YouTube Kids-এ অনুপযুক্ত ভিডিও সম্পর্কে অভিযোগ জানানো

YouTube Kids অ্যাপে পরিবারের সকলের জন্য উপযুক্ত অভিজ্ঞতা প্রদান করতে আমাদের টিম যথাসাধ্য চেষ্টা করে। তবে, আপনি কোনও অনুপযুক্ত ভিডিও দেখতে পেলে, সেটির বিষয়ে অভিযোগ জানিয়ে আমাদের সাহায্য করুন:

  1. যে ভিডিও সম্পর্কে অভিযোগ জানাতে চান সেটি দেখার পৃষ্ঠায় যান।
  2. ভিডিও প্লেয়ারের উপরের দিকের কোণে 'আরও' বিকল্পে ট্যাপ করুন।
  3. অভিযোগ জানান বিকল্পে ট্যাপ করুন।
  4. ভিডিও সম্পর্কে অভিযোগ জানানোর কারণটি বেছে নিন (অনুপযুক্ত দৃশ্য, অনুপযুক্ত অডিও বা অন্যান্য)।
কোনও অনুপযুক্ত ভিডিও সম্পর্কে অভিযোগ জানানোর সময় আপনি সাইন-ইন করে থাকলে, সেটি YouTube Kids অ্যাপে অটোমেটিক ব্লক হয়ে যায়।

অভিযোগ জানানো ভিডিওগুলি প্রতিদিন ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন পর্যালোচনা করা হয় এবং প্রয়োজন হলে সেগুলি YouTube Kids অ্যাপ থেকে সরিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, কোনও ভিডিও সম্পর্কে বারবার অভিযোগ জানানো হলেই যে সেটি অ্যাপ থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা বাড়বে এমন নয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7446612125549004439
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
false
false