বিজ্ঞপ্তি: শিডিউল করা অ্যাক্টিভিটির সারসংগ্রহ

YouTube অ্যাপে আপনি সারাদিনে যেসব পুশ বিজ্ঞপ্তি পান সেগুলি 'শিডিউল করা অ্যাক্টিভিটির সারসংগ্রহ' একসাথে করে এবং সারাদিনে বারবার বিজ্ঞপ্তি পাঠানোর পরিবর্তে আপনাকে প্রতিদিন একবার 'বিজ্ঞপ্তির সারসংক্ষেপ' পাঠায়। আপনি এই 'শিডিউল করা অ্যাক্টিভিটির সারসংগ্রহ' পাওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় সেট করতে পারেন।

মনে রাখবেন: লাইভ স্ট্রিম, আপলোড ও কমেন্ট বিজ্ঞপ্তি সহ সব ধরনের পুশ বিজ্ঞপ্তি এই 'শিডিউল করা অ্যাক্টিভিটির সারসংগ্রহ'-এর মধ্যেই থাকে। এই ফিচার চালু করলে, এটি শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনও লাইভ স্ট্রিম নাও দেখতে পেতে পারেন।

ডিফল্ট হিসেবে এই 'শিডিউল করা অ্যাক্টিভিটির সারসংগ্রহ' ফিচার বন্ধ করা থাকে।

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

এই ফিচার বর্তমানে শুধুমাত্র আপনার মোবাইল ফোনেই উপলভ্য, ট্যাবলেটে নয়। 

আপনার 'শিডিউল করা অ্যাক্টিভিটির সারসংগ্রহ' সংক্রান্ত বিজ্ঞপ্তি চালু ও কাস্টমাইজ করতে: 

  1. আপনার 'প্রোফাইল ছবি ' বিকল্পে ট্যাপ করুন। 
  2. সেটিংস বিকল্পে ট্যাপ করুন। 
  3. বিজ্ঞপ্তি বিকল্পে ট্যাপ করুন।
  4. শিডিউল করা অ্যাক্টিভিটির সারসংগ্রহ বিকল্পে ট্যাপ করুন।
  5. আপনার পছন্দের ডেলিভারি সময় কাস্টমাইজ করতে ট্যাপ করুন।  

বিজ্ঞপ্তি ম্যানেজ করা সম্পর্কে এখান থেকে আরও জানুন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
13454372844682366925
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false