রিলিজ প্রোফাইল বেছে নিন

শুধু যেসব পার্টনার তাদের কপিরাইটযুক্ত কন্টেন্ট ম্যানেজ করার জন্য YouTube-এর কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন, শুধু তারাই এই ফিচারটি ব্যবহার করতে পারেন।

YouTube-এর তিনটি রেজিস্টার করা DPids আছে:

  • YouTube - PADPIDA2013020802I
  • YouTube_ContentID - PADPIDA2015120100H
  • YouTube_CreatorMusic - PADPIDA2022021109P

ERN ফিড ব্যবহারের বিভিন্ন ক্ষেত্রগুলি কার্যকরী করার জন্য, DDEX এক সেট রিলিজ প্রোফাইল প্রকাশ করেছে। YouTube-এ তিনটি প্রোফাইল ব্যবহার করা যায়:

  • সিঙ্গল রিসোর্স রিলিজ প্রোফাইল - প্রত্যেক ট্র্যাকের ভিত্তিতে সাউন্ড রেকর্ডিংয়ের মালিকানা ও Content ID সংক্রান্ত স্বত্ব পাঠাতে এই প্রোফাইল ব্যবহার করা হয়। এই ফিড থেকে YouTube কোনও অ্যালবাম-লেভেল মেটাডেটা ব্যবহার করে না।
  • অডিও অ্যালবাম প্রোফাইল - সম্পূর্ণ ট্র্যাক ও মেটাডেটা সহ রিলিজ পাঠানোর ক্ষেত্রে অডিও অ্যালবাম প্রোফাইল ব্যবহার করা হয়। শুধু এই প্রোফাইল ব্যবহার করে YouTube Premium-এর জন্য অ্যালবাম পাঠানো যায়। এছাড়া, এই ফিডে সাউন্ড রেকর্ডিংয়ের মালিকানা ও Content ID সংক্রান্ত স্বত্বও অন্তর্ভুক্ত থাকতে পারে।
  • ভিডিও সিঙ্গল - অতিরিক্ত Content ID সংক্রান্ত স্বত্ব সহ মিউজিক ভিডিও আপলোড করার জন্য এই প্রোফাইল ব্যবহার করা যেতে পারে। এই ফিড থেকে YouTube কোনও অ্যালবাম-লেভেল মেটাডেটা ব্যবহার করে না।

সিঙ্গল রিসোর্স রিলিজ বনাম অডিও অ্যালবাম

যেসব পার্টনারের ক্যাটালগের আকার বড়, কন্টেন্ট পাঠানোর ক্ষেত্রে তারা সাধারণত দুটি প্রোফাইলই ব্যবহার করতে পছন্দ করেন। যেমন, যদি কোনও রিলিজে ১০টি ট্র্যাক থাকে:

  • YouTube Premium-এর জন্য ১টি অডিও অ্যালবাম ফিড যার মধ্যে সব ট্র্যাক ও অ্যালবাম মেটাডেটা অন্তর্ভুক্ত থাকবে।
  • প্রতিটি ট্র্যাকের Content ID স্বত্বের জন্য ১০টি আলাদা সিঙ্গল রিসোর্স রিলিজ ফিড।

যদিও এই পদ্ধতির ফলে প্রাথমিক ওভারহেড যোগ হয়, তবে এর ফলে সেইসব ক্ষেত্রে জটিলতা কমে যায় যেখানে ট্র্যাকগুলি বিভিন্ন অ্যালবামে ভাগ করা আছে এবং Content ID সংক্রান্ত স্বত্ব কোনও একটি নির্দিষ্ট অ্যালবামের সঙ্গে যুক্ত নেই। যেসব পার্টনারের ক্যাটালগ ছোট এবং ট্র্যাক শুধু একটি অ্যালবামে অন্তর্ভুক্ত থাকে, তারা একাধিক ফিড একত্রিত করে একটি অডিও অ্যালবাম ফিড প্রদান করতে পারেন।

  • আপনি একটি অডিও অ্যালবাম ফিডে YouTube Premium এবং Content ID ডেলিভারি একত্রিত করতে চাইলে, কোনও নির্দিষ্ট ট্র্যাকের Content ID সংক্রান্ত অধিকার যাতে শুধু একটি অ্যালবামের সাথে যুক্ত থাকে তা দেখবেন। একাধিক ফিড জুড়ে Content ID সংক্রান্ত অধিকার ছড়িয়ে থাকতে পারে না। সেটি করা হলে, লেটেস্ট ডেলিভারি আগের সব মালিকানা/নীতি ওভাররাইট করে দেয়।
  • আপনি একমাত্র MessageRecipient হিসেবে ক্রিয়েটর মিউজিক ফিড প্রদান করলে, সম্পর্কিত সাউন্ড রেকর্ডিং অ্যাসেট আগে থেকেই আপনার কন্টেন্ট ম্যানেজারে থাকতে হবে। আপনি নতুন অ্যাসেটের জন্য ক্রিয়েটর মিউজিক লাইসেন্স স্ট্র্যাটেজি প্রদান করতে চাইলে, একটি একত্রিত ফিড ব্যবহার করুন যাতে কমপক্ষে ক্রিয়েটর মিউজিক ও Content ID থাকে।
  • ক্রিয়েটর মিউজিকে কোনও অ্যালবামের সব ট্র্যাক অন্তর্ভুক্ত করা গেলে, নিচে বর্ণিত যেকোনও একটি অডিও অ্যালবাম প্রোফাইল ব্যবহার করুন।

নিচের প্রতিটি প্রোফাইলের জন্য বিভিন্ন ধরনের ব্যবহার এবং প্রয়োজনীয় MessageRecipients নিচে উল্লেখ করা হল:

  অডিও অ্যালবাম প্রোফাইল সিঙ্গল রিসোর্স রিলিজ প্রোফাইল
শুধু YouTube Premium হ্যাঁ (MessageRecipient: YouTube) না
শুধু Content ID হ্যাঁ (MessageRecipient: YouTube_ContentID) হ্যাঁ
YouTube Premium এবং Content ID হ্যাঁ (MessageRecipients: YouTube এবং YouTube_ContentID) না
শুধু ক্রিয়েটর মিউজিক হ্যাঁ (MessageRecipient: YouTube_CreatorMusic) হ্যাঁ
YouTube Premium, Content ID এবং Creator Music হ্যাঁ (MessageRecipients: YouTube, YouTube_ContentID এবং YouTube_CreatorMusic) না

 

আপনি DDEX রেফারেন্স রিসোর্স পৃষ্ঠা থেকে প্রত্যেক ধরনের ব্যবহারের জন্য নমুনা ফিড ডাউনলোড করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16587402718626167714
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false