লাইভ স্ট্রিমিং লেটেন্সি

আপনার ক্যামেরা দিয়ে কোনও ইভেন্ট ক্যাপচার করা এবং সেটি দর্শকদের দেখানোর মধ্যে যে সময়ের ব্যবধান থাকে সেটিকে স্ট্রিম লেটেন্সি বলা হয়। লাইভ স্ট্রিম সেট-আপ করার সময় লেটেন্সি লেভেল কীভাবে দর্শকদের প্রভাবিত করতে পারে তা ভেবে দেখুন।

আপনি দর্শকদের সাথে লাইভ চ্যাট করলে, তাদের মন্তব্য ও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লেটেন্সি কম হওয়া প্রয়োজন। মনে রাখবেন যে লেটেন্সি কম হলে প্লেব্যাক বাফারিং বেশি হতে পারে।

দর্শকদের সাথে আপনি ইন্টার‍্যাক্ট না করলে, লেটেন্সি বেশি হলেও অসুবিধা নেই।

কেন লেটেন্সি ও কোয়ালিটির মধ্যে আপোষ করা প্রয়োজন?

লেটেন্সি যত কম হবে, ভিডিও প্লেয়ারের রিড-অ্যাহেড বাফারও তত কম হবে। রিড-অ্যাহেড বাফারের পরিমাণ গুরুত্বপূর্ণ, কারণ এটি স্ট্রিম লেটেন্সির প্রধান উৎস। লেটেন্সি কম হলে, এনকোডার ও প্লেয়ারের মধ্যে সমস্যা হয়ত দর্শকরা বেশি বুঝতে পারবেন।
নেটওয়ার্ক অত্যধিক ট্রাফিক সহ অন্যান্য কারণে লাইভ স্ট্রিমিংয়ে সমস্যা হতে পারে এবং এর ফলে স্ট্রিমিংয়ের সময় দেরি হতে পারে। গড় স্ট্রিমিং বিটরেট বজায় রাখতে পারে এমন দুর্দান্ত নেটওয়ার্কের ক্ষেত্রেও বিলম্ব হতে পারে।
সাধারণত, কিছুটা অতিরিক্ত লাইভ স্ট্রিমিং ডেটা সাময়িকভাবে সেভ করে রাখার মাধ্যমে আপনার দর্শকদের প্লেয়ার ইন্টারনেটের স্পিডে এইসব পরিবর্তন ম্যানেজ করতে পারবে। এই ফাংশনকে নার্ডদের জন্য স্ট্যাটিসটিক্সে বাফার হেল্থ বলা হয়।

লাইভ স্ট্রিম লেটেন্সি কীভাবে পরিবর্তন করতে হয়

লাইভ কন্ট্রোল রুমে:

  1. YouTube Studio খুলুন। উপরে ডানদিকে, তৈরি করুন এবং তারপর লাইভ স্ট্রিমিং শুরু করুন বিকল্পে ক্লিক করুন।
  2. উপর থেকে 'স্ট্রিম করুন' বা 'ম্যানেজ করুন' বিকল্পে ক্লিক করুন। স্ট্রিম তৈরি করুন অথবা শিডিউল করা স্ট্রিম খুলুন।
  3. স্ট্রিম ড্যাশবোর্ড থেকে স্ট্রিম করুন সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  4. "স্ট্রিম লেটেন্সি" থেকে আপনার লেটেন্সি বেছে নিন।

ওয়েবক্যাম ও মোবাইল স্ট্রিমিং সবসময় ইন্টার‍্যাক্টিভিটির জন্যই সেট আপ করা থাকে। আপনি সেগুলির জন্য লাইভ স্ট্রিম লেটেন্সি সেট করতে পারবেন না।

লাইভ স্ট্রিম লেটেন্সির জন্য ৩টি বিকল্প আছে:

সাধারণ লেটেন্সি

এর জন্য সবচেয়ে ভালো: ইন্টার‍্যাক্ট না করা লাইভ স্ট্রিম
আপনার লাইভ স্ট্রিমে দর্শকদের সঙ্গে ইন্টার‍্যাক্ট করতে না চাইলে "সাধারণ লেটেন্সি" বেছে নিন। এই বিকল্প দর্শকদের সবচেয়ে ভাল কোয়ালিটির ভিডিও দেখতে দেয়, কারণ এর ফলে বাফারিং সবচেয়ে কম হয়।
সাধারণ লেটেন্সিতে সব রেজোলিউশন ও লাইভ ফিচার কাজ করে।

কম লেটেন্সি

এর জন্য সবচেয়ে ভালো: দর্শকদের সঙ্গে সীমিত ইন্টার‍্যাকশন
আপনি যদি দর্শকদের সঙ্গে অল্প পরিমাণে ইন্টার‍্যাক্ট করতে চান এবং তাদের কাছ থেকে কোনও উত্তর পাওয়ার প্রয়োজন না থাকে (যেমন পোল), তাহলে এই বিকল্প বেছে নিন। কম লেটেন্সি যুক্ত স্ট্রিমের বেশিরভাগ দর্শক ১০ সেকেন্ডের কম লেটেন্সি দেখতে পাবেন। অন্য দুটি বিকল্পের পরিবর্তে এই সেটিং ব্যবহার করলে ভালোভাবে ভারসাম্য রক্ষা করা যায়।
এই সেটিংয়ে 4K রেজোলিউশন কাজ করে না।

অত্যন্ত কম লেটেন্সি

এর জন্য সবচেয়ে ভাল: এমন লাইভ স্ট্রিম যেখানে রিয়েল-টাইম এনগেজমেন্ট সহ ইন্টার‍্যাকশনের পরিমাণ অত্যন্ত বেশি
আপনি দর্শকদের সঙ্গে কথোপকথনে যোগ দিতে চাইলে এই বিকল্প বেছে নিন। অত্যন্ত কম লেটেন্সি যুক্ত স্ট্রিমের বেশিরভাগ দর্শক ৫ সেকেন্ডের কম লেটেন্সি দেখতে পাবেন। এর ফলে বাফারিং হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে।
এই সেটিংয়ে 4K রেজোলিউশন কাজ করে না।
মনে রাখবেন: এই সেটিং বেছে নিলে, নেটওয়ার্কে লাইভ ইনজেশন সংক্রান্ত সমস্যা দর্শকদের বেশি প্রভাবিত করবে। আপনি যে নেটওয়ার্ক কানেকশন ব্যবহার করেন সেটিতে আপনার পছন্দের বিটরেটে একটানা স্ট্রিমিং করা যায় কি না ভালো করে দেখে নেবেন। সেরা ফলাফল পেতে চাইলে, যেকোনও বিটরেটে সবচেয়ে ভালো কোয়ালিটি ও স্থায়িত্বের জন্য AV1 বা HEVC ব্যবহার করুন এবং এখানে দেওয়া YouTube লাইভের এনকোডার সংক্রান্ত সাজেশন মেনে চলুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
8249086159930148144
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false