অ্যাসেট লেবেলের ক্ষেত্রে কাজে লাগার মতো পদ্ধতি

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এইসব ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যাক্সেস পেতে আপনার YouTube পার্টনার ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।
অ্যাসেট লেবেলের সাহায্যে আপনি নিজের অ্যাসেট ও দাবিগুলি কাস্টম বিভাগে সাজিয়ে রাখতে পারবেন। আপনি যা যা করতে পারবেন:
  • প্রতিটি অ্যাসেটে সর্বাধিক ৩০টি লেবেল প্রয়োগ করতে পারবেন।
  • প্রতি কন্টেন্ট ম্যানেজার পিছু সর্বাধিক ১৫,০০০ অ্যাসেট লেবেল তৈরি করতে পারবেন।

সর্বাধিক সংখ্যক লেবেল কীভাবে সবচেয়ে কার্যকর হতে পারে সে বিষয়ে আপনাকে সাহায্য করতে আমরা এখানে কিছু পেশাদার পদ্ধতির সাজেশন দিয়েছি:

 স্পষ্ট ও নির্দিষ্ট লেবেলের নাম বেছে নিন

  • লেবেলের নামে শুধু একটিমাত্র অ্যাট্রিবিউট থাকা অবশ্যক। আপনি যেসব লেবেল করবেন সেই সমস্ত অ্যাসেট বা দাবিতে এই অ্যাট্রিবিউট থাকতে হবে। অ্যাট্রিবিউটের মধ্যে জনরা, শিল্পীর নাম, মিউজিক লেবেলের নাম বা লোকেশন থাকতে পারে।
    • উদাহরণ: পিয়ানো ইন্টারভিউ১, ইন্টারভিউ২, 1080p, আবৃত্তি, ১৯৯৬, চ্যাম্পিয়ানশিপ, ক্লিপ১, ক্লিপ২
  • আপনার কন্টেন্ট যারা ম্যানেজ করে ও পারফর্ম্যান্সের রিপোর্ট বিশ্লেষণ করে তাদের জন্য কার্যকর ও প্রাসঙ্গিক কীওয়ার্ড বেছে নিন।
  • এমন বিশেষ চিহ্নিতকরণ শব্দ বেছে নিন যা ভবিষ্যতে এই ধরনের অন্যান্য অ্যাসেট আপলোড করার সময় আবার ব্যবহার করতে পারবেন।

লেবেলের নির্দিষ্ট নাম দিলে তা পারফর্ম্যান্সের রিপোর্টকে আরও অর্থবহ করে তুলবে ও ভবিষ্যতে ক্যাম্পেনের সময় গ্রুপ করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে।

অ্যাসেট লেবেল বনাম কাস্টম আইডি: যে প্যাটার্ন অনুযায়ী কাস্টম আইডি দিয়েছেন সেই একই ধরনে অ্যাসেট লেবেল দেবেন না। অ্যাসেট লেবেল কোনও অনন্য ফিল্ড নয় ও এর উদ্দেশ্যই হল অ্যাসেট ও দাবির বিভাগগুলিকে গ্রুপের মধ্যে আনা। যেমন, “RTC1403728” ধরনের কোনও অনন্য কোড অ্যাসেট লেবেলের পরিবর্তে কাস্টম আইডি হলে সুবিধাজনক।

 একাধিক লেবেল প্রয়োগ করুন

  • কোনও একটি ক্ষেত্রে ব্যবহারের জন্য নির্দিষ্ট লেবেলের বদলে একটি অ্যাসেটে অনেকগুলি অ্যাসেট লেবেল (সর্বাধিক ৩০টি) প্রয়োগ করুন ও আরও বেশি গ্রুপ করার সুবিধা পেয়ে যান।

 অব্যবহৃত লেবেল মুছে দিন

  • ব্যবহার করেন না এমন অ্যাসেট লেবেল নিয়মিত মুছুন যাতে কন্টেন্ট ম্যানেজার পিছু ১৫,০০০টি অ্যাসেট লেবেলের সীমা যাতে পেরিয়ে না যায়।
  • ব্যবহার করেন না এমন অ্যাসেট লেবেল মুছে দিলে আপনি সমস্ত অ্যাসেট লেবেল অডিটের প্রসেস এড়াতে পারবেন।

কীভাবে অ্যাসেট লেবেল মুছবেন জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
4593194417526387775
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false