আপনার কন্টেন্ট "বাচ্চাদের জন্য তৈরি" কিনা তা সিদ্ধান্ত নেওয়া

আপনি যেকোনও জায়গাতেই থাকুন না কেন, বাচ্চাদের জন্য বানানো আপনার ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডেরাল ট্রেড কমিশনের (FTC) সাথে করা চুক্তি অনুসারে বানানো হয়েছে কিনা এবং এগুলি আপনাকে চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (COPPA) এবং/অথবা অন্যান্য প্রযোজ্য আইন মেনে চলতে সাহায্য করবে কিনা তা আমাদের জানাতে হবে। আপনার কন্টেন্ট আইনসম্মতভাবে উপস্থাপন না করলে YouTube-এ সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে অথবা COPPA ও অন্যান্য প্রযোজ্য আইন অনুসারে আপনার উপর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

"বাচ্চাদের জন্য তৈরি" কন্টেন্ট বলতে কি বোঝায় সে বিষয়ে আমরা কিছু নির্দেশিকা এখানে জানাচ্ছি তবে কোনও আইনি পরামর্শ আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনার ভিডিও এই স্ট্যান্ডার্ড মেনে চলছে কিনা সে বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে না পারেন, সেক্ষেত্রে আমাদের সাজেশন হল আপনি কোনও বিশেষজ্ঞের থেকে আইনি পরামর্শ নিন।

মনে রাখবেন: নিজের কন্টেন্ট "বাচ্চাদের জন্য তৈরি" কিনা তা YouTube ক্রিয়েটর যাতে সহজে সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য ২০১৯ সালের নভেম্বর মাসে FTC আরও কিছু তথ্য প্রকাশ করেছে। আপনি FTC-র ব্লগ থেকে আরও জানতে পারবেন।
বাচ্চাদের জন্য তৈরি 'বাচ্চাদের জন্য তৈরি' নয়

'বাচ্চাদের জন্য তৈরি' কন্টেন্ট হতে পারে এমন কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হল:

  • বাচ্চারাই এই ভিডিওর প্রাথমিক দর্শক।
  • বাচ্চারা প্রাথমিক দর্শক না হলেও, বাচ্চারা এই ভিডিও দেখতে পারে কারণ এতে এমন অভিনেতা, চরিত্র, অ্যাক্টিভিটি, গেম, গান, গল্প বা অন্যান্য বিষয়বস্তু রয়েছে যা বাচ্চাদের উদ্দেশ্যে তৈরি বলে বিবেচিত হয়ে থাকে।

আরও নির্দেশিকা নিচে দেখুন।

'বাচ্চাদের জন্য তৈরি' কন্টেন্ট নাও হতে পারে এমন কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হল:

  • এমন কন্টেন্ট যাতে যৌনতাপূর্ণ থিম, হিংসা, অশ্লীলতা অথবা প্রাপ্তবয়স্কদের অন্যান্য থিম রয়েছে সেগুলি বাচ্চাদের পক্ষে উপযুক্ত নয়।
  • বয়স সংক্রান্ত বিধিনিষেধ যুক্ত ভিডিও যা ১৮ বছরের কম বয়সী দর্শকদের জন্য উপযুক্ত নয়।

আরও নির্দেশিকা নিচে দেখুন।

 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

9554182380719066023
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
false
false
false
false