YouTube Analytics-এ সীমিত ডেটা বোঝা

চ্যানেলের ব্যাপারে বুঝে-শুনে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমরা ক্রিয়েটরদের কার্যকর ডেটা দিতে চাই, তবে YouTube Analytics-এ মেট্রিক নির্দিষ্ট থ্রেশহোল্ড পূরণ করতে না পারলে, কিছু ডেটা সীমিত করা হতে পারে। বিভিন্ন ধরনের রিপোর্টের ক্ষেত্রে এটি ঘটতে পারে যাতে আপনার সমস্ত বা কোনও ডেটা নাও থাকতে পারে।
মনে রাখবেন: আপনি YouTube Analytics-এ আলাদা আলাদা মেট্রিক দেখতে পেতে পারেন। এটি নির্ভর করে আপনি কম্পিউটারে YouTube Studio ব্যবহার করছেন নাকি YouTube Studio অ্যাপ তার উপর।

একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমিত ট্রাফিক

বেছে নেওয়া সময়সীমার মধ্যে, আপনার ভিডিও বা চ্যানেল যদি যথেষ্ট ট্রাফিক না পায়। Analytics-এ "যথেষ্ট ডেমোগ্রাফি সংক্রান্ত ডেটা নেই" মেসেজের মতো কোনও মেসেজ পাঠিয়ে, আপনাকে এটি জানানো হয় যে আপনি সম্পূর্ণ রিপোর্ট অ্যাক্সেস করতে পারবেন না।

বেছে নেওয়া ফিল্টার বা ডাইমেনশনের জন্য ডেটা সীমিত করা হয়েছে

আপনি যদি ভৌগোলিক অবস্থান বা লিঙ্গগত পরিচয়ের মতো এমন কোনও নির্দিষ্ট ফিল্টার বা ডাইমেনশন বেছে নেন, যেগুলির ভ্যালু নির্দিষ্ট থ্রেশহোল্ড পূরণ করে না। ডেটা সীমিত করা হলে, কীভাবে বিভিন্ন রিপোর্টে ডেটা এগ্রিগেট করা হয়, তার উপর নির্ভর করে সেইসব রিপোর্টে দেখানো মোট পরিমাণ আলাদা আলাদা হতে পারে। কোনও রিপোর্ট বা কার্ডের "মোট" ডেটা ও সবকটি স্বতন্ত্র সারির ডেটার যোগফলের পার্থক্য এতে দেখানো হয়। কোনও সারির ডেটা উপলভ্য না থাকলেই এমন হয়, তবুও সঠিক গণনার জন্য মোট ডেটার মধ্যে এটিকে দেখানো হয়। আপনি টেবিলের নিচে 'শুধুমাত্র সেরা ফলাফল উপলভ্য' লেখা একটি নোট দেখতে পাবেন।

আপনি আরও বেশি দেখতে চাইলে, সময়সীমা বাড়িয়ে বা ফিল্টার বা ব্রেকডাউন ডেটা সরিয়ে চেষ্টা করে দেখতে পারেন। এইসব সেটিংস পরিবর্তন করলে সম্পূর্ণ রিপোর্টে ডেটার পরিমাণ বেড়ে যেতে পারে।

সীমিত ডেটার উদাহরণ

উদাহরণস্বরূপ, ধরুন আপনি, 'ভৌগোলিক অবস্থান' সংক্রান্ত রিপোর্ট খুলতে, YouTube Studio-তে উন্নত মোড ব্যবহার করছেন, যার মাধ্যমে প্রতিটি দেশের ভিত্তিতে কোনও ভিডিওর মোট ভিউ আপনি দেখতে চান। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে, মনে করুন যে ভিডিওটি মোট ১০০০ বার দেখা হয়েছে, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০০ বার দেখা হয়েছে, কানাডাতে ৪৯৮ বার ও ফ্রান্সে দুই বার দেখা হয়েছে।

এই উদাহরণে, মোট সারিতে দেখানো হবে যে ভিডিওটি ১০০০ বার দেখা হয়েছে। অন্যান্য সারিতে এটি দেখানো হবে যে ভিডিওটি কেবল ৫০০ বার মার্কিন যুক্তরাষ্ট্রে ও ৪৯৮ বার কানাডায় দেখা হয়েছে। এর অর্থ হল যে মোট সারির সংখ্যা ও সারির যোগফলের মধ্যে পার্থক্য রয়েছে। দেশ-ভিত্তিক তালিকায় এটি দেখানো হয়নি যে অন্য দুটি ভিউও আছে অথবা ফ্রান্সে ভিডিওটি কোনও ভিউ পেয়েছে।

মনে রাখবেন: যে প্রকৃত থ্রেশহোল্ডে ডেটা সীমিত করা হয় তা প্রকাশ করা হয় না এবং এঠি YouTube-এর স্বেচ্ছামতো পরিবর্তন করা যেতে পারে।

সীমিত ডেটার ধরন

এই বিষয়ে সীমিত ডেটা দেখতে পেতে পারেন:

ডেমোগ্রাফি সংক্রান্ত ডেটা

YouTube Analytics-এ বয়স এবং লিঙ্গগত পরিচয়ের মতো ডেমোগ্রাফি সংক্রান্ত ডেটা সীমিতভাবে দেখতে পেতে পারেন। যেমন, দেখানোর মতো পর্যাপ্ত ডেটা না থাকলে, আলাদা-আলাদা ভিডিও বা দেশের ডেমোগ্রাফি সংক্রান্ত মেট্রিক দেখার সময় আপনাকে একটি মেসেজ দেখানো হতে পারে।

আপনার চ্যানেলে ট্রাফিকের পরিমাণ যতই হোক না কেন, ব্যক্তিগত বা তালিকাভুক্ত নয় এমন ভিডিওর ডেমোগ্রাফি সংক্রান্ত ডেটা আপনি দেখতে পাবেন না।

দর্শক সম্পর্কিত ডেটা

আপনি YouTube Analytics-এ দর্শক সম্পর্কিত ডেটা সীমিতভাবে দেখতে পেতে পারেন, যদি:

ভৌগোলিক অবস্থান সংক্রান্ত ডেটা

দর্শক যেসব দেশ বা অঞ্চলে বসবাস করেন, সেইসব দেশ বা অঞ্চলের সাথে সম্পর্কিত মেট্রিক বা ডাইমেশন সীমিত করা হতে পারে। যদিও, ভৌগোলিক অবস্থান অনুসারে উপার্জন সংক্রান্ত ডেটা সীমিত করা হয় না।

আপনার চ্যানেলে ট্রাফিকের পরিমাণ যতই হোক না কেন, আপনি নিম্নলিখিত বিষয়ের জন্য ভৌগোলিক অবস্থান সম্পর্কিত কোনও ডেটা দেখতে পাবেন না:

  • রিয়েলটাইম রিপোর্ট
  • ব্যক্তিগত বা তালিকাভুক্ত নয় এমন ভিডিও

সার্চ কোয়েরি এবং URL

ট্রাফিক সোর্স, প্লেব্যাক লোকেশন এবং সাবস্ক্রাইবার সোর্সের রিপোর্টের ক্ষেত্রে আপনি সার্চ কোয়েরি এবং এক্সটার্নাল URL-এর জন্য সীমিত ডেটা দেখতে পেতে পারেন। যেমন, ভিডিও খোঁজার জন্য অত্যন্ত কম ব্যবহৃত সার্চ কোয়েরি এবং এমন URL যা অত্যন্ত কম ট্রাফিক নিয়ে এসেছে তা নাও দেখা যেতে পারে। তবুও, আপনি সেগুলিই দেখতে পাবেন যেগুলি আপনার কন্টেন্টে দর্শক নিয়ে আসে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4260972847607045393
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false