YouTube Shorts ক্রিয়েটর কমিউনিটিতে যোগ দেওয়া

YouTube Shorts ক্রিয়েটর কমিউনিটির ক্রিয়েটর, YouTube Shorts কমিউনিটি পার্টনার ম্যানেজার (CPM) প্রোগ্রামের অ্যাক্সেস পেতে পারেন, যেটি Shorts নেভিগেট করার ব্যাপারে ক্রিয়েটরদের গাইড হিসেবে কাজ করে।

YouTube Shorts কমিউনিটি পার্টনার ম্যানেজার বলতে কী বোঝায়?

YouTube Shorts কমিউনিটি পার্টনার ম্যানেজারের উদ্দেশ্য হল Shorts ক্রিয়েটর কমিউনিটিকে শিখিয়ে তাদের কাজের মান আরও উন্নত করে দর্শক সংখ্যা বৃদ্ধি করা – এছাড়াও বিভিন্ন সুবিধার অ্যাক্সেস প্রদান করা যার মাধ্যমে ক্রিয়েটরদের কমিউনিটিতে যোগাযোগের পরিধি বাড়ানো, YouTube ও Shorts-এর ব্যাপারে গাইড করা ও YouTube-এ নিজের অভিজ্ঞতা সৃষ্টি করার ব্যাপারে সাহায্য করা যায়।

YouTube Shorts CPM যেসব উপায় অবলম্বন করে YouTube-এ ক্রিয়েটরদের সফল হতে সাহায্য করেন, তার মধ্যে মাত্র কয়েকটি ব্যাপারে নিচে বর্ণনা করা হল:

  • অনুপ্রাণিত ক্রিয়েটরদের ক্রমবর্ধমান নেটওয়ার্কের অ্যাক্সেস দেওয়া
  • Shorts সম্পর্কিত পেশাদার পদ্ধতি, নতুন ফিচার ও প্রাসঙ্গিক বিষয়ের উপর পরামর্শের ব্যাপারে নিয়মিত আপডেট দেওয়া
  • ক্রিয়েটর/ইন্ডাস্ট্রি ইভেন্ট ও ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য এক্সক্লুসিভ আমন্ত্রণ
  • লেটেস্ট প্রোডাক্ট ফিচার, নতুন প্রোগ্রামের লঞ্চ এবং Shorts-এর নতুন ফিচারের ব্যাপারে শিক্ষার আগেভাগে অ্যাক্সেস
  • Shorts টিমের সাথে সরাসরি মতামত শেয়ার করার সুযোগ

YouTube Shorts ক্রিয়েটর কমিউনিটিতে কারা যোগ দিতে পারবেন?

YouTube Shorts CPM কমিউনিটি অ্যাক্টিভ ক্রিয়েটরদের প্রতি ফোকাস করে এবং আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে চলা চ্যানেলদেরই শুধুমাত্র যোগ দেওয়ার সুযোগ অফার করে। কমিউনিটির Shorts ক্রিয়েটর, আরও নতুন Shorts তৈরি করা চালিয়ে গেলে এবং যোগ্যতার শর্ত পূরণ করলেও, কমিউনিটিতে বজায় থাকতে পারবেন। Shorts ক্রিয়েটর আর কোনও নতুন Shorts তৈরি না করলে অথবা যোগ্যতার শর্ত পূরণ না করলে, কমিউনিটিতে থাকার অ্যাক্সেস হারাতে পারেন।

সাধারণভাবে আমরা নিম্নলিখিত চ্যানেলের সাথে কাজ করি:

  • যেসব চ্যানেল সেইসব দেশ/অঞ্চলে অবস্থিত বা তার দিকে ফোকাস করে যেখানে Shorts কমিউনিটি পার্টনার ম্যানেজার উপলভ্য আছেন
  • যেসব ক্রিয়েটরের চ্যানেল বেশিরভাগ সময় Shorts ভিডিওই তৈরি করেন
  • যেসব চ্যানেল Shorts-এর ব্যাপারে প্রায়ই পোস্ট করতে থাকেন
  • যেসব চ্যানেলের দর্শক সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে
  • যেসব চ্যানেল কোনও কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক পায়নি
  • যেসব চ্যানেলে একটির বেশি নিষ্পত্তি না হওয়া কপিরাইট স্ট্রাইক নেই
  • যেসব চ্যানেল Shorts মনিটাইজেশন নীতি মেনে চলে
  • যেসব চ্যানেল আমাদের বিজ্ঞাপনদাতার অনুকূল নির্দেশিকা মেনে চলে
  • যারা বিভিন্ন কমিউনিটি ইভেন্ট, ওয়ার্কশপ ও একই ধরনের অন্যান্য আলাপ-আলোচনায় যোগ দেওয়ার সময় যোগদানকারী সব ক্রিয়েটর ও কমিউনিটি পার্টনার ম্যানেজারের প্রতি সম্মানসূচক আচরণ করেন

আমাদের YouTube Shorts ক্রিয়েটর কমিউনিটিতে শুধুমাত্র আমন্ত্রিতরাই যোগ দিতে পারবেন। আমন্ত্রণ পাওয়ার জন্য আবেদন করতে, YouTube ক্রিয়েটর সাইটে আমাদের পৃষ্ঠায় যান

YouTube Shorts কমিউনিটি সম্পর্কে আরও জানুন

YouTube Shorts CPM কমিউনিটিতে যোগ দেওয়ার জন্য কোন কোন দেশ/অঞ্চল উপযুক্ত বলে বিবেচিত হয়?

  • আর্জেন্টিনা
  • অস্ট্রেলিয়া
  • অস্ট্রিয়া
  • বাহরিন
  • বেলজিয়াম
  • বলিভিয়া
  • ব্রাজিল
  • কানাডা
  • চিলি
  • কলম্বিয়া
  • কোস্টা রিকা
  • কিউবা
  • ডেনমার্ক
  • ডোমিনিকান রিপাবলিক
  • ইকুয়েডর
  • মিশর
  • এল সালভাদোর
  • ফিনল্যান্ড
  • ফ্রান্স
  • জার্মানি
  • ঘানা
  • গুয়াতেমালা
  • হন্ডুরাস
  • ভারত
  • ইন্দোনেশিয়া
  • ইরাক
  • আয়ারল্যান্ড
  • জাপান
  • জর্ডন
  • কেনিয়া
  • কুয়েত
  • লেবানন
  • লিবিয়া
  • লুক্সেমবুর্গ
  • মালয়েশিয়া
  • মেক্সিকো
  • মরক্কো
  • নিকারাগুয়া
  • নাইজেরিয়া
  • নরওয়ে
  • ওমান
  • পাকিস্তান
  • পানামা
  • প্যারাগুয়ে
  • পেরু
  • ফিলিপিন্স
  • পুয়ের্তো রিকো
  • কাতার
  • সৌদি আরব
  • সিঙ্গাপুর
  • দক্ষিণ আফ্রিকা
  • দক্ষিণ কোরিয়া
  • স্পেন
  • সুইডেন
  • সুইজারল্যান্ড
  • থাইল্যান্ড
  • নেদারল্যান্ড
  • তিউনিশিয়া
  • তুরস্ক
  • সংযুক্ত আরব আমিরশাহী
  • যুক্তরাজ্য
  • মার্কিন যুক্তরাষ্ট্র
  • উরুগুয়ে
  • ভেনেজুয়েলা
  • ভিয়েতনাম

YouTube Shorts কমিউনিটি পার্টনার ম্যানেজারের জন্য কি কোনও খরচ বহন করতে হয়?

না, Shorts কমিউনিটি পার্টনার ম্যানেজার একটি পরিষেবা তাই এর জন্য আপনাকে কোনও খরচ বহন করতে হয় না।

YouTube Shorts কমিউনিটি পার্টনার ম্যানেজার কি পার্টনার ম্যানেজারের থেকে আলাদা?

YouTube Shorts CPM কমিউনিটি ও YouTube পার্টনার ম্যানেজার প্রোগ্রাম হল দুটি ভিন্ন প্রোগ্রাম যাদের যোগ্যতার শর্ত ও অফার করা পরিষেবা একে অপরের থেকে আলাদা।

YouTube Shorts CPM কমিউনিটি, দ্রুত বেড়ে চলা Shorts ক্রিয়েটরদের একটি বড় কমিউনিটিকে ম্যানেজ করে। পার্টনার ম্যানেজার প্রোগ্রাম স্বতন্ত্র ক্রিয়েটরদের ব্যক্তিগত লেভেলে YouTube বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে সহায়তা করে।

আমি জানতে পারলাম যে আমাকে এর জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হয়নি। আমার কী করতে পারি?

চিন্তা করবেন না! এখনও অনেক রিসোর্স আছে যার মাধ্যমে আপনার চ্যানেলকে আরও বাড়াতে পারবেন:

আমার পাওয়া ইমেলের সবকটি প্রকৃতই YouTube টিমের পক্ষ থেকে পাঠানো হয়েছে কিনা তা কীভাবে বুঝতে পারব?

আমরা জানি ক্রিয়েটররা তাদের চ্যানেলের ব্যাপারে অনেক ইমেল পান। কোনও ইমেল প্রকৃতই YouTube টিমের পক্ষ থেকে পাঠানো হয়েছে কিনা তা চেক করার জন্য:

  • ইমেলের ডোমেন চেক করুন: ইমেলটি @google.com, @youtube.com অথবা @partnerships.withyoutube.com ইমেল আইডি থেকে পাঠানো হয়েছে কিনা তা দেখুন। এগুলি ছাড়া অন্য যেকোনও ডোমেন থেকে আসা ইমেল যদি YouTube বা Google হিসেবে নিজের পরিচয় দেয়, তাহলে সেগুলি সম্ভবত নকল।
  • লিঙ্ক চেক করুন: ইমেলের মধ্যে থাকা লিঙ্ক বা ফর্মের URL-এর শেষে youtube.com, withgoogle.com, withyoutube.com, youtube.secure.force.com বা youtube.force.com আছে কিনা তা ভাল করে দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

true
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
9163830243366686618
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false