ভিডিও অটোপ্লে

YouTube-এ 'অটোপ্লে' ফিচারের সাহায্যে আপনি, কোনও ভিডিও দেখার সময় সেটির পরে কোন ভিডিও দেখবেন তা সহজে ঠিক করতে পারবেন। 'অটোপ্লে' ফিচার চালু করা থাকলে, একটি ভিডিও শেষ হওয়ার পরে সেই ধরনের আরেকটি ভিডিও অটোমেটিক চালু হয়ে যাবে।

How to Autoplay Videos on YouTube

লেটেস্ট খবর, আপডেট ও পরামর্শ পেতে YouTube Viewers চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

মনে রাখবেন:

  • ১৩-১৭ বছর বয়সী YouTube ব্যবহারকারীদের ক্ষেত্রে সাধারণত 'অটোপ্লে' ফিচার বন্ধ করা থাকে। আপনার বয়স ১৮ বা তার বেশি হলে, সাধারণত 'অটোপ্লে' ফিচার চালু করা থাকে।
  • আপনি তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট ব্যবহার করলে এবং আপনার অভিভাবক আপনার হয়ে 'অটোপ্লে' বন্ধ করে দিয়ে থাকলে, আপনি 'অটোপ্লে' চালু/বন্ধ করার বিকল্প নাও পেতে পারেন। তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের জন্য অভিভাবকীয় নিয়ন্ত্রণ সম্পর্কে আরও জানুন
  • আপনি বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদা 'অটোপ্লে' সেটিংস সেট করতে পারেন। যেমন, আপনার মোবাইল ডিভাইসের YouTube অ্যাপে 'অটোপ্লে' ফিচার "চালু" হিসেবে সেট করতে পারেন, কিন্তু কম্পিউটার থেকে YouTube ব্যবহার করার সময় তা "বন্ধ" হিসেবে সেট করতে পারেন।
  • আপনার ডিভাইস কোনও মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্ট করা এবং একটানা ৩০ মিনিট অ্যাক্টিভ না থাকলে, 'অটোপ্লে' ফিচার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওয়াই-ফাইতে কানেক্ট করলে, 'অটোপ্লে' ফিচার ৪ ঘণ্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

আপনার মোবাইল ডিভাইস বা ট্যাবলেটে 'অটোপ্লে' ফিচার ব্যবহার করা

এরপরে কোন ভিডিওটি চালানো হবে তা ভিডিওর শেষে ভিডিও প্লেয়ারে দেখানো হবে। আপনি যদি ভিডিওটি স্ক্রল করে এগিয়ে যান বা কমেন্ট অথবা সার্চের মতো কিছু টাইপ করেন, তাহলে পরবর্তী ভিডিও অটোমেটিক চালু হবে না।

কোনও ভিডিওতে অটোপ্লে চালু বা বন্ধ করা

  1. যেকোনও ভিডিওর দেখার স্ক্রিনে যান।
  2. ভিডিও প্লেয়ারের উপরে 'অটোপ্লে' সুইচে ট্যাপ করে সেটি চালু বা বন্ধ হিসেবে সেট করুন।

 আপনার সেটিংসে অটোপ্লে চালু বা বন্ধ করুন

  1. আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  2. 'সেটিংস ' বিকল্পে ট্যাপ করুন।
  3. অটোপ্লে বিকল্পে ট্যাপ করুন।
  4. অটোপ্লের স্ট্যাটাস পরিবর্তন করে 'চালু' বা 'বন্ধ' হিসেবে সেট করুন।
পরামর্শ: 'অটোপ্লে' ফিচার চালু থাকাকালীন, পরবর্তী ভিডিও অটোমেটিক শুরু হওয়া বন্ধ করতে, বর্তমানে যে ভিডিওটি চলছে, সেটির শেষে বাতিল করুন বিকল্পে ট্যাপ করুন।

আপনার কম্পিউটারে 'অটোপ্লে' ফিচার

এরপরে কোন ভিডিওটি চালানো হবে তা ভিডিওর শেষে ভিডিও প্লেয়ারে দেখানো হবে। আপনি যদি ভিডিওটি স্ক্রল করে এগিয়ে যান বা কমেন্ট অথবা সার্চের মতো কিছু টাইপ করেন, তাহলে পরবর্তী ভিডিও অটোমেটিক চালু হবে না।

'অটোপ্লে' ফিচার চালু বা বন্ধ করা

  1. যেকোনও ভিডিওর দেখার স্ক্রিনে যান।
  2. ভিডিও প্লেয়ারের নিচে 'অটোপ্লে' সুইচে ট্যাপ করে সেটি চালু বা বন্ধ হিসেবে সেট করুন।
পরামর্শ: 'অটোপ্লে' ফিচার চালু থাকাকালীন, পরবর্তী ভিডিও অটোমেটিক শুরু হওয়া বন্ধ করতে, বর্তমানে যে ভিডিওটি চলছে, সেটির শেষে বাতিল করুন বিকল্পে ট্যাপ করুন।

আপনার স্মার্ট টিভি বা গেম কনসোলে 'অটোপ্লে' ফিচার

আপনার টিভির YouTube অ্যাপে 'অটোপ্লে' ফিচার

টিভির YouTube অ্যাপে 'অটোপ্লে' সেটিংস পরিবর্তন করতে:

  1. আপনার টিভিতে YouTube অ্যাপ খুলুন।
  2. সেটিংস বিকল্পে যান।
  3. স্ক্রল করে অটোপ্লে ফিচারে যান।
  4. অটোপ্লে চালু অথবা বন্ধ করতে বিকল্প বেছে নিন।

টিভিতে কাস্ট করার সময় 'অটোপ্লে' ফিচারের ব্যবহার

ফোন বা ট্যাবলেটের সাথে টিভি কানেক্ট করা থাকলে, 'অটোপ্লে' ফিচার নিয়ন্ত্রণ করার জন্য আপনি ডিভাইস ব্যবহার করতে পারবেন।

  1. মোবাইল ডিভাইস টিভির সাথে কানেক্ট করে চালানোর জন্য কোনও ভিডিও বেছে নিন।
  2. সারি বড় করতে ও 'অটোপ্লে' সেটিংস দেখতে স্ক্রিনের নিচে কন্ট্রোল বারে ট্যাপ করুন।
  3. 'অটোপ্লে' বন্ধ করতে সুইচ ব্যবহার করুন।

বেছে নেওয়া ভিডিওর নিচে 'অটোপ্লে' সুইচ দেখা যাবে

Google Assistant চালু থাকা স্মার্ট ডিসপ্লেতে 'অটোপ্লে' ফিচার ব্যবহার

'অটোপ্লে' ফিচার চালু বা বন্ধ করা

আপনি স্মার্ট ডিসপ্লেতে YouTube ব্যবহার করলে এবং 'অটোপ্লে' ফিচার চালু বা বন্ধ করতে চাইলে:

  1. মোবাইল ডিভাইসে Home অ্যাপ খুলুন।
  2. যে স্মার্ট ডিসপ্লের সেটিংস পরিবর্তন করতে চান তাতে ট্যাপ করুন।
  3. সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  4. এরপর বিজ্ঞপ্তি ও Digital Wellbeing বিকল্পে ট্যাপ করুন।
  5. তারপর YouTube সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  6. স্মার্ট ডিসপ্লেতে 'অটোপ্লে' সেটিংস নিয়ন্ত্রণ করার দু'টি পদ্ধতি আছে:
    • 'ভয়েস ম্যাচ' ফিচারে আপনার ভয়েস ম্যাচ করলে, 'অটোপ্লে' ফিচার চালু বা বন্ধ করতে পারবেন এবং
    • অন্য সব ব্যবহারকারীর ক্ষেত্রে 'অটোপ্লে' ফিচার চালু বা বন্ধ করতে পারবেন।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
2121152516028625410
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false