ভিডিও প্রগ্রেস বার

আপনার মোবাইল ডিভাইসে YouTube কন্টেন্ট ঘুরে দেখার জন্য নেভিগেশন সংক্রান্ত পরামর্শ

আপনি শেষবার কোনও ভিডিওর কতটা দেখেছিলেন তা প্রগ্রেস বার থেকে সহজে বুঝতে পারবেন। আপনি কোনও ভিডিও শেষ পর্যন্ত না দেখলে, ভিডিওর থাম্বনেলের নিচে একটি লাল রঙের বার থেকে কতটা দেখা হয়েছিল, তা বুঝতে পারবেন। আবার ভিডিওটি চালালে, যতটা দেখেছিলেন তার পর থেকেই সেটি আবার চালু হয়ে যাবে।

টিভি, কম্পিউটার বা YouTube মোবাইল অ্যাপে আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করলে তবেই এই প্রগ্রেস বারের সুবিধা উপলভ্য হয়।

মনে রাখবেন: দেখার ইতিহাস মুছে দিলে আপনি কোন ভিডিও কতটা দেখেছিলেন প্রগ্রেস বারে তা আর দেখানো হবে না।

আংশিক দেখা হয়েছে এমন ভিডিও বেছে নিলে, সাধারণত যতটা দেখা হয়েছিল তার পর থেকে আবার সেটি শুরু হয়। কিন্তু প্রায় সম্পূর্ণ ভিডিও দেখা হয়ে গেলে, যতটা দেখেছিলেন তার পর থেকে সেটি আবার চালু হয় না।

মনে রাখবেন: কখনও কখনও প্রগ্রেস বার সঙ্গে সঙ্গে আপডেট হয় না। সেক্ষেত্রে, আপনার ব্রাউজার বা ফিড রিফ্রেশ করে দেখুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12001733203282101741
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false