ব্র্যান্ড অ্যাকাউন্ট ব্যবহারকারীর অ্যাক্সেস থেকে চ্যানেল সংক্রান্ত অনুমতিতে মাইগ্রেট করা

ব্র্যান্ড অ্যাকাউন্ট হল আপনার ব্যবসা বা ব্র্যান্ডের জন্য একটি Google অ্যাকাউন্ট যা কিছু Google পরিষেবার জন্য উপলভ্য থাকে। আপনার YouTube চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হলে, একাধিক ব্যক্তি তাদের Google অ্যাকাউন্ট থেকে এটি ম্যানেজ করতে পারবেন। 

চ্যানেল সংক্রান্ত অনুমতি আপনাকে নির্দিষ্ট কিছু রোলের মাধ্যমে অন্যান্য ব্যবহারকারীকে চ্যানেলের অ্যাক্সেস দিতে দেয়। রোল নির্দিষ্ট করা হলে আপনি অ্যাক্সেস করার সঠিক লেভেল বেছে নিতে পারেন। চ্যানেল সংক্রান্ত অনুমতিতে মাইগ্রেট করা হলে তা পাসওয়ার্ড শেয়ার করার মতো সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি আটকাতে এবং গোপনীয়তা সংক্রান্ত অন্যান্য উদ্বেগকে কমাতে সাহায্য করতে পারে।

YouTube Studio-তে ব্র্যান্ড অ্যাকাউন্টের সাহায্যে চ্যানেল সংক্রান্ত অনুমতি ব্যবহার করা

 চ্যানেল সংক্রান্ত অনুমতিতে সরানোর আগে যেসব বিষয় মনে রাখতে হবে:

চ্যানেল সংক্রান্ত অনুমতির বিকল্প বেছে নেওয়া

ব্র্যান্ড অ্যাকাউন্টের আসল মালিক YouTube Studio-তে বা সরাসরি YouTube-এ চ্যানেল সংক্রান্ত অনুমতি ব্যবহার করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

চালিয়ে যাওয়ার আগে, আপনাকে এটি কনফার্ম করতে হবে যে আপনার কাছে আগে থেকেই একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট রয়েছে

  1. studio.youtube.com দেখুন। অনুমতি চালু করার বিকল্প দেখার জন্য আপনাকে অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্টের আসল মালিক হিসেবে সাইন-ইন করতে হবে।
  2. স্ক্রিনের বাঁদিকে, সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  3. অনুমতি বিকল্পে ক্লিক করুন।
  4. অনুমতি সরিয়ে দিন বিকল্পে ক্লিক করুন।
  5. ব্র্যান্ড অ্যাকাউন্টের সাথে বর্তমানে যুক্ত থাকা প্রত্যেক ব্যবহারকারীর জন্য একটি রোল বেছে নিন।
  6. ডিসক্লেমারটি পড়ে সম্মতি দিন এবং আমন্ত্রণ জানান বিকল্পে ক্লিক করুন।
  7. প্রত্যেক আমন্ত্রিত ব্যবহারকারীকে ইমেল পাঠিয়ে আমন্ত্রণ গ্রহণ করার জন্য অনুরোধ করা হবে।
  8. প্রত্যেক নতুন ব্যবহারকারী এখন Studio-তে 'অনুমতি' বিকল্প দেখতে পারবেন।

চ্যানেল সংক্রান্ত অনুমতির বিকল্প ছেড়ে বেরিয়ে আসা

আপনাকে চ্যানেল সংক্রান্ত ট্রান্সফার সম্পূর্ণ করতে হলে শুধুমাত্র তবেই চ্যানেল সংক্রান্ত অনুমতির বিকল্প ছেড়ে বেরিয়ে আসুন।

বিকল্প ছেড়ে বেরিয়ে আসতে, YouTube Studio-র সেটিংস এবং তারপর অনুমতি বিকল্পের অধীনে "YouTube Studio-তে অনুমতি ছেড়ে বেরিয়ে আসুন" বিকল্প বেছে নিন।

মনে রাখবেন: কোনও চ্যানেলের মালিক যদি OAC-তে অ্যাক্সেস প্রত্যাহার করেন, অ্যাক্সেস পরিবর্তন সম্পর্কে আপনাকে একটি ইমেল বিজ্ঞপ্তি পাঠানো হবে।

যেসব ফিচার কাজ করে

চ্যানেল সংক্রান্ত অনুমতি বিভিন্ন লেভেলের অ্যাক্সেস দেওয়ার অনুমোদন দেয়, তবে তা ব্র্যান্ড অ্যাকাউন্টের রোলের মতো নয়।

বিভাগ অ্যাক্সেস লেভেল / পাবলিক অ্যাকশন ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল সংক্রান্ত অনুমতি
কম্পিউটারে YT Studio YT Studio অ্যাপ YouTube
বিভিন্ন লেভেলে অনুমতির নিয়ন্ত্রণ ম্যানেজারের ভূমিকা হ্যাঁ    
এডিটরের ভূমিকা না      
এডিটরের (সীমিত) ভূমিকা না         
কেবলমাত্র দর্শকের ভূমিকা না      
দর্শকের (সীমিত) ভূমিকা না
সাবটাইটেল এডিটরের ভূমিকা না
ভিডিও ম্যানেজমেন্ট ভিডিও / Shorts আপলোড করা হ্যাঁ    
Shorts তৈরি করা হ্যাঁ   
YouTube Analytics বা আর্টিস্ট অ্যানালিটিক্সে ভিডিওর পারফর্ম্যান্স বুঝে নেওয়া, আর্টিস্ট রোস্টার ভিউ সহ হ্যাঁ            
ভিডিও ম্যানেজ করা (মেটাডেটা, মনিটাইজেশন, দৃশ্যমানতা) হ্যাঁ
প্লেলিস্ট তৈরি করা হ্যাঁ  
আগে থেকেই থাকা সর্বজনীন প্লেলিস্টে কোনও ভিডিও যোগ করা হ্যাঁ      
প্লেলিস্ট ম্যানেজ করা হ্যাঁ   
চ্যানেল হিসেবে লাইভ স্ট্রিম করা হ্যাঁ
ক্যাপশন, ব্যক্তিগত ভিডিও শেয়ারিং হ্যাঁ
মোবাইল থেকে করা আপলোড হ্যাঁ    
চ্যানেল ম্যানেজমেন্ট চ্যানেল হোমপেজ কাস্টমাইজ / ম্যানেজ করা হ্যাঁ         
কমিউনিটি এনগেজমেন্ট পোস্ট তৈরি করা হ্যাঁ
কমিউনিটি পোস্ট ম্যানেজ করা হ্যাঁ  
কমিউনিটি পোস্ট মুছে দেওয়া হ্যাঁ [শুধুমাত্র ম্যানেজার] [শুধুমাত্র ম্যানেজার]
YouTube Studio থেকে চ্যানেল হিসেবে কমেন্টের উত্তর দেওয়া হ্যাঁ
চ্যানেল হিসেবে অন্য চ্যানেলের ভিডিওতে কমেন্ট করা এবং কমেন্টে কোনও বিষয় নিয়ে আলোচনা করা হ্যাঁ
লাইভ কন্ট্রোল রুম থেকে চ্যানেল হিসেবে লাইভ চ্যাট ব্যবহার করা হ্যাঁ
শিল্পী ভিত্তিক 'অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল' ফিচার (যেমন, কনসার্ট) হ্যাঁ

চ্যানেল সংক্রান্ত অনুমতি ও ব্র্যান্ড অ্যাকাউন্টের প্রতিনিধির কাজের সীমাবদ্ধতা

চ্যানেল সংক্রান্ত অনুমতির ব্যাপারে সীমাবদ্ধতা

মালিক

  • কোনও সীমাবদ্ধতা নেই। চ্যানেল মুছে দেওয়া এবং তার পাশাপাশি লাইভ স্ট্রিম ও লাইভ চ্যাট ম্যানেজ করার মতো অ্যাকশন গ্রহণ করতে পারেন
  • অন্য ব্যবহারকারীর কাছে মালিকানা ট্রান্সফার করতে পারবেন না

ম্যানেজার

  • চ্যানেল মুছতে পারবেন না, কিন্তু 'ড্রাফ্ট' হিসেবে সেভ করা ভিডিও মুছতে পারবেন

এডিটর

  • শিডিউল করা/লাইভ/সম্পূর্ণ হয়ে যাওয়া স্ট্রিম মুছতে পারবেন না

এডিটর (সীমিত)

  • এডিটরের মতো একইরকম অ্যাক্সেস, কিন্তু উপার্জনের ডেটা (চ্যাট থেকে উপার্জন ও দর্শকদের অ্যাক্টিভিটি ট্যাব এর মধ্যে পড়ে) অ্যাক্সেস করতে পারবেন না

দর্শক

  • 'স্ট্রিম কী' অ্যাক্সেস করতে পারবেন না
  • স্ট্রিম সেটিংস/মেটাডেটা এডিট করতে পারবেন না
  • স্ট্রিম লাইভ বা শেষ করতে পারবেন না
  • শিডিউল করা/লাইভ/সম্পূর্ণ হয়ে যাওয়া স্ট্রিম মুছতে পারবেন না
  • লাইভ কন্ট্রোল রুমে চ্যাট বা মডারেট করতে পারবেন না

দর্শক (সীমিত)

  • দর্শকদের মতো একইরকম অ্যাক্সেস, কিন্তু উপার্জনের ডেটা (চ্যাট থেকে উপার্জন ও দর্শকদের অ্যাক্টিভিটি ট্যাব এর মধ্যে পড়ে) অ্যাক্সেস করতে পারবেন না

 ব্র্যান্ড অ্যাকাউন্ট সংক্রান্ত সীমাবদ্ধতা

আসল মালিক

  • কোনও সীমা নেই
মালিক
  • কোনও সীমা নেই

ম্যানেজার

  • MCN-এ যোগ দিতে বা ছেড়ে যেতে পারবেন না
  • অন্যান্য ব্যবহারকারীকে আমন্ত্রণ জানাতে পারবেন না
  • চ্যানেল ট্রান্সফার করতে অথবা আসল মালিক ব্যতীত অন্য কোনও ব্যক্তিকে দিয়ে তাদের কাছে চ্যানেল ট্রান্সফার করিয়ে নিতে পারবেন না
  • চ্যানেল মুছে ফেলতে পারবেন না
  • কোনও কেনাকাটা করতে পারবেন না
কমিউনিকেশন ম্যানেজার
  • YouTube-এ কোনও অ্যাকশন গ্রহণ করতে পারবেন না

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8568436731205429057
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false