YouTube-এ সিনেমার আগাম-অর্ডার দেওয়া

 

মনে রাখবেন: YouTube Android অ্যাপে কেনা ও ভাড়া নেওয়া কিছু সিনেমা এবং টিভি শোয়ের বিলিং Google Play-র মাধ্যমে করা হবে। দাম বা খরচের উপর এর কোনও প্রভাব পড়বে না, শুধু কেনার জন্য কোথা থেকে বিলিং করা হবে তার এর প্রভাব পড়বে। সাম্প্রতিক চার্জ দেখতে ও কীভাবে বিলিং করা হয় সেটি জানতে, আপনি pay.google.com দেখতে পারেন। Google Play থেকে কোনও কেনাকাটার জন্য রিফান্ডের অনুরোধ জানাতে, এখানে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।

আপনি YouTube-এ বাছাই করা কিছু সিনেমা প্রি-অর্ডার করতে পারবেন এবং তা উপলভ্য হলেই আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

সিনেমা প্রি-অর্ডার করা

YouTube-এ কোনও আইটেম প্রি-অর্ডার করার জন্য উপলভ্য হলে, সেটির দেখার পৃষ্ঠায় গিয়ে আপনি 'প্রি-অর্ডার' বোতাম দেখতে পাবেন। সেই আইটেমটি দেখার জন্য উপলভ্য না হওয়া পর্যন্ত আপনার থেকে কোনও চার্জ কেটে নেওয়া হবে না।

  1. কম্পিউটার থেকে YouTube খুলুন।
  2. যে আইটেমটি প্রি-অর্ডার করতে চান, সেটি সার্চ করুন।
  3. 'প্রি-অর্ডার করুন' বিকল্প বেছে নিন।
  4. অর্ডার করার প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

আপনার প্রি-অর্ডার করা হয়ে গেলে ও আইটেম উপলভ্য হলে আমাদের তরফ থেকে আপনাকে ইমেল পাঠিয়ে জানানো হবে।

পেমেন্ট বাতিল হয়ে গেলে আপনার করা প্রি-অর্ডারও বাতিল হয়ে যেতে পারে। Google অ্যাকাউন্টে পেমেন্টের বিবরণ আপডেট করার পর আপনি আবার প্রি-অর্ডার করতে পারবেন।

প্রি-অর্ডার বাতিল করা

আপনি না চাইলে ডেলিভার না হওয়া আইটেমের প্রি-অর্ডার বাতিল করে দিতে পারেন।

  1. আপনার কম্পিউটারে কেনাকাটা ও মেম্বারশিপ ঘুরে দেখুন। 
  2. আপনি যে আইটেমের প্রি-অর্ডার বাতিল করতে চান, সেটি খুঁজুন।
  3. 'তিন ডট মেনু > প্রি-অর্ডার বাতিল করুন' বিকল্প বেছে নিন।

আপনার অর্ডার বাতিল হয়ে গেলে আপনাকে এই সংক্রান্ত একটি ইমেল পাঠানো হবে।

মনে রাখবেন: স্মার্ট টিভিতে এখনও আগাম-অর্ডার দেওয়া যায় না।

এতে কি কোনও সুবিধা হল?

আমরা এটিকে কিভাবে উন্নত করব?
Search
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
প্রধান মেনু
16793399812754838282
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
true
true
true
true
true
59
false
false