Studio কন্টেন্ট ম্যানেজারে রিপোর্ট ডাউনলোড করা

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এইসব ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যাক্সেস পেতে আপনার YouTube পার্টনার ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।
Studio কন্টেন্ট ম্যানেজার থেকে আপনার চূড়ান্ত উপার্জন ও পারফর্ম্যান্স ডেটার .CSV ফাইল ডাউনলোড করতে পারবেন। এই রিপোর্ট অটোমেটিক জেনারেট করা হয় এবং ৬০ দিন পর্যন্ত উপলভ্য থাকে। ডেটা রেকর্ড করা সংক্রান্ত নীতি মেনে চলতে, রিপোর্টগুলি ৬০ দিন পরে মুছে দেওয়া হয়।

আপনার রিপোর্ট ডাউনলোড করুন

Studio কন্টেন্ট ম্যানেজারে রিপোর্ট খুঁজে নিয়ে ডাউনলোড করতে:

  1. Studio কন্টেন্ট ম্যানেজারে সাইন-ইন করুন
  2. বাঁদিকের মেনু থেকে, রিপোর্ট আইকনটি বেছে নিন।
  3. পৃষ্ঠার উপর দিক থেকে, আপনি যে ধরনের রিপোর্ট ডাউনলোড করতে চান তা বেছে নিন। রিপোর্টের ধরন সম্পর্কে আরও জানুন
  4. “ভিউ” বিকল্পের পাশে থাকা, সাপ্তাহিক বা মাসিক বিকল্প বেছে নিন।
    • সাপ্তাহিক রিপোর্টে ডিফল্ট হিসেবে গত ২ মাসের রিপোর্ট দেখা যায়। ২ মাসের বেশি পুরনো রিপোর্ট আমাদের ডেটাবেস থেকে মুছে দেওয়া হয়।
    • যেসব মাসিক রিপোর্টে উপার্জনের বিবরণ থাকে, সেগুলি ডিফল্ট হিসেবে শেষ ২ মাসের তথ্য দেখায়। ভিউ বড় করে গত মাসের উপার্জনের মোট পরিমাণ দেখতে পারবেন।
  5. রিপোর্টের যে ভার্সন ডাউনলোড করতে চান (যেমন, ভার্সন 1.0, ভার্সন 1.1) তা বেছে নিন।
  6. ডাউনলোড করতে রিপোর্টের নামে ক্লিক করুন।
Macintosh-এ Microsoft Excel-এর UTF-8 এনকোডিং কাজ করে না। আপনার মেটাডেটায় ল্যাটিন ছাড়া অন্য ভাষার অক্ষর থাকলে Google Sheets-এর মতো অন্য কোনও স্প্রেডশিট অ্যাপ্লিকেশন ব্যবহার করুন।

উপলভ্য রিপোর্ট

ফাইন্যান্সিয়াল সামারি

“ফাইন্যান্সিয়াল সামারি” ট্যাবে পেমেন্ট সামারি রিপোর্ট থাকে। এই রিপোর্ট থেকে এক নজরে আপনার উপার্জন ও অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে জানতে পারবেন। এটি সাধারণত প্রতি মাসের ১৭ তারিখের পরে প্রকাশিত হয়।

পেমেন্ট সামারি রিপোর্ট
রিপোর্টের নাম বিবরণ
পেমেন্ট সামারি পেমেন্ট সামারি রিপোর্টে উপার্জনের ধরন অনুসারে (যেমন, বিজ্ঞাপন, সাবস্ক্রিপশন, ট্রানজ্যাকশন থেকে পাওয়া) আপনার মোট উপার্জন অন্তর্ভুক্ত থাকে। এতে অ্যাডজাস্টমেন্টও অন্তর্ভুক্ত থাকে। এই রিপোর্টে মার্কিন ডলার (USD) ও আপনার পেমেন্টের মুদ্রাতে মোট উপার্জন দেখানো হয়।

ফাইন্যান্সিয়াল রিপোর্ট

এইসব রিপোর্টে উপার্জনের চূড়ান্ত ডেটা অন্তর্ভুক্ত থাকে এবং এগুলি সাধারণত প্রতি মাসের ১০ থেকে ১৪ তারিখের মধ্যে প্রকাশ করা হয়।

ফাইন্যান্সিয়াল রিপোর্ট
রিপোর্টের নাম বিবরণ
বিজ্ঞাপন থেকে হওয়া উপার্জন

বিজ্ঞাপন থেকে হওয়া উপার্জনের রিপোর্টে বিজ্ঞাপন দেখানো যায় এমন ভিডিও সম্পর্কিত উপার্জন ও ভিউ অন্তর্ভুক্ত থাকে।

সাবস্ক্রিপশন থেকে হওয়া উপার্জন সাবস্ক্রিপশন থেকে হওয়া উপার্জনের রিপোর্টে YouTube Music, Google Play Music এবং YouTube Premium থেকে হওয়া উপার্জন অন্তর্ভুক্ত থাকে।
ট্রানজ্যাকশন থেকে হওয়া উপার্জন 

ট্রানজ্যাকশন থেকে হওয়া উপার্জনের রিপোর্টে সিনেমা ভাড়া নেওয়া (EST) এবং ভিডিও ভাড়া নেওয়া (VOD) থেকে হওয়া উপার্জন অন্তর্ভুক্ত থাকে।

ট্রানজ্যাকশন থেকে হওয়া উপার্জনের রিপোর্ট শুধু মুভি ও টিভি পার্টনারদের জন্য উপলভ্য।

অডিও টিয়ার থেকে উপার্জন অডিও টিয়ার থেকে হওয়া উপার্জনের রিপোর্টে সেইসব ব্যবহারকারীর YouTube Music থেকে হওয়া উপার্জন অন্তর্ভুক্ত থাকে যারা:
  • চাহিদা অনুযায়ী নয় এমন রেডিওর মতো অভিজ্ঞতা ব্যবহার করছেন
  • এমন ডিভাইসে Google Assistant ব্যবহার করছেন যেখানে স্ক্রিন নেই (যেমন, Google Home)
বিজ্ঞাপন থেকে অ্যাডজাস্ট করা উপার্জন

বিজ্ঞাপন থেকে অ্যাডজাস্ট করা উপার্জন সংক্রান্ত রিপোর্টে বিজ্ঞাপন থেকে অ্যাডজাস্টমেন্টের পরে হওয়া উপার্জন সম্পর্কে সংক্ষেপে জানা যায়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে বিরোধ আছে এমন মনিটাইজেশন থেকে হওয়া উপার্জন এবং অ্যাসেটের ব্যাপারে বিবাদের নিষ্পত্তির পরে হওয়া উপার্জন।

কোনও মাসে অ্যাডজাস্টমেন্ট করা হলে, শুধুমাত্র তখনই এই রিপোর্ট প্রকাশ করা হয়।

চ্যানেল লেভেল অ্যাডজাস্টমেন্ট

যেসব চ্যানেল YouTube চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতি লঙ্ঘন করেছে, সেই চ্যানেলের বিরুদ্ধে চ্যানেল লেভেল অ্যাডজাস্টমেন্ট রিপোর্টে প্রযোজ্য ক্ষেত্রে টাকা কেটে নেওয়া এবং আবার ইঞ্জেক্ট করার মতো ঘটনা অন্তর্ভুক্ত। চ্যানেল এবং সেটির কারেন্সি কোডের মাধ্যমে এই রিপোর্ট ভেঙে দেখানো হয়েছে এবং এর মধ্যে টাকা কেটে নেওয়ার কারণ অন্তর্ভুক্ত।


এই রিপোর্ট শুধুমাত্র নন-মিউজিক CMS পার্টনার এবং MCN-A পার্টনারদের জন্য উপলভ্য।

সাবস্ক্রিপশন থেকে অ্যাডজাস্ট করা উপার্জন

সাবস্ক্রিপশন থেকে অ্যাডজাস্ট করা উপার্জনের রিপোর্টে, সাবস্ক্রিপশন থেকে অ্যাডজাস্ট করা উপার্জনের সংক্ষিপ্ত বিবরণ থাকে।

কোনও মাসে অ্যাডজাস্টমেন্ট করা হলে, শুধুমাত্র তখনই এই রিপোর্ট প্রকাশ করা হয়।

পেড ফিচার পেড ফিচারের রিপোর্টে যেসব জায়গা থেকে হওয়া উপার্জন অন্তর্ভুক্ত থাকে সেগুলি হল:
  • Super Chat কেনাকাটা (SCT)
  • মেম্বারশিপ (SPT)
  • Super Stickers (SST)
  • BrandConnect (YTBC)
অন্যান্য রিপোর্ট কাস্টম রিপোর্ট (সব ব্যবহারকারীর জন্য উপলভ্য নয়)।

পারফর্ম্যান্স রিপোর্ট

পারফর্ম্যান্স রিপোর্ট সাধারণত সপ্তাহে একবার প্রকাশ করা হয়। কিছু কিছু রিপোর্ট আরও ঘনঘন প্রকাশ করা হতে পারে। নিম্নলিখিত পারফর্ম্যান্স রিপোর্ট উপলভ্য আছে:

  • ভিডিও রিপোর্ট
  • অ্যাসেট রিপোর্ট
  • রেফারেন্স রিপোর্ট
  • দাবির রিপোর্ট
  • ক্যাম্পেন পারফর্ম্যান্স রিপোর্ট
পারফর্ম্যান্স রিপোর্ট
রিপোর্টের নাম বিবরণ
ভিডিও ভিডিও রিপোর্টের মধ্যে এগুলি অন্তর্ভুক্ত রয়েছে:
  • ভিডিও স্ট্যাটাস
  • বিজ্ঞাপন চালু করা
  • ভিউয়ের সংখ্যা
  • অ্যাসেট আইডি
  • নীতি

ভিডিও রিপোর্ট সপ্তাহে ৩ বার উপলভ্য হয়। এতে উপার্জন সংক্রান্ত ডেটা অন্তর্ভুক্ত থাকে না।  

যদি কোনও ভিডিওর উপর একাধিক অ্যাসেটের দাবি থাকে, সেক্ষেত্রে এক সেট অ্যাসেট মেটাডেটা থাকলেও অ্যাসেট আইডি কলামে একাধিক অ্যাসেট আইডি দেখা যাবে।

অ্যাসেট অ্যাসেট রিপোর্টে আপনার অ্যাসেট সম্পর্কিত সব জরুরি বিবরণ দেওয়া থাকে। ৩টি অ্যাসেট রিপোর্ট উপলভ্য আছে: 
  • অ্যাসেট রিপোর্ট
  • অ্যাসেট সংক্রান্ত বিবাদের রিপোর্ট
  • অ্যাসেট (শেয়ার) রিপোর্ট
এই রিপোর্টে অন্তর্ভুক্ত যেসব তথ্য অন্য রিপোর্ট থেকে পাওয়া যাবে না, সেগুলির মধ্যে রয়েছে:
  • মালিকানা অঞ্চল
  • অ্যাসেটের ধরন
  • কনস্টিটুয়েন্ট অ্যাসেট আইডি
  • অ্যাক্টিভ ও ইন্যাক্টিভ রেফারেন্স
  • মিলে যাওয়া সংক্রান্ত নীতি
এই ডকুমেন্ট সেইসব পার্টনারের কাজে আসবে যারা এগুলি করতে চাইছেন:
  • একটি অ্যাসেটের সেট চেক করে দেখতে চাইছেন যে মালিকানা সংক্রান্ত তথ্য সঠিক কিনা
  • মূল অ্যাসেট আইডিটি সিন্থেসাইজ করা অ্যাসেট আইডিতে ম্যাপ করতে চাইলে
  • মিলে যাওয়া সংক্রান্ত নির্দিষ্ট নীতি আছে এমন সব অ্যাসেট দেখা
এইসব রিপোর্ট প্রতিদিন (যদি উপলভ্য থাকে) প্রকাশ করা হয়। 
রেফারেন্স

রেফারেন্স রিপোর্ট থেকে এক নজরে সব অ্যাক্টিভ রেফারেন্স ফাইল ও সংশ্লিষ্ট মিল দেখা যায়।

দাবি

দাবির রিপোর্ট থেকে অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্ট সব প্রযোজ্য দাবির সম্পূর্ণ তালিকা দেখা যাবে, যার মধ্যে প্রতিটি দাবির অ্যাট্রিবিউট ও সেটিংসও অন্তর্ভুক্ত থাকে। 

ক্যাম্পেন

উপযুক্ত ভিডিওর ক্যাম্পেন কার্ডে কতবার ক্লিক করা হয়েছে তা ক্যাম্পেন পারফর্ম্যান্স রিপোর্ট থেকে জানতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14699018182434183079
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false