কমিউনিটি পোস্টে ক্রিয়েটরদের সাথে ইন্টার‌্যাক্ট করা

কমিউনিটি পোস্ট আপনাকে পছন্দের ক্রিয়েটরদের সাথে আরও বেশি করে ইন্টার‌্যাক্ট করার সুযোগ করে দেয়। আপনি YouTube-এ ক্রিয়েটর পোল, ক্যুইজ, ছবি, GIF এবং আরও অনেক কিছুতে উত্তর দিতে পারবেন।

ক্রিয়েটরের চ্যানেলের কমিউনিটি ট্যাবে কমিউনিটি পোস্ট উপলভ্য এবং এগুলি হোম ফিড ও সাবস্ক্রিপশন ফিডেও থাকতে পারে। কোনও ক্রিয়েটর আগে পোস্ট না করে থাকলে, তার চ্যানেল পৃষ্ঠায় আপনি কোনও কমিউনিটি ট্যাব দেখতে পাবেন না।

শুধু কমিউনিটি পোস্টে কোনও ফিড এন্টার করতে, আপনি হোম ফিডে সব পোস্ট দেখুন বিকল্পে ট্যাপ করতে পারবেন। ফিডের মধ্যে, আপনি সেইসব চ্যানেলের পোস্ট দেখতে পেতে পারেন যেসব চ্যানেলের সাথে আপনি আগে যুক্ত ছিলেন অথবা সেইসব পোস্টও দেখানো হতে পারে যেগুলি আপনার পছন্দ হবে বলে আমরা আশা করি।

পোস্টের মাধ্যমে ইন্ট্যার‌্যাক্ট করা

YouTube অ্যাপে সাইন-ইন করে কমিউনিটি পোস্ট, কমিউনিটি পোল ও ক্যুইজে করা প্রশ্নের উত্তর দিন এবং কমিউনিটি পোস্টের বিজ্ঞপ্তি ম্যানেজ করুন।

মনে রাখবেন: iPad-এ কমিউনিট পোস্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি উপলভ্য নয়।
কমিউনিটি পোস্টে উত্তর দিন
  1. হোম ফিড, সাব ফিড বা কমিউনিটি ট্যাবের কোনও 'কমিউনিটি পোস্টে' মন্তব্য লিখুন '\-" বিকল্পে ট্যাপ করুন।
  2. 'কমিউনিটি পোস্টে' অথবা কোনও মন্তব্যে আপনার উত্তর লিখুন।
  3. পাঠান বিকল্পে ট্যাপ করুন।

পরামর্শ: এছাড়াও আপনি লাইক অথবা ডিসলাইক বোতামে ট্যাপ করে আপনার প্রতিক্রিয়া জানাতে পারবেন। মনে রাখবেন, আপনি যে অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন, সেখান থেকেই উত্তর দেওয়া হচ্ছে।

'কমিউনিটি পোস্টের' বিজ্ঞপ্তি ম্যানেজ করুন

'কমিউনিটি পোস্ট' আছে এমন কোনও চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে এবং সেখান থেকে বিজ্ঞপ্তি পাওয়ার বিকল্প চালু করে রাখলে, আপনাকে বিজ্ঞপ্তি পাঠানো হতে পারে। বিজ্ঞপ্তি সেটিংস পরিবর্তন করা সম্পর্কে আরও জানুন। আপনি যে চ্যানেল থেকে আসা বিজ্ঞপ্তি ম্যানেজ করতে চান, সেটিতে যান।

​সাবস্ক্রিপশন ফিডে কমিউনিটি পোস্ট ম্যানেজ করুন

সাবস্ক্রিপশন ফিড থেকে পোস্ট ও ভিডিও দেখার অথবা শুধুমাত্র ভিডিও দেখার বিকল্প বেছে নিতে পারবেন।

  1. সাবস্ক্রিপশন বিকল্পে ট্যাপ করুন।
  2. স্ক্রিনের উপরের দিকে থাকা ফিল্টার বারে বাঁদিকে সোয়াইপ করে এবং তারপর সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. ভিডিও এবং পোস্ট অথবা শুধুমাত্র ভিডিও, আপনার পছন্দমতো যেকোনও একটি বেছে নিন।

​'বিজ্ঞপ্তির ঘণ্টা ' বিকল্পে ক্লিক করে আপনি চ্যানেলের সব বিজ্ঞপ্তি ম্যানেজ করতে পারবেন। 'সব ', 'পছন্দমতো ' অথবা 'কোনওটিই না ' বিকল্প বেছে নিন।​

'হোম' থেকে কমিউনিটি পোস্ট বাতিল করুন

হোম ফিডে দেখানো যেকোনও কমিউনিটি পোস্ট আপনি বাতিল করতে চাইলে ঠিক তার পাশে থাকা আরও , তারপর 'আর বিজ্ঞপ্তি পেতে চাই না' বিকল্পে ট্যাপ করতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15779538833167405596
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false