YouTube ভিডিও দেখার স্পিড বাড়ানো বা কমানো

আপনি একাধিক ডিভাইসে বিভিন্ন স্পিডে ভিডিও চালাতে অথবা ফাস্ট-ফরওয়ার্ড ও রিওয়াইন্ড করতে পারেন।

মনে রাখবেন: পারফর্ম্যান্সের জন্য, ভিডিও বিভিন্ন স্পিডে চালাতে আপনাকে অবশ্যই Android 5.0 বা তার পরবর্তী ভার্সন ব্যবহার করতে হবে।

ভিডিওতে যান।

  1. ভিডিওতে একবার ট্যাপ করুন, তারপর আরও '' বিকল্পে ট্যাপ করুন।
  2. প্লেব্যাক স্পিড বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনি যে স্পিডে ভিডিও চালাতে চান তা বেছে নিন।

ভিডিও ১০ সেকেন্ড ফাস্ট-ফরওয়ার্ড বা রিওয়াইন্ড করতে:

  • রিওয়াইন্ড করতে, ভিডিও-স্ক্রিনের বাঁদিকে ডবল ট্যাপ করুন।
  • ফাস্ট-ফরওয়ার্ড করতে, স্ক্রিনের ডানদিকে ডবল ট্যাপ করুন।

ভিডিও ২ গুণ স্পিডে ফাস্ট-ফরওয়ার্ড করতে: 

  1. ভিডিওর যেকোনও জায়গায় ট্যাপ করে ধরে থাকুন। 
  2. ফাস্ট-ফরওয়ার্ড থামাতে, স্ক্রিন থেকে আঙুল তুলে নিন।

YouTube-এ আপনার দেখার অভিজ্ঞতা কন্ট্রোল করার ব্যাপারে সাহায্য করে এমন ফিচারের ব্যাপারে জানুন

স্মার্ট টিভি ও স্ট্রিমিং ডিভাইস

মনে রাখবেন: সব স্মার্ট টিভি ও স্ট্রিমিং ডিভাইসে 'প্লেব্যাক' স্পিড নিয়ন্ত্রণ করার বিকল্প উপলভ্য নাও থাকতে পারে।
  1. কোনও ভিডিওর 'ভিডিও পৃষ্ঠা' থেকে, 'সেটিংস'  বিকল্প বেছে নিন।
  2. স্পিড বিকল্প বেছে নিন।
  3. আপনি যে স্পিডে ভিডিও চালাতে চান তা বেছে নিন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
11519987708724881380
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false