Apple TV-তে স্ক্রিন রিডারের মাধ্যমে YouTube ব্যবহার করুন

Apple TV-তে (4th এবং 5th জেনারেশন) স্ক্রিন রিডারের মাধ্যমে কীভাবে YouTube অ্যাপ ব্যবহার করবেন তা নিচে দেওয়া তথ্যে বিশদে বলা আছে। 

Apple TV-তে স্ক্রিন রিডারের মাধ্যমে YouTube ব্যবহার করতে হলে: 

  1. Apple TV-তে সেটিংস খুলুন।
  2. সাধারণ বিকল্পটি বেছে নিন।  
  3. এরপর অ্যাক্সেসিবিলিটি বিকল্প বাছুন। 
  4. VoiceOver ফিচার বেছে নিন। 
  5. চালু করতে VoiceOver ফিচারটি আর একবার বেছে নিন।
  6. যতক্ষণ না পর্যন্ত রটার ডায়ালে "DirectTouch" শব্দটি দেখায়, Siri রিমোট টাচপ্যাডে ২ আঙুল দিয়ে গোল গোল জেসচার করতে থাকুন।
  7. এবার "DirectTouch" And then চালু করুন ও YouTube অ্যাপ খুলুন। 

আপনি Apple-এর সহায়তা নিবন্ধ থেকে আরও তথ্য পেতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3215742826651595554
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false