স্লো কানেকশনে (ডায়াল-আপ) ভিডিও দেখুন

এখনও 56k মোডেমই ব্যবহার করে চলেছেন? কোনও অসুবিধা নেই। আপনার ইন্টারনেট কানেকশন স্লো হলেও আপনি YouTube ভিডিও দেখতে পাবেন। কীভাবে সবচেয়ে ভাল দেখার অভিজ্ঞতা পাবেন তা জানুন:

  • ভিডিও প্লেয়ারের সেটিংস  বিকল্পে ক্লিক করে কম ভিডিও কোয়ালিটি (যেমন, 240p বা 360p) বেছে নিন। ভবিষ্যতে প্লেব্যাক করার জন্য ব্রাউজার বন্ধ না করা পর্যন্ত ভিডিও প্লেয়ার এই সেটিং মনে রাখবে।
  • ভিডিও চালু করে সঙ্গে সঙ্গে পজ বোতাম টিপুন। প্লে বোতামে ক্লিক করার আগে ধূসর রঙের ভিডিও প্রগ্রেস বার লোড হওয়ার জন্য একটু অপেক্ষা করুন।
  • আপনি কম্পিউটার ব্যবহার করলে VP9-এর মতো লেটেস্ট ভিডিও কোডেক কাজ করে এমন ব্রাউজার ব্যবহার করুন, যেমন Chrome বা Firefox ব্রাউজার।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
10477945396817573976
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false