আপনার Premium মেম্বারশিপ বাতিল করা

YouTube Premium ও YouTube Music Premium সাবস্ক্রিপশন চলাকালীন, যেকোনও সময় পেড মেম্বারশিপ বাতিল, পজ বা আবার চালু করা যাবে। এছাড়াও, আপনি বার্ষিক প্ল্যান বা ফ্যামিলি প্ল্যানে বদলে নিতে পারবেন।

আপনার পেড মেম্বারশিপ দেখতে ও ম্যানেজ করতে নিচের বোতামে ক্লিক করুন। তারপরে, YouTube Premium বা YouTube Music Premium মেম্বারশিপ বাতিল করতে চাইলে এই নিবন্ধে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।

আপনি iPhone বা iPad ব্যবহার করে কেনাকাটা করলে অথবা Apple অ্যাকাউন্টের মাধ্যমে YouTube-এ পেড মেম্বারশিপে সাইন-আপ করলে, রিফান্ডের অনুরোধ জানাতে Apple-এর সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। Apple-এর রিফান্ড সংক্রান্ত নীতি প্রযোজ্য হবে।

ট্রায়াল চলার সময় আপনি মেম্বারশিপ বাতিল করতে পারবেন। বাতিল করার বিকল্প বেছে নিলে, ট্রায়াল শেষ হওয়ার পরে, ট্রায়াল মেম্বারশিপকে পেড সাবস্ক্রিপশনে পরিবর্তন করা হবে না। ট্রায়ালের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত মেম্বারশিপে আপনার অ্যাক্সেস থাকবে।

আপনার পেড মেম্বারশিপ বাতিল করুন

 

  1. youtube.com/paid_memberships লিঙ্কে যান।
  2. মেম্বারশিপ ম্যানেজ করুন বিকল্পে ক্লিক করুন।​
  3. বন্ধ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. বাতিল করার জন্য চালিয়ে যান বিকল্পে ক্লিক করুন।
  5. বাতিল করার কারণ বেছে নিয়ে পরবর্তী বিকল্পে ক্লিক করুন।
  6. হ্যাঁ, বাতিল করতে চাই বিকল্পে ক্লিক করুন।

এখনই বাতিল করুন

How to cancel your YouTube Premium or YouTube Music Premium membership

বাতিল করতে কোনও সমস্যা হচ্ছে?

নিম্নলিখিতগুলির মধ্যে কোনও একটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা চেক করে দেখুন:
  1. Apple-এর তরফে আপনাকে এই চার্জ করা হয়েছে। আপনি YouTube iOS অ্যাপের মাধ্যমে যোগ দিলে, Apple অ্যাকাউন্ট থেকে আপনার পেড মেম্বারশিপ বাতিল করতে পারবেন।
  2. Google Play-এর তরফে আপনাকে এই চার্জ করা হয়েছে। Google Play-এর সাবস্ক্রিপশনের মাধ্যমে YouTube-এর পেড মেম্বারশিপ অ্যাক্সেস করলে, Google Play অ্যাকাউন্ট সেটিংস থেকে এটি বাতিল করতে পারবেন।
  3. আপনি আগেই বাতিল করে দিয়েছেন। youtube.com/paid_memberships লিঙ্কে গিয়ে আপনার অ্যাকাউন্টের পেড মেম্বারশিপ বিভাগ চেক করে আপনি কনফার্ম করতে পারবেন।
মনে রাখবেন:

YouTube-এর পেড মেম্বার হলে, বাতিল না করা পর্যন্ত আপনাকে প্রতিটি নতুন বিলিং চক্রের শুরুতে অটোমেটিক মেম্বারশিপ বাবদ দাম চার্জ করা হবে।

মেম্বারশিপ বাতিল করে দিলে, আবার সাবস্ক্রাইব না করা পর্যন্ত আপনাকে চার্জ করা হবে না। বিলিংয়ের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত YouTube-এ আপনার পেড মেম্বারশিপের সুবিধা পেতে থাকবেন।

Google Play Store থেকে পাওয়া রিফান্ড

Pixel Pass-এর সাবস্ক্রিপশনের মাধ্যমে YouTube Premium পরিষেবা পেলে, কীভাবে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করবেন সেই ব্যাপারে এখান থেকে আরও জানুন।
২০২২ থেকে যে সমস্ত Android ব্যবহারকারী নতুন গ্রাহক YouTube Premium এবং Music Premium-এ সাবস্ক্রাইব করবেন, তাদের বিলিং Google Play-এর মাধ্যমে করা হবে। এই পরিবর্তনের ফলে আগের সাবস্ক্রাইবারদের উপর কোনও প্রভাব পড়বে না। সাম্প্রতিক চার্জগুলি দেখতে ও আপনার বিলিং কীভাবে করা হয় সেই সম্পর্কিত তথ্য জানতে আপনি payments.google.com লিঙ্ক দেখতে পারেন। Google Play-তে করা কোনও কেনাকাটার জন্য রিফান্ডের অনুরোধ জানাতে এখানে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12508619817874627938
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false