ফুল স্ক্রিন মোডে দেখুন

ফুল স্ক্রিন মোড আপনাকে পুরো স্ক্রিনে ভিডিও দেখার সুবিধা করে দেয়। 

Video viewing basics

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

'ফুল-স্ক্রিন' মোডে দেখা

  1. আপনি যে ভিডিও দেখতে চান সেটিতে যান।
  2. ভিডিও প্লেয়ারের নিচে ডানদিকে, 'ফুল-স্ক্রিন' মোডে ক্লিক করুন।

ফুল স্ক্রিন মোডে থাকাকালীন আপনি কমেন্ট অ্যাক্সেস করতে স্ক্রল করে যেতে পারেন এবং এরপর কোন ভিডিও দেখাবে তাও চেক করতে পারবেন। ভিডিও বাদে সব বিকল্প আড়াল করতে স্ক্রল করে উপরের দিকে যান।

'ফুল-স্ক্রিন' মোড থেকে বেরিয়ে আসা

'ফুল স্ক্রিন' মোড থেকে বেরিয়ে আসতে, ভিডিও প্লেয়ারের নিচে ডানদিকে, 'ফুল স্ক্রিন থেকে বেরিয়ে আসা ' বিকল্পে ক্লিক করুন। আপনি ভিডিওতে ডবল-ক্লিক করেও বেরিয়ে আসতে পারেন।

ভিডিও দেখার সময় কোনও সমস্যা হলে, আপনি ব্রাউজারের সবচেয়ে আপ-টু-ডেট ভার্সন ব্যবহার করছেন কিনা তা দেখে নিন।

'ফুল স্ক্রিন' মোড কাজ না করলে

আপনি YouTube ছাড়া অন্য কোনও ওয়েবসাইটে YouTube ভিডিও দেখলে, সেখানে 'ফুল স্ক্রিন' মোডে দেখার বিকল্প নাও থাকতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16130402761213701055
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false