আপনার সাবস্ক্রিপশনের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করা

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

আপনি কোন চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সেই তথ্য ব্যক্তিগত রাখবেন নাকি সর্বজনীন করবেন তা বেছে নিতে পারবেন। ডিফল্টভাবে, সব সেটিংস ব্যক্তিগত হিসেবে সেট করা আছে।

  • ব্যক্তিগত: আপনার সাবস্ক্রিপশন ব্যক্তিগত হিসেবে সেট করা থাকলে, আপনি কোন চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তা অন্য কোনও ব্যবহারকারী দেখতে পাবেন না। আপনি কোনও চ্যানেল সাবস্ক্রাইব করলেও তার সাবস্ক্রাইবার তালিকায় আপনার অ্যাকাউন্ট দেখানো হবে না।
    মনে রাখবেন: আপনি যদি কেবল সাবস্ক্রাইবারদের জন্য উপলভ্য লাইভ চ্যাটে অংশ নেন, তাহলে আপনাকে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার হিসেবে অন্য দর্শকরা সর্বজনীনভাবে দেখতে পাবেন।
  • সর্বজনীন: আপনার সাবস্ক্রিপশন সর্বজনীন হিসেবে সেট করা থকলে, আপনি কোন চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তা অন্য ব্যবহারকারীরা দেখতে পাবেন। আপনার চ্যানেলের হোমপেজে সাবস্ক্রিপশনগুলি তালিকাভুক্ত করা হবে। আপনি সাবস্ক্রাইব করেছেন এমন যেকোনও চ্যানেলের সাবস্ক্রাইবার তালিকায় আপনার অ্যাকাউন্ট দেখা যাবে।

আপনার চ্যানেল সাবস্ক্রিপশন সর্বজনীন করা বা ব্যক্তিগত রাখা

  1. কম্পিউটার থেকে YouTube-এ সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
  3. সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  4. বাঁদিকের মেনুতে, গোপনীয়তা বিকল্পটি বেছে নিন।
  5. আমার সব সাবস্ক্রিপশন ব্যক্তিগত রাখতে চাই বিকল্পটি চালু বা বন্ধ করুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7289409509883483415
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false