ভিডিও ও লাইভ স্ট্রিমে আপনার লোকেশন ট্যাগ করা

আপনার ভিডিও ও লাইভ স্ট্রিমে লোকেশন ট্যাগ করলে দর্শক সেই লোকেশনের ভিত্তিতে আপনার ভিডিও খুঁজে নিতে পারবেন। এছাড়াও, দর্শক ওই একই জায়গায় ট্যাগ করা অন্যান্য ভিডিও দেখতে পাবেন।

আপনার যেকোনও ভিডিওর ভিডিও পৃষ্ঠা থেকে আপনি ট্যাগ করা লোকেশন দেখতে পারবেন। দর্শকের সাথে আপনার শেয়ার করা যেকোনও সর্বজনীন, অতালিকাভুক্ত বা ব্যক্তিগত ভিডিওতে দর্শক এই ট্যাগ দেখতে পারবেন। দর্শক লোকেশন বিকল্পে ক্লিক করে একই লোকেশন ট্যাগ করা অন্যান্য সর্বজনীন ভিডিও দেখতে পারবেন।

ভিডিও ও লাইভ স্ট্রিমে আপনার লোকেশন কীভাবে ট্যাগ করবেন📍

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Creators চ্যানেল সাবস্ক্রাইব করুন।

মোবাইলে লাইভ স্ট্রিম ট্যাগ করুন

  1. 'ক্যাপচার করুন' বিকল্পে ট্যাপ করুন।
  2. লাইভ করুন  বিকল্পে ট্যাপ করুন।
  3. একটি শীর্ষক তৈরি করে গোপনীয়তা সেটিং বেছে নিন।
  4. লোকেশন যোগ করতে, সাজেস্ট করা লোকেশন বেছে নিন অথবা 'যোগ করুন' Zoom in বিকল্পে ট্যাপ করুন এবং লোকেশন খুঁজুন।

মনে রাখবেন: আপনার স্ট্রিম সহজে লোকেশন সহ ট্যাগ করতে, আপনাকে লোকেশন দেখার অনুমতি দিতে বলা হতে পারে।

মোবাইলে ভিডিও ট্যাগ করুন

  1. 'ক্যাপচার করুন' বিকল্পে ট্যাপ করুন।
  2. আপনার ফোন থেকে ভিডিও আপলোড করতে, গ্যালারি থেকে ভিডিও বেছে নিন।
  3. নতুন ভিডিও রেকর্ড করতে, রেকর্ড করুন  বিকল্প বেছে নিন।
  4. একটি শীর্ষক তৈরি করে গোপনীয়তা সেটিং বেছে নিন।
  5. লোকেশন যোগ করতে, সাজেস্ট করা লোকেশন বেছে নিন অথবা 'যোগ করুন' Zoom in বিকল্পে ট্যাপ করে লোকেশন খুঁজুন।

মনে রাখবেন: আপনার ভিডিও সহজে লোকেশন সহ ট্যাগ করতে, আপনাকে লোকেশন দেখার অনুমতি দিতে বলা হতে পারে।

ভিডিওর লোকেশন ডেটা এডিট করুন

  1. স্ক্রিনের উপরে ডানদিকে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  2. আপনার চ্যানেল বেছে নিন।
  3. ভিডিও বিকল্পে ট্যাপ করুন।
  4. আরও '' বিকল্পে ট্যাপ করুন, তারপরে এডিট করুন বিকল্পে ট্যাপ করুন
  5. সাজেস্ট করা লোকেশন বেছে নিন অথবা 'যোগ করুন' Zoom in বিকল্পে ট্যাপ করে লোকেশন খুঁজুন।

মনে রাখবেন: যদি কোনও সর্বজনীন ভিডিওতে লোকেশন যোগ করেন তাহলে সেই তথ্য YouTube ও অন্যান্য Google প্রোডাক্টে উপলভ্য থাকবে। এর পাশাপাশি অন্যান্য অ্যাপ বা বিভিন্ন ডেভেলপার API-এর মাধ্যমে এই তথ্য ওয়েব জুড়ে দেখা যেতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1114535621842777791
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false