বিজ্ঞপ্তি: সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করা

আপনি সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করে নিশ্চিত করতে পারেন যে আপনার ফোনে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের জন্য সাইলেন্ট মোডে বিজ্ঞপ্তি পাঠানো হবে।

ডিফল্ট হিসেবে, রাত ১০টা থেকে সকাল ৮টার মধ্যে সমস্ত সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করা থাকে, তবে আপনি চাইলে এই সেটিং কাস্টমাইজ করতে পারবেন। এই ফিচারটি মোবাইল ফোনে YouTube অ্যাপের 13.16 ও তার পরের সমস্ত ভার্সনে উপলভ্য।

এই ফিচার বর্তমানে শুধু মোবাইল ফোনেই উপলভ্য, ট্যাবলেটে এটি ব্যবহার করা যায় না।
বিজ্ঞপ্তির সাউন্ড ও ভাইব্রেশন সেটিংস কাস্টমাইজ করতে:
  1. আপনার 'প্রোফাইল ছবিতে ' ট্যাপ করুন।
  2. সেটিংস  বিকল্পে ট্যাপ করুন।
  3. বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
  4. সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করুন বিকল্পটি চালু বা বন্ধ করুন।
  5. পছন্দের শুরুর সময় ও শেষের সময় সেট করতে, সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন।
মনে রাখবেন: সাউন্ড ও ভাইব্রেশন বন্ধ থাকলেও আপনি YouTube-এর সমস্ত বিজ্ঞপ্তি পাবেন। ভিডিও আপলোড সংক্রান্ত সব বিজ্ঞপ্তি ডিফল্ট হিসেবে সাইলেন্ট মোডে পাঠানো হয়।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15656527156548842737
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false