'ভিডিও চ্যাপ্টার' কোনও ভিডিওকে স্বতন্ত্র প্রিভিউ সহ কয়েকটি বিভাগে ভাগ করে দেয়। 'ভিডিও চ্যাপ্টার' ব্যবহার করে কোনও ভিডিওর প্রতিটি অংশে আলাদা তথ্য ও বিভাগ যোগ করা যায় যাতে আপনি সহজেই ভিডিওটির বিভিন্ন অংশ আবার দেখতে পারেন। ক্রিয়েটররা প্রতিটি আপলোড করা ভিডিওতে নিজস্ব 'ভিডিও চ্যাপ্টার' যোগ করতে পারেন বা 'অটোমেটিক তৈরি হওয়া ভিডিও চ্যাপ্টার' সেট করতে পারেন। ট্রান্সক্রিপ্টে চ্যাপ্টার দেখা যেতে পারে। এছাড়াও, ক্রিয়েটররা যেকোনও সময় YouTube Studio-তে 'অটোমেটিক তৈরি হওয়া ভিডিও চ্যাপ্টার' বন্ধ করতে পারেন।
মনে রাখবেন: এখনও পর্যন্ত আপনার কাছে চ্যাপ্টার তৈরির ফিচারটির অ্যাক্সেস না থাকলে উন্নত ফিচার অ্যাক্সেস করার জন্য় আবেদন করুন।
How to Add Chapters to Your Videos Using Timestamps
আপনার নিজের চ্যানেলে 'ভিডিও চ্যাপ্টার' যোগ করতে হলে:
- YouTube Studio-তে সাইন-ইন করুন।
- বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
- যে ভিডিও এডিট করতে চান তাতে ক্লিক করুন।
- 'বিবরণে' টাইমস্ট্যাম্প এবং নামের তালিকা যোগ করুন।
- আপনার প্রথম টাইমস্ট্যাম্প যেন অবশ্যই ০০:০০ হয়।
- আপনার ভিডিওর তিনটি টাইমস্ট্যাম্প যেন সময়ের ক্রম অনুযায়ী পরপর তালিকাভুক্ত থাকে।
- কোনও 'ভিডিও চ্যাপ্টার' নূন্যতম ১০ সেকেন্ডের হতে পারে।
৫. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
মনে রাখবেন: এই বিকল্প বেছে নিলে, 'অটোমেটিক তৈরি হওয়া ভিডিও চ্যাপ্টার' ওভাররাইড হয়ে যাবে।
'অটোমেটিক তৈরি হওয়া ভিডিও চ্যাপ্টার' ব্যবহার করতে:
- YouTube Studio-তে সাইন-ইন করুন।
- বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
- যে ভিডিও এডিট করতে চান তাতে ক্লিক করুন।
- আরও দেখুন বিকল্পে ক্লিক করুন এবং অটোমেটিক তৈরি হওয়া চ্যাপ্টারের মধ্যে থাকা “অটোমেটিক চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ মুহূর্তের অনুমতি দিন (উপলভ্য ও উপযুক্ত হলে)” বিকল্প বেছে নিন। ডিফল্ট হিসেবে, সব নতুন ভিডিও আপলোড করার সময় এই বক্সে টিকচিহ্ন দেওয়া থাকবে। এছাড়াও, আপনি বাল্কে 'অটোমেটিক ভিডিও চ্যাপ্টার তৈরি' করতে অনুমতি দিতে পারেন।
- সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
মনে রাখবেন: সব ভিডিওতে 'অটোমেটিক চ্যাপ্টার তৈরি হওয়ার' সুবিধা থাকে না এবং সব উপযুক্ত ভিডিওতেও 'অটোমেটিক তৈরি হওয়া চ্যাপ্টার' থাকে না। কোনও চ্যানেলে অ্যাক্টিভ স্ট্রাইক থাকলে বা ভিডিওর কন্টেন্ট সমস্ত দর্শকদের পক্ষে উপযুক্ত না হলে, 'ভিডিও চ্যাপ্টার' ফিচার ব্যবহার করা যাবে না।
কোনও নির্দিষ্ট ভিডিওর ক্ষেত্রে 'অটোমেটিক তৈরি হওয়া ভিডিও চ্যাপ্টার' বাদ দিতে:
কোনও নির্দিষ্ট ভিডিওর ক্ষেত্রে 'অটোমেটিক তৈরি হওয়া ভিডিও চ্যাপ্টার' বাদ দিতে:
- YouTube Studio-তে সাইন-ইন করুন।
- বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
- যে ভিডিও এডিট করতে চান তাতে ক্লিক করুন।
- আরও দেখুন বিকল্পে ক্লিক করুন এবং অটোমেটিক তৈরি হওয়া চ্যাপ্টার বিকল্পের অধীনে “অটোমেটিক চ্যাপ্টারের অনুমতি দিন (উপলভ্য ও উপযুক্ত হলে)”।
- সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
মনে রাখবেন: আপনি একসাথে অনেক 'অটোমেটিক ভিডিও চ্যাপ্টার তৈরি' করা বন্ধ করে দিতে পারেন।
'অটোমেটিক তৈরি হওয়া ভিডিও চ্যাপ্টার' ব্যবহার করা বন্ধ করতে:
- YouTube Studio-তে সাইন-ইন করুন।
- সেটিংস বিকল্পে ক্লিক করুন।
- এরপর আপলোডের ডিফল্ট সেটিংস বিকল্পে ক্লিক করুন।
- উন্নত সেটিংস বিকল্পে ক্লিক করুন ও "অটোমেটিক চ্যাপ্টারের অনুমতি দিন (উপলভ্য ও উপযুক্ত হলে)" বিকল্প থেকে টিকচিহ্ন সরান।
- সেভ করুন বিকল্পে ক্লিক করুন।