ভিডিও রেজোলিউশন ও আকৃতির অনুপাত

প্ল্যাটফর্ম ও ভিডিওর ফর্ম্যাট অনুযায়ী YouTube বিভিন্ন আকৃতির অনুপাত সেট করে ভিডিও দেখায়। YouTube ভিডিও প্লেয়ার অটোমেটিক প্রতিটি ভিডিওর সাইজ ফলো করে।

আপনার ভিডিও কীভাবে দেখানো হবে

কম্পিউটারে YouTube ব্যবহার করলে স্ট্যান্ডার্ড অ্যাস্পেক্ট রেশিও হবে ১৬:৯। আপনার ভিডিওর অ্যাস্পেক্ট রেশিও আলাদা হলে, প্লেয়ার অটোমেটিক নিজের সাইজ পরিবর্তন করে নেয়, যাতে আপনার ভিডিও ও ব্যবহারকারীর ডিভাইসের রেজোলিউশনের সাথে সেটি মেলে।

কম্পিউটার ব্রাউজারে কিছু ভিডিও ও ডিভাইসের অ্যাস্পেক্ট রেশিও, যেমন ৯:১৬ পোর্ট্রেট ভিডিওর জন্য YouTube আরও প্যাডিং যোগ করতে পারে, যাতে তা ভালভাবে দেখা যায়। ডিফল্ট হিসেবে প্যাডিংয়ের রঙ সাদা হয় এবং ডার্ক থিম চালু থাকলে গাঢ় ধূসর রঙের হয়।

সেরা ফলাফলের জন্য সরাসরি আপনার ভিডিওতে প্যাডিং বা কালো বার ব্যবহার করবেন না। আপনি প্যাডিং দিলে, ভিডিওর সাইজ ও ব্যবহারকারীর ডিভাইস অনুযায়ী প্লেয়ারের সাইজ অটোমেটিক পরিবর্তন করার ব্যাপারে YouTube-এর অসুবিধা হয়।

সাজেস্ট করা রেজোলিউশন ও আকৃতির অনুপাত

ডিফল্ট ১৬:৯ অ্যাস্পেক্ট রেশিওর জন্য এইসব রেজোলিউশনে এনকোড করুন:

  • ৪৩২০p (8k): ৭৬৮০ x ৪৩২০
  • ২১৬০p (4K): ৩৮৪০ x ২১৬০
  • ১৪৪০p (2k): ২৫৬০ x ১৪৪০
  • ১০৮০p (HD): ১৯২০ x ১০৮০
  • ৭২০p (HD): ১২৮০ x ৭২০
  • ৪৮০p (SD): ৮৫৪ x ৪৮০
  • ৩৬০p (SD): ৬৪০ x ৩৬০
  • ২৪০p (SD): ৪২৬ x ২৪০
মনে রাখবেন: ২০২২ সাল থেকে আমরা 4K থেকে 8K রেজোলিউশনের ভিডিওতে প্লেব্যাক সহায়তা সরানো শুরু করেছি। যেমন, 5K রেজোলিউশনে প্লেব্যাক হয়ত আর কাজ করবে না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?

আরও সহায়তা প্রয়োজন?

পরবর্তী পদক্ষেপগুলি চেষ্টা করুন:

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
5145672810083405552
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false