YouTube-এর জন্য সিস্টেম কনফিগারেশন ও উপযুক্ত ডিভাইস

YouTube ভিডিও দেখতে, সবচেয়ে আপ-টু-ডেট ব্রাউজার, অপারেটিং সিস্টেম ও ভাল ইন্টারনেট কানেকশন আছে কিনা তা নিশ্চিত করে নিন:

  • Google Chrome, Firefox বা Safari ব্রাউজারের লেটেস্ট ভার্সন
  • ৫০০+ Kbps স্পিডের ইন্টারনেট কানেকশন

সিনেমা ও টিভি শো সংক্রান্ত প্রয়োজনীয়তা

YouTube-এ কিছু প্রিমিয়াম ভিডিও -- যেমন সিনেমা, টিভি শো ও লাইভ স্ট্রিম -- দেখার সময় যথাযথ স্ট্রিমিং স্পিড পেতে আরও দ্রুত কানেকশন ও শক্তিশালী প্রসেসিং ক্ষমতা প্রয়োজন। আপনার যা প্রয়োজন:

  • Google Chrome, Firefox অথবা Safari ব্রাউজারের লেটেস্ট ভার্সন
  • অপারেটিং সিস্টেম: Windows 7+, Mac OS X 10.7+ বা Ubuntu 10+
  • ১+ Mbps স্পিডের ইন্টারনেট কানেকশন

ভিডিও স্ট্রিম করার সময় অন্যান্য ট্যাব, ব্রাউজার ও প্রোগ্রাম বন্ধ রাখলে সুবিধা হতে পারে। এছাড়াও ওয়্যারলেস নেটওয়ার্ক কানেকশনের পরিবর্তে ওয়্যার সহ ইন্টারনেট কানেকশন ব্যবহার করলে সুবিধা হতে পারে।

প্রতিটি ভিডিও ফর্ম্যাট চালাতে আনুমানিক কতটা স্পিড সাজেস্ট করা হয়, তা নিচের টেবিলে দেখানো হয়েছে।

ভিডিও রেজোলিউশন

সাজেস্ট করা ধারাবাহিক স্পিড
4K UHD ২০ Mbps
HD 1080p ৫ Mbps
HD 720p  ২.৫ Mbps
SD 480p ১.১ Mbps
SD 360p ০.৭ Mbps

 

মনে রাখবেন:
  • কোনও ব্রাউজারে স্ট্রিমিংয়ের জন্য HD-তে প্লেব্যাকের সুবিধা উপলভ্য নেই, শুধুমাত্র Safari-তে HD-তে ভালো স্ট্রিমিং করা যায়। এছাড়াও কাজ করে এমন ডিভাইসের যে তালিকা এখানে আছে তার কোনও একটি ব্যবহার করে আপনি HD স্ট্রিম করতে পারবেন।
  • যেসব ডিভাইস বা ব্রাউজারে HD/UHD প্লেব্যাক কাজ করে না, সেগুলিতে দেখার জন্য কিছু ক্ষেত্রে কোনও ভিডিওর HD/UHD ভার্সন কিনতে বা ভাড়া নিতে পারেন। আপনি এখনও সেই ডিভাইসে কম কোয়ালিটিতে অথবা অন্য মানানসই ডিভাইসে HD/UHD ভার্সনে ভিডিওটি দেখতে পারেন।

Primetime চ্যানেলের জন্য উপযুক্ত ডিভাইস (শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে উপলভ্য)

আপনি Comcast Xfinity গ্রাহক হলে এবং বর্তমানে থাকা টিভি বক্সে যদি NFL Sunday Ticket বা YouTube Primetime চ্যানেল দেখতে না পান, তাহলে আপনাকে বক্স পরিবর্তন করতে হতে পারে। আরও জানতে Xfinity স্টোর ঘুরে দেখুন অথবা Comcast সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন। 

আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া অথবা যুক্তরাজ্যে থাকলে, নিম্নলিখিত ডিভাইসে YouTube Primetime চ্যানেল দেখতে পারবেন:

গেম কনসোল
  • PlayStation 5
  • PlayStation 4
  • PlayStation 4 Pro
  • Xbox Series X
  • Xbox Series S
  • Xbox One X
  • Xbox One S
  • Xbox One
স্মার্ট ডিসপ্লে
  • Nest Hub Max
  • Nest Hub
স্মার্টফোন ও ট্যাবলেট Android 6.0 Marshmallow অথবা তার পরবর্তী যেকোনও ভার্সনে রান করা ফোন ও ট্যাবলেট
iOS 12 বা তার পরবর্তী যেকোনও ভার্সনে রান করা iPhone ও iPad
স্মার্ট টিভি Hisense স্মার্ট টিভি (বাছাই করা মডেল)
LG স্মার্ট টিভি (শুধুমাত্র ২০১৬ সালের পরবর্তী যেকোনও মডেল)
Roku TV (সমস্ত মডেল)
Samsung স্মার্ট টিভি (শুধুমাত্র ২০১৭ সালের পরবর্তী যেকোনও মডেল)
Sharp স্মার্ট টিভি (বাছাই করা মডেল)
Sony স্মার্ট টিভি (বাছাই করা মডেল)
Vizio SmartCast TV (বাছাই করা মডেল)
বিল্ট-ইন Android TV ও NVIDIA শিল্ড সহ বাছাই করা টিভি
বাছাই করা Fire TV Edition স্মার্ট টিভি
স্ট্রিমিং ডিভাইস Apple TV (৪র্থ জেনারেশন ও 4K)
Chromecast with Google TV
  • Fire TV Stick (৩য় জেনারেশন)
  • Fire TV Stick Lite
  • Fire TV Stick (২য় জেনারেশন)
  • Fire TV Stick 4K
  • Fire TV Cube
  • Fire TV Cube (১ম জেনারেশন)
বাছাই করা কেবল টিভি ডিভাইস (যেমন Xfinity X1)

আপনি নিম্নলিখিত ডিভাইসের কোনওটিতেই YouTube Primetime চ্যানেল দেখতে পারবেন, কিন্তু কিনতে পারবেন না:

  • Apple TV
  • Xbox
  • Panasonic TVs বেছে নিন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
872702703504136415
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false