বিজ্ঞাপন ফর্ম্যাটের ডিফল্ট সেটিংস বেছে নিন

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এইসব ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যাক্সেস পেতে আপনার YouTube পার্টনার ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।

আপনি সব নতুন ভিডিওর ক্ষেত্রে একই রকম বিজ্ঞাপনের ফর্ম্যাট প্রয়োগ করতে ডিফল্ট সেটিং সেট করতে পারেন। এর ফলে প্রতিবার নতুন ভিডিও আপলোড করার সময় আপনাকে সেটিংস পরিবর্তন করতে হবে না। সবচেয়ে ভাল উপায় হল, কোনও নতুন চ্যানেল তৈরির সময় ডিফল্ট বিজ্ঞাপনের ফর্ম্যাট সেট করা।

চ্যানেল লেভেল

আপনার ডিফল্ট বিজ্ঞাপনের ফর্ম্যাট সেট করতে এইসব নির্দেশ ফলো করুন।

কন্টেন্ট ম্যানেজারের লেভেল

  1. Studio কন্টেন্ট ম্যানেজারে সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনু থেকে, চ্যানেল বিকল্প বেছে নিন।
  3. ওভারভিউ ট্যাবে গিয়ে, আপনি যে চ্যানেল ম্যানেজ করতে চান তার উপরে মাউস নিয়ে যান।
  4. "ডিফল্ট আপলোড করুন সেটিংস"  বিকল্পে ক্লিক করুন।
  5. মনিটাইজেশন ট্যাব বেছে নিন।
  6. চ্যানেলে যে বিজ্ঞাপনের ফর্ম্যাট প্রয়োগ করতে চান তা সেট করুন।
মনে রাখবেন: খেয়াল রাখবেন যে, ভিডিও-লেভেল সেটিংস আগে থেকে সেট করে রাখা চ্যানেল-লেভেল সেটিংসকে ওভাররাইড করতে পারে। চ্যানেল-লেভেল সেটিংস আগে থেকে সেট করে রাখা কন্টেন্ট ম্যানেজার-লেভেল সেটিংসকে ওভাররাইড করতে পারে।

সম্পর্কিত কন্টেন্ট

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
12255866651859229694
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false