YouTube-এ মিউজিক অধিকার ম্যানেজমেন্ট

অ্যাসেটের মালিকানা

অনেক বছর আগে অনুরাগীরা মিক্সটেপে তাদের প্রিয় গান ও পারফর্ম্যান্স শেয়ার করতেন। এখন তারা অনলাইনে প্রিয় মিউজিক শেয়ার ও প্রশংসা করেন। অসংখ্য লেবেল ও অধিকারের মালিকরা YouTube-এর সাথে লাইসেন্সের চুক্তি করেছেন, যাতে অনুরাগীদের ভিডিও পোস্ট করা থাকে এবং তারা সেগুলি থেকে উপার্জন করতে পারেন। সারা বিশ্বের অনুরাগীরা কনসার্টের ফুটেজ বা রিমিক্স আপলোড করে তাদের প্রিয় শিল্পীর প্রতি যে ভালবাসা দেখান, সেটি উদযাপন করা উচিত বলে তারা স্বীকার করেছেন। এছাড়াও, তারা দেখেছেন যে অনুরাগীদের আপলোড করা কন্টেন্ট আরও প্রচার লাভ ও বিক্রি বাড়ানোর উপায় হতে পারে।

এই সব কিছুই সম্ভব হচ্ছে, কারণ Content ID মেলানোর মাধ্যমে অধিকার ম্যানেজমেন্ট অটোমেটেড হয়ে গেছে। কোনও অনুরাগী YouTube-এ ভিডিও আপলোড করলে, সেটি কন্টেন্টের মালিকদের প্রদান করা অসংখ্য কন্টেন্ট নিয়ে তৈরি একটি ডেটাবেসের সাপেক্ষে স্ক্যান করা হয়। সেটি মিল খুঁজে পেলে কন্টেন্টের মালিকের পক্ষ থেকে ভিডিওটি দাবি করে এবং এটি নিয়ে কী করা হবে সেই বিষয় মালিককে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। মিউজিকের উপর সব দাবির মাত্র ০.৫ শতাংশ ম্যানুয়ালি ইস্যু করা হয়; বাকি ৯৯.৫ শতাংশ আমরা ৯৯.৭ শতাংশ নির্ভুলতা সহ ম্যানেজ করি। বর্তমানে, YouTube-এ মিউজিক ইন্ডাস্ট্রির উপার্জনের ৫০ শতাংশ অনুরাগীদের আপলোড করা কন্টেন্ট থেকে আসে। 

Content ID-র সাহায্যে YouTube মিউজিক ইন্ডাস্ট্রিকে কোটি কোটি টাকা পেমেন্ট করে এবং অর্থের পরিমাণে প্রত্যেক বছরই উল্লেখযোগ্য বৃদ্ধি হচ্ছে। তাই কিছু লেবেল ও শিল্পী যখন অভিযোগ করেন যে YouTube নিজের প্ল্যাটফর্মকে "লাইসেন্সবিহীন" মিউজিক দিয়ে বন্যার মতো ভাসিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে এবং শিল্পীরা তাদের উপার্জন থেকে বঞ্চিত হচ্ছেন তখন সেটি শুনতে খুব আশ্চর্যজনক লাগে। আসল ঘটনা হল যে YouTube কপিরাইট ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়কে যথেষ্ট গুরুত্বসহকারে বিবেচনা করে এবং যেই মিউজিকই আপনি আপলোড করুন না কেন কপিরাইটের মালিক যাতে তার থেকে উপার্জন করতে পারেন তা নিশ্চিত করা হয়। অন্য কোনও প্ল্যাটফর্ম সব ধরনের কন্টেন্টের জন্য ক্রিয়েটরদের -- ছোট বা বড় -- এত অর্থ ফিরিয়ে দেয় না।

মিউজিকের লাইসেন্স ম্যানেজমেন্ট

YouTube-এ কোনও মিউজিক চালানোর জন্য অনেক ধরনের অধিকার লাগে, সাধারণত প্রতিটি অধিকারই ভিন্ন পার্টির নিয়ন্ত্রণে থাকে। প্রতিবার যখন কোনও মিউজিক ব্যবহার করা হয় তখন YouTube-এর পেমেন্ট সারা বিশ্বে ছড়িয়ে থাকা বেশ কয়েকজন অধিকারের মালিকের মধ্যে ভাগ করে দিতে হয় এবং প্রত্যেকেই এভাবে কিছু না কিছু উপার্জন করে থাকেন। 

মিউজিক ইন্ডাস্ট্রি যাতে শিল্পীদের স্বার্থে কাজ করে তা নিশ্চিত করতে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রসেসের সাথে যুক্ত অধিকারের মালিক এবং অধিকার সম্পর্কে একটু আলোচনা করা যাক।

মাস্টার ব্যবহারের অধিকার

সাধারণত, যে রেকর্ড লেবেল মিউজিকটি রেকর্ড করেছে তার কাছে মাস্টার রেকর্ডিং ব্যবহারের অধিকার থাকে। যখনই কোনও ভিডিওতে মাস্টার রেকর্ডিং ব্যবহার করা হয় তখনই ক্যাটালগ নিয়ন্ত্রণকারী রেকর্ড লেবেলকে মালিকানার জন্য রয়্যালটি পেমেন্ট করা হয় এবং সে সেটি শিল্পীর সাথে ভাগ করে নেয়। এটি প্রায়ই দেখায় যায় যে একাধিক লেবেল একযোগে কপিরাইট করা সাউন্ড রেকর্ডিং ম্যানেজ করার কাজ করে এবং বিভিন্ন অঞ্চলে আলাদা লেবেলের কাছে অধিকারের দায়িত্ব থাকে। তবে, লেবেলগুলির কাছে কন্টেন্ট ডেলিভার বা ম্যানেজ করার জন্য প্রয়োজনীয় রিসোর্স নাও থাকতে পারে। সেইসব ক্ষেত্রে, তারা কোনও অ্যাগ্রিগেটর বা ডিস্ট্রিবিউটরের সাথে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিতে পারে।

সর্বজনীন পারফর্ম্যান্স সংক্রান্ত অধিকার

মিউজিকের রেকর্ড করা সব অংশ (মাস্টার রেকর্ডিং) একটি মিউজিকাল রচনার (কম্পোজিশন) উপর নির্ভর করে এবং এই মিউজিকাল রচনার উপর আলাদা অধিকারসমূহ প্রযোজ্য হয়। YouTube-এর কাজের সুবিধার্থে এইসব অধিকারকে দু'টি বিভাগে ভাগ করা যেতে পারে - সর্বজনীন লেভেলে পারফর্ম করার অধিকার এবং অন্যান্য অধিকার।

সর্বজনীন পারফর্ম্যান্স সংক্রান্ত অধিকার প্রায়ই পারফর্ম্যান্স রাইটস অর্গানাইজেশন (PRO)-এর নিয়ন্ত্রণে থাকে। রেস্তোরাঁ, বার, হোটেলের লবি ইত্যাদিতে মিউজিক চালানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি যাতে পেমেন্ট করে তা PRO নিশ্চিত করে থাকে। YouTube-এ কোনও মিউজিক স্ট্রিম করা হলে এই সংস্থাগুলি রয়্যালটি সংগ্রহ করে গানের রচয়িতা ও প্রকাশকের মধ্যে ভাগ করে দেয়, যাতে তারা কম্পোজিশনের সর্বজনীন পারফর্ম্যান্সের অধিকার সংক্রান্ত খরচ বহন করতে পারেন। অনেক সময় "কালেক্টিং সোসাইটি" নামের প্রতিষ্ঠান অন্য দেশে এই একই দায়িত্ব পালন করে থাকে। এইসব সংস্থাকে সাধারণ অধিকার ম্যানেজমেন্ট সংক্রান্ত ফাংশন পরিচালনা করার জন্য মনোনয়ন করা হয় এবং এরা প্রায়ই ব্ল্যাঙ্কেট লাইসেন্স অফার করে থাকে। এটি লাইসেন্সের অধিকারীকে আলাদা আলাদা মিউজিক কম্পোজিশনের জন্য স্বতন্ত্র লাইসেন্স অর্জন করার পরিবর্তে একটি সময়সীমার মধ্যে সংগ্রাহকের সোসাইটির সম্পূর্ণ ক্যাটালগ ব্যবহার করতে দেয়।

অন্যান্য অধিকার

কম্পোজিশনের অন্যান্য অধিকার সাধারণত প্রকাশকের নিয়ন্ত্রণে থাকে। রেকর্ড লেবেলগুলির মতোই কিছু প্রকাশকের এই অধিকারগুলি ম্যানেজ করার জন্য যথেষ্ট রিসোর্স নাও থাকতে পারে এবং তাদের হয়ে অধিকার ম্যানেজ করার জন্য তারা আরও বড় প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন। এই প্রতিষ্ঠানগুলি প্রায়ই অ্যাগ্রিগেটর বা বিতরণকারী হিসেবে কাজ করবে। এক্ষেত্রেও, কালেক্টিং সোসাইটি কম্পোজিশন ব্যবহারের নন-এক্সক্লুসিভ লাইসেন্স বিক্রি এবং অন্য দেশে রয়্যালটি সংগ্রহ ও বিতরণ করার দায়িত্ব প্লান করতে পারে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
14926944606323040925
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false