ভিডিও ও লাইভ স্ট্রিমে আপনার লোকেশন ট্যাগ করা

আপনার ভিডিও ও লাইভ স্ট্রিমে লোকেশন ট্যাগ করলে দর্শক সেই লোকেশনের ভিত্তিতে আপনার ভিডিও খুঁজে নিতে পারবেন। এছাড়াও, দর্শক ওই একই জায়গায় ট্যাগ করা অন্যান্য ভিডিও দেখতে পাবেন।

আপনার যেকোনও ভিডিওর ভিডিও পৃষ্ঠা থেকে আপনি ট্যাগ করা লোকেশন দেখতে পারবেন। দর্শকের সাথে আপনার শেয়ার করা যেকোনও সর্বজনীন, অতালিকাভুক্ত বা ব্যক্তিগত ভিডিওতে দর্শক এই ট্যাগ দেখতে পারবেন। দর্শক লোকেশন বিকল্পে ক্লিক করে একই লোকেশন ট্যাগ করা অন্যান্য সর্বজনীন ভিডিও দেখতে পারবেন।

ভিডিও ও লাইভ স্ট্রিমে আপনার লোকেশন কীভাবে ট্যাগ করবেন📍

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

YouTube Studio-তে ভিডিও ট্যাগ করুন

  1. YouTube Studio খুলুন।
  2. বাঁদিকের মেনু থেকে কন্টেন্ট বিকল্প বেছে নিন।
  3. উপরে, লাইভ বা আপলোড ট্যাবে ক্লিক করুন।
  4. ভিডিওর শীর্ষক বা থাম্বনেলে ক্লিক করুন।
  5. আরও বিকল্প-তে ক্লিক করুন।
  6. "ভিডিও লোকেশন" বিকল্পের মধ্যে, ট্যাগ করার মতো একটি লোকেশন সার্চ করুন। 
  7. লোকেশন বেছে নিন এবং উপরে ডানদিকে সেভ করুন বিকল্পে ক্লিক করুন। 

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15593721731290484637
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false