ভিডিও কাটছাঁট করা

কম্পিউটারে আপনি ভিডিওর শুরু, মাঝের অংশ বা শেষ ভাগটি কেটে বাদ দিতে পারেন। কাটছাঁট করার জন্য আপনাকে একই ভিডিও দ্বিতীয়বার আপলোড করতে হবে না। এক্ষেত্রে ভিডিওর URL, ভিউয়ের সংখ্যা এবং কমেন্ট কোনওভাবে পরিবর্তিত হবে না। ছয় ঘণ্টার কম দৈর্ঘ্যের ভিডিওর ক্ষেত্রেই এই ফিচার উপলভ্য।

YouTube Studio-তে ভিডিও এডিটর দিয়ে কীভাবে আপনার ভিডিও ট্রিম এবং কাট করবেন

মনে রাখবেন: এডিট করা হয়নি এমন কোনও ভিডিওর ভিউ ১,০০,০০০-এর বেশি হলে, সেটিতে থাকা কোনও মুখ অস্পষ্ট করে দেওয়া ছাড়া অন্য কোনও পরিবর্তন আপনি সেভ করতে নাও পারেন। YouTube পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণকারী চ্যানেলের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হয় না।

আপনার ভিডিওর কোনও অংশ কাটছাঁট করতে বা সরিয়ে দিতে 'ভিডিও এডিটর' খুলুন।

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. যে ভিডিওটি এডিট করতে চান সেটির শীর্ষক অথবা থাম্বনেলে ক্লিক করুন।
  4. বাঁদিকের মেনু থেকে, এডিটর বিকল্প বেছে নিন।

ভিডিওর শুরু বা শেষ থেকে কাটছাঁট করুন

 

  1. 'ট্রিম ও কাট করুন'  বিকল্প বেছে নিন। এডিটরে একটি নীল রঙের বক্স দেখতে পাবেন।
  2. নীল রঙের বক্সের ধারগুলি ধরে টানুন। ভিডিওর যে অংশটি আপনি রাখতে চান সেটি বক্সের মধ্যে চলে এলে থামুন। বক্সের মধ্যে রাখা হয়নি এমন সমস্ত অংশ ভিডিও থেকে সরিয়ে দেওয়া হবে।
  3. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

আপনার ভিডিওর কোনও অংশ বাদ দিন

  1. ট্রিম ও কাট করুন  বিকল্প বেছে নিন, তারপরে নতুন করে কাট করুন বিকল্পে ক্লিক করুন। এডিটরে একটি লাল রঙের বক্স দেখতে পাবেন।
  2. লাল রঙের বক্সের ধারগুলি ধরে টানুন। ভিডিওর যে অংশটি আপনি সরাতে চান সেটি লাল বক্সের মধ্যে চলে এলে থামুন। লাল বক্সের মধ্যে নেই এমন সব কিছু ভিডিওতে থাকবে।
  3. আপনার করা এডিট কনফার্ম করতে কাট করুন  বিকল্পটি বেছে নিন।
  4. 'সেভ করুন' বিকল্পে ক্লিক করুন।

আপনি কোনও ভিডিও, নির্দিষ্ট কোনও সময়সীমা ধরে ট্রিম করতে বা কাট করতে চাইলে, বক্সে সময় লিখতে পারেন। আপনার করা এডিট পর্যালোচনা করতে চাইলে, 'প্রিভিউ' বিকল্প বেছে নিন। সেই বিভাগের কাট করা অংশ আগের অবস্থায় ফেরাতে, আগের অবস্থায় ফিরুন বিকল্পে ক্লিক করুন। আপনার করা পরিবর্তন বাতিল করতে চাইলে, যেকোনও সময় পরিবর্তন বাতিল করুন বিকল্পে ক্লিক করতে পারেন।

আরও বিকল্প

  • আরও বেছে নিন '' এবং তারপর আপনার ড্রাফ্টে করা পরিবর্তনগুলি সেভ না করা অবস্থায় থাকলে ও আপনি তা সরিয়ে দিতে চাইলে, আসল অবস্থায় ফিরে যান বিকল্প বেছে নিন।
  • আপনি এডিট করা ভিডিও ডাউনলোড করতে পারেন এবং আপনার করা পরিবর্তন সহ ভিডিও প্রকাশ করার জন্য আপলোড করতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4801318158831756821
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false