বন্দুক, বন্দুকের অংশ ও সেই সম্পর্কিত প্রোডাক্ট

এই ধরনের কন্টেন্টে:

  • আগ্নেয়াস্ত্র, অপব্যবহার করা হলে গুরুতর শারীরিক ক্ষতি হতে পারে এমন খেলাধূলা বা বিনোদনের জন্য ব্যবহার করা বন্দুক অথবা আসল বন্দুকের মতো দেখতে বন্দুকের বিক্রি প্রচার করা হয়।

    যেমন: হ্যান্ডগান, রাইফেল, শটগান, শিকার করার বন্দুক, পুরনো দিনের কার্যকরী বন্দুক, এয়ারসফ্ট বন্দুক, পেন্টবল বন্দুক, বিবি বন্দুক ও 3D-প্রিন্ট করা বন্দুক

  • আগ্নেয়াস্ত্রের জন্য প্রয়োজনীয় বা সেটির কার্যকারিতা বাড়ায় এমন যন্ত্রাংশ, উপাদান অথবা সম্পূর্ণ বা অসম্পূর্ণ সরঞ্জাম বিক্রি প্রচার করা হয়।

    যেমন: গোলাবারুদ, গোলাবারুদের ক্লিপ, সাইলেন্সার, বন্দুকের জন্য বাইপড ও ট্রাইপড, স্টক, কনভার্সন কিট, বন্দুকের গ্রিপ, স্কোপ ও সাইট, বাম্প স্টক

  • আগ্নেয়াস্ত্র একত্রিত করা বা সেটির কার্যকারিতা বাড়ানো সম্পর্কে নির্দেশ থাকে।

এই সীমাবদ্ধতা বোঝার জন্য কিছু পরামর্শ

নিচের ছবিতে, ডানদিকের উদাহরণে বন্দুক, বন্দুকের অংশ ও সেই সম্পর্কিত প্রোডাক্ট সহ কন্টেন্ট দেখানো হয়েছে। এই কন্টেন্টের সাথে বিজ্ঞাপন দেখানো হলে, সেটির চাহিদা সীমিত হবে। তবে, বাঁদিকের উদাহরণে বন্দুক বা বন্দুকের অংশ সম্পর্কে শিক্ষামূলক কন্টেন্ট দেখানো হয়েছে এবং এর সাথে বিধিনিষেধ ছাড়াই বিজ্ঞাপন দেখানো যেতে পারে।

 

শব্দকোষ থেকে সাধারণত ব্যবহার করা হয় এমন নীতির শর্তাবলী এবং তাদের অর্থের বিষয়ে আরও জানুন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
478142163686565305
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false