ভিডিও রেজোলিউশন ও আকৃতির অনুপাত

প্ল্যাটফর্ম ও ভিডিওর ফর্ম্যাট অনুযায়ী YouTube বিভিন্ন আকৃতির অনুপাত সেট করে ভিডিও দেখায়। YouTube ভিডিও প্লেয়ার অটোমেটিক প্রতিটি ভিডিওর সাইজ ফলো করে।

মনে রাখবেন: এই ফিচারটি শুধুমাত্র মোবাইল ডিভাইসেই ব্যবহার করা যাবে।

Android ডিভাইসে YouTube অ্যাপ ভিডিওর সাইজ অনুযায়ী নিজের সাইজ অটোমেটিক পরিবর্তন করে নেয়। ভিডিওটি উল্লম্ব, বর্গাকার বা অনুভূমিক হোক না কেন, এটি সম্পূর্ণ স্ক্রিনে দেখানো হবে। উল্লম্ব (পোর্ট্রেট) ভিডিও প্লেয়ার ভিডিওর সাইজের অনুপাতে পরিবর্তন হয় - বর্গাকার এবং উল্লম্ব ভিডিওগুলির জন্য লম্বা হয় এবং ওয়াইডস্ক্রিন ভিডিওর জন্য দৈর্ঘ্য ছোট হয়ে যায়।

পোর্ট্রেট ভিডিও কীভাবে দেখানো হয়

এখন পোর্ট্রেট ভিডিও চালানোর সময়, ভিডিও প্লেয়ারের দু'ই পাশে কালো বার দেখানো হবে না। যেমন:

সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দর্শক ভিডিওর নিচের ডানদিকে থাকা আইকনে ট্যাপ করে উল্লম্বভাবে ফুল স্ক্রিন অ্যাক্সেস করতে পারেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
7681573414460020119
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false