YouTube-এর জন্য আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করা

YouTube-এ সাইন-ইন করতে হলে আপনার একটি Google অ্যাকাউন্ট থাকতে হবে। Google অ্যাকাউন্ট Google-এর সব প্রোডাক্টে (যেমন Gmail, Blogger, Maps, YouTube, এবং আরও অনেক কিছু) কাজ করে।

শুরু করা | কীভাবে ও কেন YouTube-এ সাইন-ইন করবেন এবং YouTube চ্যানেল তৈরি করবেন

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

আপনি আগে এইসব প্রোডাক্টের কোনও একটিতে সাইন-ইন করে থাকার অর্থ হল, আপনার ইতিমধ্যেই Google অ্যাকাউন্ট আছে। সাইন-ইন করতে, এইসব প্রোডাক্টে যে ইমেল আইডি ব্যবহার করেছেন সেটি লিখুন। যেমন, আপনি Gmail ব্যবহার করলে, আপনার Gmail-এর ইউজারনেম। আপনার Google অ্যাকাউন্ট না থাকলে, আপনি YouTube-এ অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন।

Google অ্যাকাউন্ট এবং YouTube সম্বন্ধে এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিবরণ উল্লেখ করা হয়েছে যা মনে রাখা প্রয়োজন:

  • আপনি Google অ্যাকাউন্ট দিয়ে YouTube-এ সাইন-ইন করেন। YouTube-এ সাইন-ইন করতে, Google অ্যাকাউন্ট ইমেল এবং পাসওয়ার্ড লিখুন। YouTube-এ সাইন-আপ করার পরে, অন্য কোনও Google পরিষেবায় আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন-ইন করলে, YouTube-এ অটোমেটিক সাইন-ইন হয়ে যাবে।
  • Google অ্যাকাউন্ট মুছে ফেললে, আপনার YouTube-এর ডেটা মুছে যাবে, এর মধ্যে সব ভিডিও, কমেন্ট এবং সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত আছে। Google অ্যাকাউন্ট মুছে ফেলার আগে, YouTube সহ সব Google পরিষেবার ডেটা স্থায়ীভাবে মুছে ফেলতে চলেছেন এটি আপনি বুঝেছেন কিনা তা কনফার্ম করতে হবে।
কিছু পুরনো, ব্যবহার না করা YouTube চ্যানেল (মে ২০০৯-এর আগে তৈরি) Google অ্যাকাউন্টের অংশ নাও হতে পারে। এইসব চ্যানেল ব্যবহার করার জন্য সেগুলিকে কোনও Google অ্যাকাউন্টের সাথে যোগ করতে হতে পারে।

Google অ্যাকাউন্ট ব্যবহার করে YouTube-এ সাইন-ইন করলে, আপনি YouTube-এর অনেক ফিচারের সুবিধা নিতে পারবেন:

  • যেমন ভিডিও
  • পছন্দসই সেভ করুন
  • চ্যানেল সাবস্ক্রাইব করুন
  • পরে দেখুন
  • দেখার ইতিহাস
  • ভিডিওর বিষয়ে অভিযোগ করুন

এছাড়াও, আপনার দেখা ভিডিও এবং সাবস্ক্রিপশনের ভিত্তিতে YouTube পছন্দমতো ভিডিও সাজেস্ট করতে পারবে।

আপনার যদি আগেকার কোনও উল্লেখযোগ্য দেখার ইতিহাস না থাকে, তাহলে যেসব YouTube ফিচার ভিডিও সাজেস্ট করার জন্য আপনার দেখার ইতিহাসের উপর নির্ভর করে, সেগুলি সরিয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে 'YouTube হোমপেজে দেখানো সাজেশন'-এর মতো ফিচার।
 
আপনি চ্যানেল তৈরি না করা পর্যন্ত, YouTube-এ আপনার ভিডিও কেউ দেখতে পাবে না। আপনার অ্যাক্টিভিটি সম্পূর্ণভাবে গোপন থাকবে। নিজের ভিডিও আপলোড করতে, ভিডিওতে মন্তব্য করতে বা প্লেলিস্ট তৈরি করতে চাইলে, আপনি যেকোনও সময় YouTube চ্যানেল তৈরি করতে পারেন

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
15837111955895373509
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false