আপনার ভিডিওর দর্শক 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা আছে কিনা চেক করা

আইন অনুযায়ী চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (COPPA) এবং/অথবা অন্যান্য আইন ক্রিয়েটরদের মেনে চলতে হবে। এটি আপনার লোকেশনের উপর নির্ভর করে না। আপনার ভিডিও বাচ্চাদের জন্য তৈরি কিনা তা আমাদের জানাতে হবে। 

আপনি যাতে এইসব আইন মেনে চলতে পারেন সেই বিষয়ে সাহায্য করতে, নভেম্বর ২০১৯-এ, আমরা YouTube Studio-তে একটি নতুন দর্শক সেটিং চালু করেছি। এই সেটিংয়ে, আপনার কন্টেন্ট বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে কিনা তা উল্লেখ করতে পারবেন। আপনার দর্শক সেট করতে পারবেন:

  • চ্যানেল লেভেলে, আপনার আসন্ন এবং আগে থেকেই থাকা সব কন্টেন্ট 'বাচ্চাদের জন্য তৈরি' কিনা তা সেট করতে পারবেন। 
  • অথবা ভিডিও লেভেলে। এই বিকল্প বেছে নিলে, 'বাচ্চাদের জন্য তৈরি' কিনা সেই হিসেবে আপনাকে প্রতিটি আগে থেকে থাকা এবং নতুন ভিডিওর দর্শক সেট করতে হবে। 

আপনার ভিডিওর দর্শক 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা আছে কিনা তা চেক করা

আপনি নিজে বা YouTube-এর মাধ্যমে ভিডিও 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা আছে কিনা তা চেক করতে পারবেন। আপনার কন্টেন্ট 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা থাকলে কী হবে তা জানুন।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. ফিল্টার করুন  বিকল্পে ক্লিক করুন এবং ফিল্টার বেছে নিন:
    • 'বাচ্চাদের জন্য তৈরি' (আপনি সেট করেছেন): 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে আপনার সেট করা সবকটি ভিডিও। 
    • 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে সেট করা হয়েছে (YouTube সেট করেছে): 'বাচ্চাদের জন্য তৈরি' হিসেবে YouTube-এর সেট করা সবকটি ভিডিও।
    • বাচ্চাদের জন্য তৈরি নয়: 'বাচ্চাদের জন্য তৈরি নয়' হিসেবে আপনার সেট করা সবকটি ভিডিও। 
    • সেট করা হয়নি: "বাচ্চাদের জন্য তৈরি" সেটিং প্রয়োগ না করা সবকটি ভিডিও।  

তাছাড়া, আপনি মোবাইল ডিভাইস ব্যবহার করে YouTube Studio অ্যাপে আরোপিত বিধিনিষেধ চেক করেও দেখতে পারেন।

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3859015354843288511
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false