দেখার মোট সময়ের বিবরণ

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

YouTube (YouTube Music অ্যাপ ও YouTube TV ছাড়া) জুড়ে আপনার 'দেখার ইতিহাসে'র উপর নির্ভর করে পরিসংখ্যান তৈরি করা হয়েছে। একটি পরিচিত সমস্যার কারণে কম্পিউটারে দেখার সময়টি ভুলভাবে রিপোর্ট করা হয়েছে।

আপনি দিনে গড়ে কত সময় দেখেন তা 'দেখার মোট সময়ের বিবরণ' থেকে জানতে পারবেন। আপনি আজ, গতকাল এবং গত ৭ দিন ধরে কত সময় YouTube ভিডিও দেখেছেন, এখান থেকে তাও জানতে পারবেন।

মনে রাখবেন: আপনার দেখার ইতিহাস থেকে সরিয়ে দেওয়া ভিডিও বা প্রাইভেট উইন্ডোতে দেখা ভিডিও আপনার প্রোফাইলে দেখা যাবে না। YouTube-এ সাইন-ইন করা থাকলে, তখনই শুধুমাত্র দেখার ইতিহাস ফিচার উপলভ্য হবে।

আপনার 'দেখার মোট সময়ের বিবরণ' দেখতে:

  1. YouTube-এ সাইন-ইন করুন।
  2. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. কত সময় দেখা হয়েছেDashboard icon বিকল্পে ট্যাপ করুন।

কত সময় দেখা হয়েছে, সেই পৃষ্ঠা থেকে আপনি 'একটু বিরতি নিন' রিমাইন্ডারঅটোপ্লের সেটিংস পরিবর্তন করতে পারবেন।

আপনার দেখার ইতিহাস থেকে কত সময় দেখা হয়েছে সেই পরিসংখ্যান বের করা হয়।

মনে রাখবেন: 'দেখার ইতিহাস' পজ করা হলে, কতক্ষণ দেখা হয়েছে সেই পরিসংখ্যান উপলভ্য থাকবে না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3443710473638872031
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false