১৫ মিনিটের চেয়ে বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা

আপনার ভিডিওর দৈর্ঘ্য বাড়ান

ডিফল্ট হিসেবে আপনি সর্বাধিক ১৫ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। যাচাই করা অ্যাকাউন্ট দিয়ে ১৫ মিনিটের চেয়ে বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যাবে।

আপনার Google অ্যাকাউন্ট যাচাই করতে:

  1. YouTube মোবাইল অ্যাপ চালান।
  2. তৈরি করুন  এবং তারপর একটি ভিডিও আপলোড করুন বিকল্পে ক্লিক করুন।
  3. ১৫ মিনিটের থেকে বেশি দৈর্ঘ্যের ভিডিও বেছে নিন।
  4. আপনার ভিডিওর নাম, বিবরণ এবং সেটিংস বেছে নিয়ে পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
  5. আপনার Google অ্যাকাউন্ট যাচাই করতে উল্লেখিত ধাপগুলি অনুসরণ করুন। আপনি চাইলে মোবাইলে টেক্সট মেসেজ বা অটোমেটেড ভয়েস কলের মাধ্যমে যাচাইকরণ কোড পাওয়ার বিকল্পটি বেছে নিতে পারেন। 

সর্বাধিক আপলোড সাইজ

সর্বাধিক ২৫৬ জিবি অথবা ১২ ঘণ্টার ভিডিওর মধ্যে যেটির সাইজ কম হবে সেই সাইজের ভিডিও আপলোড করতে পারবেন। আমরা আগে আপলোডের সীমা পরিবর্তন করেছি, তাই আপনি ১২ ঘণ্টার চেয়ে বেশি দৈর্ঘ্যের পুরনো ভিডিও দেখতে পেতে পারেন।

সাধারণ সমস্যার সমাধান করুন

অ্যাকাউন্ট যাচাই করার পরেও আমার ভিডিও চলছে না।

অ্যাকাউন্ট যাচাই করার পরে, আপনাকে আবার ভিডিও আপলোড করতে হবে:
  1. YouTube Studio অ্যাপে সাইন-ইন করুন।
  2. তৈরি করুন  বিকল্প বেছে নিয়ে আপনার ভিডিও আবার আপলোড করুন।
আমার অ্যাকাউন্ট যাচাই করেছি কিনা জানি না।

আপনার Google অ্যাকাউন্ট ইতিমধ্যেই যাচাই করেছেন কিনা চেক করতে, ফিচার ব্যবহারের উপযুক্ততা বিকল্পে যান। আপনি যদি ইতিমধ্যেই অ্যাকাউন্ট যাচাই করে থাকেন তাহলে 'যেসব ফিচারের ক্ষেত্রে ফোনের মাধ্যমে যাচাইকরণ প্রয়োজন' বক্সের মধ্যে "চালু আছে" দেখতে পাবেন।

আমি অ্যাকাউন্ট যাচাই করেছি, কিন্তু বড় ভিডিও আপলোড করতে পারছি না।

আপনি আগে বড় ভিডিও আপলোড করতে পারলেও যদি এখন আর তা করতে না পারেন, সেক্ষেত্রে, আপনার অ্যাকাউন্টে কোনও কপিরাইট দাবি বা স্ট্রাইক আছে কিনা চেক করুন

আমার ভিডিওর সাইজ ২৫৬ জিবির বেশি।

আপনার ভিডিও ২৫৬ জিবির বেশি হলে, YouTube-এ আপলোড করার আগে কোনও ভিডিও এডিটিং সফ্টওয়্যারের সাহায্যে ভিডিওটি কম্প্রেস করার চেষ্টা করে দেখুন। কম্প্রেস করলে ভিডিওর কোয়ালিটিতে কোনও পরিবর্তন না হয়েই ভিডিও ফাইলের সাইজ ছোট হয়ে যাবে। YouTube-এ আপলোড করার জন্য ভিডিও কম্প্রেস করার একটি সাধারণ পদ্ধতি হল H.264 কোডেক ব্যবহার করে ভিডিও কম্প্রেস করা।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
3463706659567997070
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false