Aspera ড্রপবক্স ব্যবহার করে আপলোড সংক্রান্ত সমস্যা ডায়াগনসিস করা

শুধু যেসব পার্টনার তাদের কপিরাইটযুক্ত কন্টেন্ট ম্যানেজ করার জন্য YouTube-এর কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন, শুধু তারাই এই ফিচারটি ব্যবহার করতে পারেন।

আপনার কি Aspera Dropbox ব্যবহার করে YouTube-এ কন্টেন্ট আপলোড করতে অসুবিধা হচ্ছে? সমস্যা শনাক্ত করে সমাধান করতে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন।

Aspera Dropbox প্রতি সপ্তাহে বুধবার প্যাসিফিক সময় রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা হয়। আপনি সেই সময় কন্টেন্ট আপলোড করলে, আপনার Aspera ক্লায়েন্ট Dropbox থেকে ডিসকানেক্ট করা অবস্থায় থাকতে পারে। সেটি হলে, ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করে Dropbox-এর সাথে আবার কানেক্ট করুন এবং সম্পূর্ণ মেটাডেটা ফাইল আবার ডেলিভার করুন।
Aspera ক্লায়েন্ট থেকে আপনার ড্রপবক্সে কানেক্ট করতে পারছেন কি?

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
false
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13716776942056544912
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false