কমেন্টে স্প্যাম ম্যানেজ করা

আমরা মন্তব্য মডারেট করার অভিজ্ঞতা আরও সরল করে দিয়েছি এবং YouTube Studio-তে "পর্যালোচনার জন্য হোল্ডে আছে" ও "সম্ভাব্য স্প্যাম" ট্যাব দুটি মার্জ করে দিয়েছি। বর্তমানে পর্যালোচনার কারণে YouTube অটোমেটিক হোল্ডে রেখেছে এমন মন্তব্য "পর্যালোচনার জন্য হোল্ডে আছে" ট্যাবে ৬০ দিন পর্যন্ত দেখানো হবে।

"অভিযোগ করুন" বা "স্প্যাম বা অপব্যবহার হিসেবে অভিযোগ করুন" বিকল্প কমিউনিটিকে স্প্যাম মন্তব্য নিয়ন্ত্রণ করার সুবিধা দেয়।

কোনও মন্তব্য স্প্যাম হিসেবে অভিযোগ করুন

যেকোনও ব্যক্তি কোনও কমেন্টকে স্প্যাম হিসেবে চিহ্নিত করতে পারে। এটি করতে হলে কোনও ভিডিও বা চ্যানেলের কমেন্ট বিভাগ থেকে যা যা করতে হবে:

  1. যে কমেন্টটি স্প্যাম হিসেবে চিহ্নিত করতে চান তা খুঁজে বের করুন।
  2. এরপর 'আরও '' এবং তারপর অভিযোগ জানান' বিকল্প বেছে নিন।
  3. এরপর অযাচিত ব্যবসায়িক কন্টেন্ট বা স্প্যাম এবং অভিযোগ জানান বিকল্প বেছে নিন।

ক্রিয়েটররা YouTube Studio-তে কমেন্ট পর্যালোচনা করার সময়েও স্প্যামের অভিযোগ জানাতে পারেন।

'অভিযোগ জানান'  ফিচারটি সাবধানে ব্যবহার করুন। কেউ এই সুবিধার অপব্যবহার করলে, তার উপর YouTube ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। 

স্প্যাম আন্দাজ করে যেসব কমেন্ট হোল্ডে রাখা হয়েছে তা পর্যালোচনা করুন 

আপনার ভিডিও বা চ্যানেলে স্প্যাম হিসেবে চিহ্নিত করা কমেন্টগুলি পর্যালোচনা করতে:

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কমেন্ট বিকল্পটি বেছে নিন।
  3. এরপর পর্যালোচনার জন্য হোল্ডে রাখা ট্যাব বেছে নিন।
মনে রাখবেন: আপনার কন্টেন্টে কোনও কমেন্ট স্প্যাম হিসেবে অভিযোগ করা হলে তা 'পর্যালোচনার জন্য হোল্ডে রাখা' ট্যাবের নিচের দিকে দেখানো হবে। এই কমেন্টগুলি “সম্ভবত স্প্যাম” হিসেবে লেবেল করা থাকবে।

'পর্যালোচনা করার জন্য হোল্ডে রাখা' ট্যাব থেকে আপনি যা যা বেছে নিতে পারবেন:

  • কমেন্ট আনুমোদন  করতে
  • কমেন্ট সরিয়ে দিতে
  • কমেন্টটি স্প্যাম বা অপব্যবহার হিসেবে অভিযোগ জানাতে
  • ব্যবহারকারীকে আপনার চ্যানেলে লুকিয়ে দিতে

স্প্যামের বিষয়টি বুঝুন

স্প্যাম এমন ধরনের কন্টেন্ট বা যোগাযোগের অংশ যা নেতিবাচক অভিজ্ঞতা প্রদান করে, কারণ এটি আরও প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ কন্টেন্ট খুঁজে পেতে বাধা দেয়। কখনও কখনও YouTube-এ ব্যবহারকারীদের কাছে প্রচুর পরিমাণে অবাঞ্ছিত মেসেজ পাঠানোর জন্য এটি ব্যবহার করা হতে পারে। 

মন্তব্যের টেক্সট বা নির্দিষ্ট মন্তব্যকারীর আচরণের ভিত্তিতে YouTube স্প্যাম শনাক্ত করে। যেমন, বারবার কমেন্ট পোস্ট করলে তা স্প্যাম হিসেবে চিহ্নিত হতে পারে।

নিজের ভিডিওর ক্ষেত্রে আপলোডাররা অতিরিক্ত উপায়ে কমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণ করতে পারে। আপনার কমেন্ট সবাইকে দেখানোর আগেই তারা এটি পর্যালোচনা করতে বা সরিয়ে দিতে পারে। এছাড়াও আপলোডার কোনও স্প্যাম হিসেবে চিহ্নিত কমেন্ট থেকে সেই অভিযোগ সরিয়ে দিতে পারে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

কোনও কমেন্ট স্প্যাম হিসেবে অভিযোগ জানানোর পর কী হয়?

কোনও কমেন্ট সম্পর্কে স্প্যাম হওয়ার অভিযোগ উঠলে তা ৬০ দিন পর্যন্ত YouTube Studio-এর কমেন্ট বিভাগে পর্যালোচনা করার জন্য রাখা থাকে।

কোনও কমেন্ট স্প্যাম হিসেবে চিহ্নিত করার পর কি আবার তা থেকে সেই অভিযোগ সরিয়ে দিতে পারি?

না। আপনি কোনও কমেন্টকে একবার স্প্যাম হিসেবে চিহ্নিত করার পর তা থেকে এই অভিযোগ আর সরিয়ে নিতে পারবেন না।
খুব সতর্কতার সাথে "স্প্যাম বা অপব্যবহার হিসেবে অভিযোগ করুন" ফিচার ব্যবহার করুন। আপনি এই ফিচারের অপব্যবহার করলে, আপনার উপর YouTube ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চাপানো হতে পারে।

আমার কমেন্ট কেউ যাতে স্প্যাম হিসেবে চিহ্নিত না করতে পারে সেই জন্য আমি কীভাবে তাকে ব্লক করতে পারি?

আপনার চ্যানেল থেকে কাউকে লুকাতে:

  1. আপনার চ্যানেল বা ভিডিওতে সেই ব্যক্তির করা কোনও কমেন্ট খুঁজুন।
  2. কমেন্টের পাশে, 'আরও '' এবং তারপর চ্যানেল থেকে লুকান ' বিকল্প বেছে নিন।

আমি কি স্প্যাম মন্তব্য ফিল্টার করা বন্ধ করতে পারি?

YouTube-এ লেখা মন্তব্যকে ঘিরে সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সিস্টেম অটোমেটিক স্প্যাম শনাক্ত করে। ক্রিয়েটররা যেকোনও সময় "সম্ভবত স্প্যাম" হিসেবে চিহ্নিত মন্তব্য পর্যালোচনা করে আনমার্ক করতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7227516777609398812
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false