মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক (MCN) অপারেশন সংক্রান্ত ম্যানুয়াল

চ্যানেলে আমন্ত্রণ পাঠানো সংক্রান্ত সমস্যার সমাধান করা

YouTube Studio কন্টেন্ট ম্যানেজার ব্যবহার করেন এমন পার্টনাররাই শুধুমাত্র এইসব ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যাক্সেস পেতে আপনার YouTube পার্টনার ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।

চ্যানেলে আমন্ত্রণ পাঠানোর সময় কোনও সমস্যা সংক্রান্ত মেসেজ দেখতে পেলে, নিচে উল্লেখ করা সমস্যার সমাধানের ধাপগুলি অনুসরণ করে দেখতে পারেন।

চ্যানেলটি অন্য কন্টেন্টের মালিককে অ্যাসাইন করা হয়েছে

আপনি যদি এমন কোনও মেসেজ দেখেন যেখানে লেখা আছে, "এই ব্যবহারকারীকে আগে থেকেই কন্টেন্টের মালিক OWNER NAME: USERNAME-কে অ্যাসাইন করা আছে", তার অর্থ হল, এই ব্যবহারকারীকে আগে থেকেই অন্য কোনও MCN-এ লিঙ্ক করা আছে।

ব্যবহারকারীকে আপনার নেটওয়ার্কে আমন্ত্রণ পাঠানোর আগে তাকে কন্টেন্ট মালিকের থেকে চ্যানেল আনলিঙ্ক করতে হবে।

চ্যানেলটি এমন কন্টেন্ট মালিককে অ্যাসাইন করা হয়েছে যিনি অ্যাক্টিভ নেই

আপনি যদি এমন কোনও মেসেজ দেখেন যেখানে লেখা আছে, "এই ব্যবহারকারীকে আগে থেকেই অন্য অ্যাক্টিভ না থাকা কন্টেন্টের মালিক: USERNAME-কে অ্যাসাইন করা আছে", তার অর্থ হল, কন্টেন্টের মালিক কখনই AdSense for YouTube অ্যাকাউন্ট যোগ করার প্রসেস সম্পূর্ণ করেননি।

ব্যবহারকারীকে আপনার নেটওয়ার্কে আমন্ত্রণ পাঠানোর আগে তাকে কন্টেন্ট মালিকের থেকে চ্যানেল আনলিঙ্ক করতে হবে।

কন্টেন্টের যেসব মালিক অ্যাক্টিভ নেই তারা AdSense for YouTube অ্যাকাউন্ট লিঙ্ক করার নির্দেশাবলী অনুসরণ করে কোনও AdSense for YouTube অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার প্রসেস সম্পূর্ণ করতে পারবেন।

ইউজারনেম সংক্রান্ত সমস্যা

আপনি নিচে উল্লেখ করা সমস্যা সংক্রান্ত মেসেজ দেখতে পাওয়ার অর্থ হল, ব্যবহারকারীর ইউজারনেম সংক্রান্ত কোনও সমস্যা আছে যা সমাধান না করা হলে, আপনি নিজের নেটওয়ার্কে এই চ্যানেলকে আমন্ত্রণ পাঠাতে পারবেন না:

  • “এই ইউজারনেম/এক্সটার্নাল আইডি ভুল: USERNAME
  • “এই ব্যবহারকারী কোনও YouTube চ্যানেল তৈরি করেনি ও একে লিঙ্ক করা যাবে না: USERNAME
  • "Google অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত নয় বলে এই ব্যবহারকারীকে লিঙ্ক করা যাবে না: USERNAME"

কোনও ইউজারনেম ভুল ধরা হবে যদি তা কোনও আসল ইউজারনেমের সাথে সংযুক্ত না থাকে।

মনে রাখবেন, Google+ পৃষ্ঠা বা Google+ প্রোফাইল দিয়ে তৈরি চ্যানেলগুলির ক্ষেত্রে প্রচলিত ফর্ম্যাটে ইউজারনেম নাও থাকতে পারে। এক্ষেত্রে আপনি তাদের চ্যানেলের "এক্সটার্নাল আইডি" লিখতে পারেন যা পেতে হলে, চ্যানেলের URL-এ গিয়ে সেখানে "UC" লেখার পরে দেখানো ১৫টি অক্ষর কপি করতে হবে।

আমন্ত্রণ আগেই পাঠানো হয়েছে

এমন কোনও মেসেজ যদি দেখতে পান যেখানে লেখা আছে, “এই ব্যবহারকারীকে আগেই আমন্ত্রণ জানিয়েছেন: USERNAME,” সেক্ষেত্রে আপনি চ্যানেলের মালিককে তাদের ড্যাশবোর্ড চেক করে দেখতে বলুন ও আমন্ত্রণ গ্রহণ করতে বলুন।

এমন কোনও মেসেজ যদি দেখতে পান যেখানে লেখা আছে, “এই ব্যবহারকারীকে আপনি আগে থেকেই ম্যানেজ করেন: USERNAME,” এর অর্থ হল, এই চ্যানেলটি আগে থেকেই আপনার কন্টেন্ট ম্যানেজারে লিঙ্ক করা আছে।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
true
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2065256489406504726
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false