কাজ করে এমন YouTube ফাইল ফর্ম্যাট

মনে রাখবেন: YouTube ভিডিও তৈরি করার জন্য MP3, WAV বা PCM ফর্ম্যাটের অডিও ফাইল আপলোড করা যাবে না। ভিডিও এডিটিং সফ্টওয়্যার ব্যবহার করে আপনার অডিও ফাইল ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন। ভিডিওর জন্য অতিরিক্ত ভাষা হিসেবেই শুধু অডিও ফাইল আপলোড করা যায়।

ভিডিও কোন ফর্ম্যাটে সেভ করতে হবে তা বুঝতে আপনার অসুবিধা হতে পারে অথবা আপলোড করার সময় "ভুল ফাইল ফর্ম্যাট" ত্রুটি মেসেজ দেখতে পেতে পারেন। এমন হলে, নিম্নলিখিত ফর্ম্যাটের যেকোনও একটি ব্যবহার করছেন কিনা তা ভাল করে দেখে নিন:

  • .MOV
  • .MPEG-1
  • .MPEG-2
  • .MPEG4
  • .MP4
  • .MPG
  • .AVI
  • .WMV
  • .MPEGPS
  • .FLV
  • 3GPP
  • WebM
  • DNxHR
  • ProRes
  • CineForm
  • HEVC (h265)

আপনি যদি এমন কোনও ফাইল ফর্ম্যাট ব্যবহার করে থাকেন যা উপরের তালিকায় নেই তাহলে ফাইল কনভার্ট করুন ও কীভাবে সেটি করবেন তা এই সমস্যার সমাধানকারী (ট্রাবলশুটার) দিয়ে দেখে নিন।

ফাইল ফর্ম্যাটের বিষয়ে আরও উন্নত তথ্য পেতে, এনকোডিং সেটিংস থেকে এই নিবন্ধ পড়ে দেখতে পারেন।

আপনি যে ফাইল ফর্ম্যাটে কনভার্ট করতে চান সেটি বেছে নিন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
false
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8385069862241019980
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false