থার্ড-পার্টি অ্যাপের আপলোড করা সম্পর্কিত সমস্যার সমাধান করা

YouTube-এর প্ল্যাটফর্মে YouTube Data API পরিষেবা v2 থেকে v3 ভার্সনে আপগ্রেড করা হয়েছে। এই API হল একদম নতুন একটি প্রযুক্তি যার সাহায্যে থার্ড-পার্টি অ্যাপ চালু করা ও তাকে YouTube-এর সাথে ইন্টিগ্রেট করা যায়। ২০১৪ সালেই থার্ড-পার্টি অ্যাপ ডেভেলপারদের এই পরিবর্তন সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল যাতে তারা আমাদের নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় পান। সেই সময় থেকেই নতুন প্রযুক্তিতে মাইগ্রেট করার কাজে আমরা তাদের সাহায্য করছি।

অধিকাংশ থার্ড-পার্টি অ্যাপ আগে থেকেই YouTube Data API পরিষেবা v3 ব্যবহার করছে, তাই YouTube-এ আপলোড করার জন্য এই আপগ্রেডেড থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করার ব্যাপারে কোনও পরিবর্তনই হবে না।

যেসব থার্ড-পার্টি অ্যাপকে নতুন YouTube Data API পরিষেবার v3 ভার্সনে আপগ্রেড করা হয়নি, সেগুলি ব্যবহার করে YouTube-এ ভিডিও আপলোড করার সময় সমস্যা হতে পারে। আপনি এইসব অ্যাপের মাধ্যমে YouTube-এ আপলোড করতে পারবেন না। 

মনে রাখবেন: কোনও থার্ড-পার্টি অ্যাপকে অনুমতি দেওয়ার সময় আপনাকে আবার যাচাই করতে বলা হতে পারে।

আপলোড করা সংক্রান্ত সমস্যার সমাধান করা

কোনও থার্ড-পার্টি অ্যাপে সাইন-ইন করার সময় "ইউজারনেম/পাসওয়ার্ড কম্বিনেশন মেলেনি" মেসেজটি দেখানো হলে, ভিডিও আপলোড করতে এইসব ধাপ অনুসরণ করুন:

  1. থার্ড-পার্টি অ্যাপ থেকে ভিডিও এক্সপোর্ট করুন।
  2. YouTube ওয়েবসাইট বা YouTube মোবাইল অ্যাপ ব্যবহার করে ভিডিও আপলোড করুন। 
এছাড়া, আপনি থার্ড-পার্টি অ্যাপ আপডেট করারও চেষ্টা করতে পারেন। ডেভেলপার যদি অ্যাপের আপগ্রেড করা ভার্সন ব্যবহার করার সুযোগ দেন যা YouTube Data API পরিষেবা v3 ব্যবহার করছে, সেক্ষেত্রে আপডেট করে লাভ হতে পারে। আপডেট করেও যদি লাভ না হয়, সেক্ষেত্রে থার্ড-পার্টি অ্যাপ ডেভেলপারের সাথে যোগাযোগ করতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7773686570058508124
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false