আপলোডের বিজ্ঞপ্তি না পাঠানো

আপনি YouTube-এ কোনও ভিডিও আপলোড করলে সেটি সাবস্ক্রাইবারদের বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হবে কিনা তা বেছে নিতে পারেন। দর্শকরা যেকোনও চ্যানেল থেকে ২৪-ঘণ্টার মধ্যে সর্বাধিক ৩টি আপলোড ও লাইভ স্ট্রিমের বিজ্ঞপ্তি পেতে পারেন। আপনি দিনে ৩টির বেশি ভিডিও আপলোড করলে, যাতে দর্শকরা আপনার বেছে নেওয়া ভিডিওর বিজ্ঞপ্তি পায় সেজন্য কয়েকটি ভিডিওর বিজ্ঞপ্তি বন্ধ করতে পারেন।

আপলোডের বিজ্ঞপ্তি বন্ধ করতে

  1. YouTube Studio-তে সাইন-ইন করুন।
  2. উপরে ডান দিকে, তৈরি করুন  এবং তারপর আপলোড করুন ভিডিও বিকল্পে ক্লিক করুন। 
  3. যে ফাইলটি আপলোড করতে চান সেটি বেছে নিন এবং সেই ভিডিওর বিবরণ লিখুন, তারপর আরও দেখুন বিকল্পে ক্লিক করুন।
  4. আপনি "লাইসেন্স ও ডিস্ট্রিবিউশন" বিভাগ থেকে, "সাবস্ক্রিপশন ফিডে প্রকাশ করুন এবং সাবস্ক্রাইবারদের বিজ্ঞপ্তি পাঠান" বক্স থেকে টিক চিহ্ন সরিয়ে নিন।

সাবস্ক্রাইবাররা এ বিষয়ে বিজ্ঞপ্তি পাবে না অথবা তাদের সাবস্ক্রিপশন ফিডে আপনার আপলোড করা ভিডিও দেখবে না। আপনি YouTube Analytics-এ “বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে” কার্ডে ০% বেল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে হিসেবে দেখতে পাবেন।

সর্বজনীন লাইভ স্ট্রিম ভিডিও বিজ্ঞপ্তি বন্ধ করা হবে না। যদিও তালিকাভুক্ত নয় এমন লাইভ স্ট্রিমের বিজ্ঞপ্তি পাঠানো হবে না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
1373433181139777464
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false