বিজ্ঞপ্তি: সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করা

সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করলে YouTube অ্যাপের বিজ্ঞপ্তি প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনার ফোনে নিঃশব্দে পাঠানো হবে।

ডিফল্ট হিসেবে, সব সাউন্ড ও ভাইব্রেশন রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ করা থাকে, তবে আপনি এটি শুরু ও শেষ হওয়ার সময় কাস্টমাইজ করতে পারবেন। এই ফিচারটি মোবাইল ফোনে YouTube অ্যাপের 13.16 ও তার পরে প্রকাশিত হওয়া ভার্সনে উপলভ্য।  

বিজ্ঞপ্তির সাউন্ড ও ভাইব্রেশন চালু/বন্ধ করতে এবং কাস্টমাইজ করতে: 
  1. প্রোফাইল ছবিতে  ট্যাপ করুন। 
  2. সেটিংস   বিকল্পে ট্যাপ করুন।
  3. বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন। 
  4. সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করুন বিকল্পটি চালু বা বন্ধ করুন।
  5. সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করুন বিকল্পটি ট্যাপ করে প্রয়োজন মতো শুরুর সময় ও শেষের সময় সেট করুন। 
মনে রাখবেন: সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ থাকলেও আপনি YouTube-এর সমস্ত বিজ্ঞপ্তি পাবেন। ভিডিও আপলোড সংক্রান্ত সব বিজ্ঞপ্তি ডিফল্ট হিসেবে সাইলেন্ট মোডে পাঠানো হয়। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13608852606617469234
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false