YouTube ও YouTube Studio অ্যাপ আপডেট করা

YouTube ও YouTube Studio অ্যাপে সেরা অভিজ্ঞতা পেতে, আমরা অ্যাপের লেটেস্ট ভার্সনে আপডেট করতে উৎসাহিত করি। আমাদের পাঠানো আপডেট ইনস্টল করলে আপনি নতুন ফিচার, আরও দ্রুত লোড হওয়ার অভিজ্ঞতা, সমস্যার সমাধান এবং আরও অনেক সুবিধা পাবেন।  

  1. Google Play Store  Play Store অ্যাপ খুলুন।
  2. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. আমার অ্যাপ ও গেম বিকল্পে ট্যাপ করুন।
  4. আপডেট উপলভ্য আছে এমন অ্যাপের পাশে "আপডেট করুন" লেবেল দেখতে পাবেন।
  5. সব অ্যাপ আপডেট করতে, সব আপডেট করুন বিকল্পে ট্যাপ করুন। নির্দিষ্ট কোনও অ্যাপ আপডেট করতে চাইলে সেটি খুঁজে তার পাশের আপডেট করুন বিকল্পে ট্যাপ করুন।​

কখনও কখনও কোনও অ্যাপ আপডেট করতে আপনার ডিভাইস রিস্টার্ট করতে হতে পারে। অটোমেটিক আপডেট হওয়ার প্রসেস সম্পর্কে আরও জানুন

মনে রাখবেন: কয়েকটি অ্যাপ আপডেট করার পর নতুন করে অনুমতি দিতে হয়। নতুন অনুমতিতে সম্মতি জানাতে আপনি স্ক্রিনে হয়ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন।

আপনার Apple TV-তে YouTube অ্যাপ আপডেট করুন

  1. আপনার Apple TV থেকে অ্যাপ স্টোরে যান।  
  2. YouTube অ্যাপ খুঁজুন।
  3. YouTube অ্যাপ বেছে নিন।
  4. আপডেট করুন বিকল্প বেছে নিন। আপনি এই বিকল্প দেখতে না পাওয়ার অর্থ হল, YouTube অ্যাপ আপ-টু-ডেট রয়েছে।

আপনার Android TV-তে YouTube অ্যাপ আপডেট করুন

ডিফল্ট হিসেবে, আপনার Android TV-তে Google Play Store যেকোনও সময়ে অ্যাপ 'অটো-আপডেট করতে পারবে' হিসেবে সেট হয়ে থাকার কথা এবং YouTube অ্যাপটি সাধারণত অটোমেটিক আপডেট হয়ে যায়। আপনি অটো-আপডেট অ্যাপের সেটিংস বন্ধ করে রাখলে এবং তা আবার চালু করতে চাইলে:

  1. আপনার রিমোট কন্ট্রোলে 'হোম' বোতাম প্রেস করুন।
  2. এরপর অ্যাপ বিকল্প এবং তারপর Google Play Store বেছে নিন।
  3. সেটিংস বেছে নিন।
এরপর অ্যাপ অটো-আপডেট করুন বিকল্প ও তারপরে যেকোনও সময়ে অ্যাপ অটো-আপডেট করুন বিকল্প বেছে নিন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
18176751065233501366
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false