অনলাইনে কীভাবে COVID-19 সংক্রান্ত স্ক্যাম এড়িয়ে চলতে পারব

অনলাইন থাকাকালীন, আমরা আপনাকে সুরক্ষিত রাখতে চাই। সেই কারণেই আমাদের তৈরি করা সবকিছু শক্তিশালী বিল্ট-ইন নিরাপত্তা প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত যা কোনও হুমকি আপনার কাছে পৌছানোর আগেই, সেগুলি শনাক্ত এবং ব্লক করতে সাহায্য করে। স্ক্যামের সাধারণ ধরন এবং সেগুলি কীভাবে এড়িয়ে চলবেন, সেই সম্পর্কিত আরও তথ্যের জন্য আমাদের Google সুরক্ষা কেন্দ্র দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2624594671435817461
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false