হ্যাশট্যাগের মাধ্যমে প্লেলিস্ট ও ভিডিও খুঁজুন

হ্যাশট্যাগ হল কীওয়ার্ড যার আগে # চিহ্ন দেওয়া থাকে। হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি সহজেই YouTube ও YouTube Music-এ একই হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করা অন্যান্য ভিডিও বা প্লেলিস্টের সাথে নিজের কন্টেন্ট কানেক্ট করতে পারবেন। তাছাড়া, হ্যাশট্যাগ দর্শক ও শ্রোতাদেরও সার্চের মাধ্যমে সম্পর্কিত কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করে।

YouTube ভিডিও বা YouTube Music-এর প্লেলিস্টে হ্যাশট্যাগ যোগ করা

কোনও ভিডিও আপলোড অথবা YouTube-এ Short রেকর্ড অথবা YouTube Music-এ প্লেলিস্ট তৈরি করার সময় আপনি নাম ও বিবরণে হ্যাশট্যাগ যোগ করতে পারবেন।

YouTube-এ ভিডিওতে হ্যাশট্যাগ যোগ করতে:

  1. ভিডিওর নাম বা বিবরণে # চিহ্ন যোগ করুন এবং তারপর ভিডিওর সাথে যুক্ত করতে চান এমন বিষয় বা কীওয়ার্ড লিখুন। আপনার ইনপুটের উপর ভিত্তি করে আমাদের সিস্টেম জনপ্রিয় হ্যাশট্যাগগুলি সাজেস্ট করবে।
  2. একই হ্যাশট্যাগ থাকা অন্যান্য ভিডিওর সাথে আপনার ভিডিওর প্রচার করার জন্য সাজেস্ট করা হ্যাশট্যাগগুলির থেকে একটি বেছে নিন বা আপনার কন্টেন্টের উপযুক্ত হ্যাশট্যাগ পেতে নিজস্ব হ্যাশট্যাগ তৈরি করুন।

ভিডিওর বিবরণে যোগ করা হ্যাশট্যাগগুলির মধ্যে তিনটি সবচেয়ে আকর্ষণীয় হ্যাশট্যাগ আপনার ভিডিওর শিরোনামে দর্শকদের আকর্ষিত করতে দেখানো হতে পারে। যাইহোক, আপনার হ্যাশট্যাগগুলি এখনও ভিডিও বিবরণে দেখানো হবে এবং ভিডিওগুলি এখনও সার্চ ফলাফলে দেখানো হতে পারে। নাম এবং বিবরণে থাকা হ্যাশট্যাগ, একই হ্যাশট্যাগ থাকা অন্যান্য ভিডিও ফিচার করা ফলাফল পৃষ্ঠার সাথে লিঙ্ক করবে।

YouTube Music-এ আপনার প্লেলিস্টে হ্যাশট্যাগ যোগ করতে:

  1. লাইব্রেরি এবং তারপর প্লেলিস্ট বিকল্প বেছে নিন।
  2. আপনার তৈরি করা যে প্লেলিস্ট এডিট করতে চাইছেন, সেটি খুঁজুন।
  3. প্লেলিস্টের নাম পরিবর্তন বা বিবরণ যোগ করতে, আরও '' এবং তারপর এডিট করুন বিকল্প বেছে নিন।
  4. প্লেলিস্টের নাম বা বিবরণে একটি # চিহ্ন লিখুন।

প্লেলিস্টের নাম বা বিবরণে সেভ করা হলে, হ্যাশট্যাগ ক্লিক করা যায় এমন লিঙ্ক হিসেবে কাজ করে। নাম এবং বিবরণে থাকা হ্যাশট্যাগ সেই ফলাফল পৃষ্ঠার সাথে লিঙ্ক করবে যেখানে একই হ্যাশট্যাগ থাকা অন্যান্য ভিডিও ও প্লেলিস্ট ফিচার করা হয়েছে।

সাজেস্ট করা হ্যাশট্যাগ:

আপনি Short-এ টেক্সট যোগ করলে এবং হ্যাশট্যাগ যোগ করা শুরু করলে আপনাকে প্রাসঙ্গিক হ্যাশট্যাগ দেখানো হবে যা আপনার ভিডিওর জন্য উপযুক্ত হবে। আপনি আগে লিখেছেন এমন টেক্সট এবং আগে আপলোড করা কন্টেন্টের জন্য সাজেস্ট করা হ্যাশট্যাগের ভিত্তিতে এইসব হ্যাশট্যাগ সাজেস্ট করা হয়।

আগে ব্যবহার করা হ্যাশট্যাগের পাশে একটি ঘড়ির আইকন দেখতে পাবেন যার মানে হল আপনি এই হ্যাশট্যাগ আগে ব্যবহার করেছেন।

হ্যাশট্যাগ ব্যবহার সংক্রান্ত নীতি

YouTube-এ আপলোড করা অন্যান্য ভিডিওর মতোই, হ্যাশট্যাগের ক্ষেত্রেও আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে হয়। আমাদের নীতি লঙ্ঘন করে এমন হ্যাশট্যাগ আপনার কন্টেন্টের নিচে দেখানো হয় না এবং এই ধরনের হ্যাশট্যাগ মুছে দেওয়া হতে পারে। হ্যাশট্যাগ ব্যবহার করার সময় এইসব নীতি অনুসরণ করতে ভুলবেন না:

  • কোনও স্পেস দেওয়া যাবে না: হ্যাশট্যাগের মধ্যে কোনও স্পেস থাকে না। হ্যাশট্যাগে দুটি শব্দ রাখতে চাইলে, আপনি শব্দ দুটি জুড়ে রাখতে পারেন (#TwoWords, #twowords)।
  • মাত্রাতিরিক্ত-ট্যাগিং করা: একটি ভিডিও বা প্লেলিস্টের মধ্যে অনেক বেশি ট্যাগ যোগ করবেন না। যত বেশি ট্যাগ যোগ করবেন, সার্চ করা দর্শক বা শ্রোতার কাছে সেটি তত বেশি অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। কোনও ভিডিও বা প্লেলিস্টে ৬০টির বেশি হ্যাশট্যাগ থাকলে, সেই কন্টেন্টের প্রত্যেকটি হ্যাশট্যাগ বাতিল করা হবে। মাত্রাতিরিক্ত ট্যাগিং করলে তা আপনার আপলোড বা সার্চ থেকে ভিডিওটি সরিয়ে দেওয়ার কারণ হতে পারে।
  • বিভ্রান্তিকর কন্টেন্ট: ভিডিও বা প্লেলিস্টের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয় এমন হ্যাশট্যাগ যোগ করবেন না। বিভ্রান্তিকর বা সম্পর্কহীন হ্যাশট্যাগ যোগ করলে আপনার ভিডিও বা প্লেলিস্ট সরিয়ে দেওয়া হতে পারে। আমাদের বিভ্রান্তিকর মেটাডেটা নীতি সম্পর্কে আরও জানুন।
  • হয়রানি: হয়রানি, অবমাননা, ভয় দেখানো, তথ্য ফাঁস করা বা কোনও ব্যক্তি বা গ্রুপকে হুমকি দেওয়ার উদ্দেশ্যে হ্যাশট্যাগ যোগ করবেন না। এই নীতি লঙ্ঘন করলে আপনার ভিডিও বা প্লেলিস্ট সরিয়ে দেওয়া হতে পারে। আমাদের হয়রানি ও সাইবার হুমকি সংক্রান্ত নীতি সম্পর্কে আরও জানুন।
  • ঘৃণাত্মক বক্তব্য: ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংসা বা ঘৃণা ছড়ায় এমন কোনও হ্যাশট্যাগ যোগ করবেন না। এমন কোনও হ্যাশট্যাগ যোগ করবেন না যাতে বর্ণবিদ্বেষমূলক, যৌনতাপূর্ণ বা অন্যান্য খারাপ বিষয় থাকে। এই নীতি লঙ্ঘন করলে আপনার ভিডিও বা প্লেলিস্ট সরিয়ে দেওয়া হতে পারে। আমাদের ঘৃণাত্মক বক্তব্য সংক্রান্ত নীতি সম্পর্কে আরও জানুন।
  • যৌন কন্টেন্ট: যৌন বা অনুপযুক্ত হ্যাশট্যাগ যোগ করলে আপনার ভিডিও বা প্লেলিস্ট সরিয়ে দেওয়া হতে পারে। যৌন উসকানি দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা ভিডিও YouTube-এ প্রকাশ করা হয় না বললেই চলে। আমাদের যৌন কন্টেন্ট সংক্রান্ত নীতি সম্পর্কে আরও জানুন।
  • কদর্য ভাষা: হ্যাশট্যাগে অশ্লীল বা আপত্তিকর ভাষা ব্যবহার করা হলে, বয়স সংক্রান্ত বিধিনিষেধ প্রয়োগ করা অথবা ভিডিও সরিয়ে দেওয়া হতে পারে।
  • হ্যাশট্যাগ ছাড়া: হ্যাশট্যাগ যোগ করার অনুমতি থাকলেও, সাধারণ বর্ণনামূলক ট্যাগ বা বিবরণে একই বাক্য একাধিক বার যোগ করা যাবে না। এই নীতি লঙ্ঘন করলে, আপনার ভিডিও বা প্লেলিস্ট সরিয়ে দেওয়া অথবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। আমাদের বিভ্রান্তিকর মেটাডেটা নীতি সম্পর্কে আরও জানুন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2454747337414159743
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false